Grade Beam | গ্রেড বীমের আর.সি.সি কাজের হিসাব

Grade Beam | গ্রেড বীমের আর.সি.সি কাজের হিসাব

Grade Beam | গ্রেড বীমের আর.সি.সি কাজের হিসাব

 

Grade Beam গ্রেড বীমের আর.সি.সি কাজের হিসাব:

মনে করি,

গ্রেড বীমের দৈর্ঘ্য ৪০ ফুট

গ্রেড বীমের প্রস্থ ৩০ ফুট

গ্রেড বীমের সাইজ= (১৮X১৬) ইঞ্ছি

[প্রস্থ=১৬/১২=১.৩৩ ফুট এবং উচ্চতা=১৮/১২= ১.৫ ফুট ]

 

 

 

নোটঃ- গ্রেড বিম রড বাঁধাই এবং ঢালাইয়ের নিয়ম সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

 

Grade Beam গ্রেড বীমের দৈর্ঘ্য বের করার নিয়ম:

—————————————————–

১. দৈর্ঘের দিকে গ্রেড বীম আছে ২টা= ৪x ৪০ ফুট= ১৬০ ফুট

২. প্রস্থের দিকে গ্রেড বীম আছে ২টা = ৩x৩০ ফুট = ৯০ ফুট

অতএব,গ্রেডবীমের মোট দৈর্ঘ্য হচ্ছে =১৬০+৯০= ২৫০ ফুট

 

কাজের পরিমাণ

——————————-

কাজের পরিমাণ =দৈর্ঘ্যxপ্রস্থxউচ্চতা

=২৫০X ১.৩৩ X ১.৫ ঘনফুট = ৪৯৮.৭৫ ঘনফুট

গ্রেড বীমের আর.সি.সি কাজের পরিমাণ= ৪৯৮.৭৫ ঘনফুট

ওয়েট ভলিউম

সাধারণত,ড্রাই ভলিউম = ১.৫ × ওয়েট ভলিউম।

সুতরাং এখানে

ড্রাই ভলিউম = ১.৫ × ৪৯৮.৭৫ ঘনফুট = ৭৪৮.১২ ঘনফুট

সুতরাং সিমেন্ট, বালি , ও খোয়ার পরিমান

————————————————————–

ধরি ,

সিমেন্ট, বালি , ও খোয়ার অনুপাত =১ঃ১.৫ঃ৩

সিমেন্ট =৭৪৮.১২ * (১/৫.৫)= ১৩৬.০২ ঘনফুট =১০৮.৮১= ১০৯ ব্যাগ

বালু = ৭৪৮.১২ * (১.৫/৫.৫)= ২০৪.০৩ ঘনফুট

খোয়া =৭৪৮.১২ * (৩/৫.৫)= ৪০৮.০৬ ঘনফুট

 


Civil Engineer এবং Architect দের টিমের সমন্বয়ে সল্প খরচে নিরাপদ বিল্ডিং ডিজাইন ও কন্সট্রাকশন করতে আমাদের সাথে যোগাযোগ করুন :

আমাদের সেবা সমূহ:

✓ বিল্ডিং প্ল্যান              –স্টিল + আর.সি.সি

✓ স্ট্রাকচারাল ডিজাইন  –স্টিল + আর.সি.সি

✓ আর্কিটেকচারাল প্ল্যান

✓এক্সটেরিয়র ডিজাইন

✓ কনস্ট্রাকশন

✓ সয়েল টেস্ট

✓ পৌরসভা/ রাজউক প্ল্যান

✓ ডিজিটাল সার্ভে

✓ এস্টিমেটিং এবং কস্টিং –স্টিল + আর.সি.সি

✓ সাইট সুপারভিশন        –স্টিল + আর.সি.সি

 

 

And

Factory, High rise building, Steel building, Rcc building, Steel warehouse and Rcc & Steel Structures Design , and all kind of Erection and Fabrication

( আমরা দেশের যে কোন জায়গায় কাজ করে থাকি )

আমাদের সাথে যোগাযোগ এর ঠিকানা ফেসবুক পেজে গিয়ে সরাসরি আমাদেরকে মেসেজ দিতে পারেন। ফেসবুক পেজে গিয়ে Text অথবা Voice Record করলে , আমরা ১০০% রিপ্লাই দিব। সরাসরি মেসেজ দিতে লিঙ্ক এ ক্লিক করুন = m.me/engineers720

ফেসবুক পেজ / Facebook page

instagram

Email – [email protected]

Phone = 01741454219

সকল ধরনের বাড়ির ডিজাইন দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন

All House Design And Civil Engineering Tips

Leave a Reply

Your email address will not be published.