How to rod calculation in percentage | পার্সেন্ট অনুযায়ী রডের হিসাব

How to rod calculation in percentage

How to rod calculation in percentage | পার্সেন্ট অনুযায়ী রডের হিসাব

How to rod calculation in percentage – কাঠামোর বিভিন্ন অংশে কি পরিমান রড প্রয়োজন তা শর্ট-কাট হিসাব বের করার কৌশল জানার কারনঃ আপনি যে প্রজেক্টে কাজ করবেন অবশ্যই সেই সাইডে বিভিন্ন মালামালের প্রয়োজন হতে পারে। আপনার মালিক পক্ষ যে কোনো সময় আপনাকে বলতে পারে অমুক ছাদ কাস্টিং কাজে কত কেজি রড প্রয়োজন হবে ? এমতাবস্থায় ড্রয়িং দেখে হিসাব করে হিসেব করে বলতে গেলে অনেক সময় লেগে যেতে পারে। তাই দ্রম্নত হিসাব বের করার জন্য শর্ট-কাট বা পার্সেন্ট অনুযায়ী হিসাব বের করার কৌশল জানতে হবে। যেমন ফুটিং, পায়েল ক্যাপ, পাইল, কলাম, বীম, লিন্টেন, শেয়ার ওয়াল, সিঁড়ী, লিফট ও ছাদের জন্য প্রতি ১০০ সি.এফ. টি. আর.সি.সি. কাস্টিং কাজে কি পরিমান রডের প্রয়োজন হয়।

The reason for knowing the short-cut calculation of how many rods are needed in different parts of the structure is because the project you will be working on may require different materials on that side. Your boss can tell you at any time how many kg rods will be required for such roof casting work? In this case, it can take a long time to calculate by looking at the drawing. So you need to know the strategy of calculating according to short-cut or percentage in order to calculate quickly. For footings, pail caps, pile, columns, beams, lintels, share walls, stairs, elevators, and roofs per 100 cf. T. R.C.C. How much rod is needed for casting work?

কাঠামোর সকল অংশে মোট কংক্রিটের শতকরা অনুযায়ী রডের হিসাবঃ ( How to rod calculation in percentage )

ক. লিন্টেন, স্লাব, সানশেড, ড্রপওয়াল, সেয়ার ওয়াল, রেইলিং ইত্যাদি ক্ষেত্রে কংক্রিটের পরিমানের শতকরা 1.2% – 1.5% রড ব্যবহার করা হয়।

খ.বীমে কংক্রিটের পরিমানের শতকরা 1% – 2% রড ব্যবহার করা হয়।

গ.কলামে কংক্রিটের পরিমানের শতকরা 1% – 5% রড ব্যবহার করা হয়।

ঘ. ভিত্তিতে কংক্রিটের পরিমানের শতকরা 1% – 1.5% রড ব্যবহার করা হয়।

ঙ.ওয়াটার রিজার্ভারে কংক্রিটের পরিমানের শতকরা 1.5% – 2% রড ব্যবহার করা হয়।

চ. পুরা বিল্ডিং এ ছাদ মাপে প্রতি sft তে রডের প্রয়োজন হয় 4.5 কেজি।

বিঃদ্রঃ সকল মালামালের অপচয় বা অয়েস্টেজ বাবদ 5% ধরা হয়

 

Rod calculation according to the percentage of total concrete in all parts of the structure
A. In the case of lintel, slab, sunshade, drop wall, share wall, railing, etc. 1.2% – 1.5% rod of concrete is used.
B. 1% – 2% rod of concrete is used in insurance.
C. 1% – 5% of the amount of concrete in the column is used rod.
D. 1% – 1.5% of the amount of concrete in the base rod is used.
E. Water Reservoir uses 1.5% – 2% rod of concrete.
F. The roof size of the entire building requires 4.5 kg of rod per sqft.
Note: 5% is charged for wastage of all goods.

 

আমাদের সেবা সমূহ: ( স্টিল + আর.সি.সি ) ( How to rod calculation in percentage )

১. আর্কিটেকচারাল ডিজাইন,

২. স্ট্রাকচারাল ডিজাইন ,

৩. ইলেক্ট্রিক্যাল ডিজাইন,

৪. প্লাম্বিং ডিজাইন,

৫. ওয়ার্কিং ড্রয়িং,

৬. 3D ডিজাইন, 3D অ্যানিমেশন

৭. ল্যান্ডস্কেপ ডিজাইন,

৮. বাড়ি, মার্কেট, ইন্ডাস্ট্রি ও ফ্যাক্টরির প্ল্যান/মাস্টার প্ল্যান- 2D & 3D

৯. সিটি কর্পোরেশন/ পৌরসভা/ইউনিয়ন অনুমোদন শিট

১০.এস্টিমেট

১১. প্রজেক্ট ম্যানেজমেন্ট, কোয়ালিটি এসুরেন্স/কন্ট্রোল

১২. কন্সট্রাকশন ও সুপারভিশন

১৩. সয়েল টেস্ট ও পাইল

১৪. ডিজিটাল সার্ভে

Our Services: (Steel + RCC)

  1. Architectural design,
  2. Structural design,
  3. Electrical design,
  4. Plumbing design,
  5. Working drawing,
  6. 3D design, 3D animation
  7. Landscape design,
  8. House, Market, Industry & Factory Plan / Master Plan – 2D & 3D
  9. City Corporation / Pouroshova / Union Approval Sheet
  10. Estimate
  11. Project Management, Quality Control
  12. Construction and supervision
  13. Soil test and pile
  14. Digital Survey

আমাদের সাথে যোগাযোগ এর ঠিকানা ফেসবুক পেজে গিয়ে সরাসরি আমাদেরকে মেসেজ দিতে পারেন। ফেসবুক পেজে গিয়ে Text অথবা Voice Record করলে , আমরা ১০০% রিপ্লাই দিব।

You can message us directly by going to the contact’s address Facebook page. If you go to the Facebook page and record Text or Voice, we will give a 100% reply.

ফেসবুক পেজ / Facebook page

instagram

Email – siraj875212@gmail.com

Phone = 01741454219 ( Imo + Whatsapp + Bip + Viber )

 

সকল ধরনের বাড়ির ডিজাইন দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন

HOUSE-BUILDING AND FACTORY DESIGN

https://sirajtech.org/category/house-building-and-factory-design

বাড়ি নির্মাণ সম্পর্কে টিপস এন্ড ট্রিকস জানতে লিঙ্কে ক্লিক করুন

CIVIL ENGINEERING TIPS & TRICKS

https://sirajtech.org/category/civil-engineering-tips-tricks

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *