Pouroshova and Rajuk drawing sheet

Pouroshova and rajuk drawing sheet

ব্যাক্তি মালিকানা বাড়ি বা ভবন নির্মান করতে চাইলে অবশ্যই কর্তিপক্ষের অনুমোদন লাগবে।
পৌরসভা ও রাজউকের আওতাধীন কোন ভবন নির্মান করতে চাইলেই আপনি নির্মান করতে পারবেন না, যত বড়ই ইঞ্জিনিয়ার দ্বারা ড্রইং করান না কেন কাজে আসবেনা যদি কর্তিপক্ষের অনুমুতি না নেন।
চলুন জেনে নেই কি কি লাগবে-
1. জমি ব্যবহার ছাড়পত্র (অপরিকল্পিত অঞ্চলের জন্য প্রযোজ্য)
২. বড় বা বিশেষায়িত প্রকল্পগুলির জন্য বিশেষ প্রকল্পের অনুমতি (যদি প্রযোজ্য হয়)
প্রথমে আবেদন ফরমে আবেদন করতে হবে এবং সাথে ৭ কপি ড্রইং জমা দিতে হবে। ড্রইং গুলি ৩০”x২০ সাইজের এমোনিয়া শীটে ব্লু প্রিন্ট ট্রেসিং পেপার সহ)
একটি ড্রইংয়ে শীটে কি কি ড্রইং থাকতে হবে জেনে নেই।
১. ফ্লোর প্লান
২. অন্যান্য ফ্লোরের প্লান ( ১,২,৩,৪…..১০,১১,১২)
৩.সম্মুক্ষ এলিভেশন
৪.লে আউট প্লান
৫.কলাম, বীম, ফাউন্ডেশনের সেকশন
৬.মোট কভার এরিয়া
৭.মৌজা ম্যাপ
৮. ভবনের ক্রস সেকশন
৯.সেপটিক ট্যাংক ও সোক ওয়েলের প্লান ও সেকশন
১০.সিড়ির প্লান ও ডিটেইল
১১. ছাদের বিস্তারিত ড্রইং
১২. ছাদের পানি নিষ্কাশনের প্লান
১৩. কলাম পজিশন
১৪. গ্রেড বীম ও সেকশন
১৫. ইলেকট্রিক ড্রইং
১৬. সেনেটারী ড্রইং ( বহুতলের ক্ষেত্রে)
১৭. সেটব্যাক ( অত্যন্ত জরুরী) নির্দিষ্ট পরিমানে ভবনের চারপাশের জমি ছেড়ে দেওয়া।
আনুষঙ্গিক কাগজ পত্র:
১. পেশাজীবী সংগঠনের সদস্যভুক্ত প্রকৌশলীর স্বীকৃতপত্র।
২ প্রকৌশলী পেশাজীবী সংগঠনের সদস্য নাম্বার ও সাক্ষর এবং সীলমোহর।
৩. মূল দলিলের ফটোকপি
৪. দাগ নম্বর,খতিয়ান নম্বর ও মৌজার নাম।
৫. মালিকের সাক্ষর
৬. মাটি পরিক্ষার রিপোর্ট ( ৩ তলার অধিক হলে)
৭. জমির পরিমান ও তফসিল
৮.নির্ধারিত ফি
Pouroshova and rajuk drawing sheet in bangladesh

Pouroshova and Rajuk drawing sheet

আমাদের সাথে যোগাযোগ এর ঠিকানা ফেসবুক পেজে গিয়ে সরাসরি আমাদেরকে মেসেজ দিতে পারেন।

ফেসবুক পেজে গিয়ে Text অথবা Voice Record করলে , আমরা ১০০% রিপ্লাই দিব।

ফেসবুক পেজ / Facebook page

instagram

Email – siraj875212@gmail.com

সকল ধরনের বাড়ির ডিজাইন দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন

All House Design And Civil Engineering Tips