Electrical design and plumbing design

ইলেকট্রিক্যাল ডিজাইন – Electrical design
প্রায়ই দেখা যায় ইলেকট্রিক্যাল ডিজাইন ছারাই বিল্ডিং এর কাজ শুরু হয়। পরে যখন ছাদ ঢালাই করা হয় তখন ইলেকট্রিক্যাল মিস্ত্রি
তার ইচ্ছে মতন পাইপ ফেলে। পরবর্তিতে যখন সুইচ করার দরকার হয় তখন শুরু হয় কাটাকাটি, এমনও হয় বীম কাটা হয়, কলামের সাইড কাটা হয়।
এটা বিল্ডিং এর স্ট্রাকচারাল নিরাপত্তার জন্য অত্যান্ত ঝুকিপুর্ন একটি কাজ। পুরো ভবনটিকে ঝুকির মুখে ফেলে ইলেকট্রিক্যালের তার টানা হয়।
অথচ ইলেকট্রিক্যাল ডিজাইন থাকলে এগুলোর কিছুই করার প্রয়োজন হয় না।
প্লাম্বিং ডিজাইন – plumbing design
একই ব্যাপার ঘটে এই ক্ষেত্রেও। বাড়ি করার পরে বাথরুমের পাইপ টানার জন্য যদি সেই বাড়ির ফ্লোর হাতুরি মেড়ে ভেঙ্গে কাজ করা লাগে,
প্রায়ই দেখা যায় এই কাজটা করতে মিস্ত্রিদের। এতে সদ্য বানানো বাড়িটিতে প্রচুর ক্রাক তিরি হয় যা বাড়ির স্থায়িত্ব অনেকটা কমিয়ে দেয়।

Electrical design and plumbing design

আমাদের সাথে যোগাযোগ এর ঠিকানা ফেসবুক পেজে গিয়ে সরাসরি আমাদেরকে মেসেজ দিতে পারেন।

ফেসবুক পেজে গিয়ে Text অথবা Voice Record করলে , আমরা ১০০% রিপ্লাই দিব।

ফেসবুক পেজ / Facebook page

Email – siraj875212@gmail.com

সকল ধরনের বাড়ির ডিজাইন দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন

All House Design And Civil Engineering Tips