House Design and House Estimate Idea
যে ব্যক্তি যেমন করেই করুক না কেন
সকল মানুষ চায় একটা সুন্দর বাড়ি করতে।
কিন্তু কত টাকা হলে একটা সুন্দর বাড়ি করা যাবে , এটা অনেকেই জানে না
সে জন্য তারা বেশিরভাগ মিস্ত্রি দের পরামর্শ নিয়ে থাকে
কিন্তু আপনি জানেন কি……,
মিস্ত্রি ১০০% খরচের হিসাব দিতে পারে না, অনেক কম বেশি হয়ে থাকে, এমন কি কোনো ইঞ্জিনিয়ার ও ১০০% খরচের হিসাব দিতে পারবে না,
যেটা দিবে সেটা আনুমানিক , যদি ৫ লক্ষ বলে , তাহলে ৫ লক্ষ দিয়ে হতে পারে ,বা নাও হতে পারে,
তবে আমি এমন অনেক কে দেখেছি , এলাকার মিস্ত্রি হিসাব দিয়েছে ১০ লক্ষ টাকা ,তার পরে দেখা গেল ১৫ লক্ষ টাকা দিয়ে ও আর হচ্ছে না,
তার মানে সঠিক ভাবে হিসাব না করেই বাড়ির কাজে লেগে পরেছে ,
এমন টা হলে কয়েক ধরনের প্রবলেম হয়ে থাকে
যেমনঃ
১.বাজেটের টাকা শেষ হওয়ার কারনে বাড়ির কাজ শেষ করতে পারে না,
২. সে ১০ লক্ষ টাকা খরচ করে ও বাড়িতে উঠতে পারে না শেষে নিরুপায় হয়ে , আবার অনেকে জমি বিক্রি করে বাড়ি তুলে।
৩. ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করে , কারন সে বিপতে পরেছে, কাজ শেষ না করলে তো বাড়িতে উঠতে পারবে না,
এখন প্রশ্ন হচ্ছে তাহলে কিভাবে আমি কাজ করলে সঠিক হিসাব পাব ?
উওরঃ
প্রথমে আপনাকে যে কোনো ইঞ্জিনিয়ারের কাজ থেকে বাড়ির ফুল ডিজাইন করে নিতে হবে, তাহলে কত খরচ হবে
এটা তার দারা হিসাব করায়ে নিতে পারবেন।
এখন প্রশ্ন হচ্ছে এভাবে হিসাব করে নিলে ১০০% সঠিক হবে এটা বুজব কি করে?
উত্তরঃ
যখন একটা বাড়ির আরকিটেক্ট ও স্ট্রাকচার ফুল ডিজাইন করা হয় তখন সেখানে সব কিছু উল্লেখ থাকে ,
কত টুকু মাটি কাটতে হব, কথাই কয়টা রড দিতে হবে, কথাই কত টুকু সিমেন্ট বালি খুয়া দিতে হবে ,
একজন ইঞ্জিনিয়ার যখন সেটা দেখে হিসাব করবে আর মিস্ত্রি সেটা দেখে কাজ করবে তখন মালামাল কম বেশি হয়ার কোন চাঞ্জ নাই
প্রশ্ন বাড়ি করার আগে ডিজাইন করে নিলে কি কি সুবিধা হতে পারে?
উত্তরঃ
১। বাড়ি করার পর সেটা দেখতে কেমন হবে এটা আগেই বুঝতে পারবেন
২। খরচের হিসাব করার পর আপনার বাজেটের বেশি খরচ হলে , ডিজাইন মুডিফাই করে খরচ কমাতে পারবেন
সব শেষে বলতে চাই কিছু টাকার জন্য বড় বিপদে না পরাই ভাল.
এস্টিমেটিং এবং কস্টিং কিভাবে করা হয় । তা জানতে নিচের ৩টি ভিডিও দেখতে পারেন
১। সিমেন্ট-বালি ও খোয়ার হিসাব সহ ঘরের বেস বা ফুটিং এ কত কেজি রড লাগে
২। যে কোন রড বা লোহার হিসাব খুব সহজে বাহির করুন
৩। একটি বাড়ি বা চিলার স্টেজের এঙ্গেল রডের ওজন বাহির করার নিয়ম
আমাদের সাথে যোগাযোগ এর ঠিকানা ফেসবুক পেজে গিয়ে সরাসরি আমাদেরকে মেসেজ দিতে পারেন।
ফেসবুক পেজে গিয়ে Text অথবা Voice Record করলে , আমরা ১০০% রিপ্লাই দিব।
Email – siraj875212@gmail.com
সকল ধরনের বাড়ির ডিজাইন দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন