Ms Rod steel weight calculation | রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি

রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি - Ms Rod steel weight calculation

Ms Rod steel weight calculation | রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি

Ms Rod steel weight calculation – বাজারে বিভিন্ন ডায়ার রড পাওয়া যায়। এগুলো রডের ওজন কিভাবে নির্ণয় করা হয়, তার পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে।

মিলিমিটার = কেজি/মিটার = সুতা

  • 10 mm = 0.62 kg/m = 3 suta
  • 12 mm = 0.89 kg/m = 4 suta
  • 16 mm = 1.58 kg/m = 5 suta
  • 20 mm = 2.48 kg/m = 6 suta
  • 22 mm = 2.98 kg/m = 7 suta
  • 25 mm = 3.85 kg/m = 8 suta

Rod weight calculation formula

এক ফুট বা এক মিটারে কত কেজি রড | রডের ওজন, রডের সুতা বের করার নিয়ম

উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে। এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।
যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ। আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময়, এই হিসাব জানা একান্তই জরুরী।

এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন।

8 mm -7 feet -1 kg
10 mm -5 feet -1 kg
12 mm -3.75 feet – 1 kg
16 mm -2.15feet -1kg
20 mm -1.80feet -1kg
22mm -1.1feet -1kg
 

রডের মাপ ফিট মেপে kg বের করা হয়

এই সুত্রটি মনে রাখুন ( রডের ডায়া^2 /532) যেকোনো ডায়া রডের এক ফিটের ওজন বাহির হবে।
এখানে অবশ্যই রডের ডায়া মিলি মিটারে উল্লেখ করতে হবে ,
 
এছাড়াও মিটারেও নির্নয় করা যাবে , মিটারে ওজন বের করতে হলে ( mm^2/162.2 )

যে কোন রড বা লোহার হিসাব খুব সহজে বাহির করুন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *