আর্কিটেকচারাল ডিজাইন

একজন ইঞ্জিনিয়ার এর কাছে ডিজাইন করতে গেলে অনেক খরচ।
তাই মাথা খাটিয়ে ইন্টারনেট থেকে একটা ডিজাইন নামিয়ে নিলেই ইঞ্জিনিয়ার এর খরচটা বেচে যাবে।
এই চিন্তা অনেক ভয়ংকর কারন একটা ডিজাইন অনেক গুলো ভ্যারিয়েবল ফ্যাক্টর এর উপর নির্ভরশীল।

যেমন :
১/ মাটির ধরন।
২/ ওই এলাকার ভূমিকম্প প্রবণতা।
৩/ বাতাসের ধরন।
৪/ প্লটের দিক।
৬/ প্রয়োজনীয় মালামালের পর্যাপ্ততা ইত্যাদি

সেই সঙ্গে অত্যন্ত সংবেদনশীল এবং জটিল সব সূত্র এবং সফটওয়্যার ব্যাবহার করে সেই ডিজাইন এর যথার্থতা নির্ণয় করা হয়।
সুতরাং খরচ বাঁচাতে জীবন ঝুঁকিতে ফেলবেন না।
ভালো মানের ইট রড সিমেন্ট এর পাশাপাশি ভালো মানের একটা ডিজাইন নিশ্চিৎ করবে আপনার ও আপনার পরিবারের সুরক্ষা।

আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ এর কথা ভাবছেন !!!

স্বপ্ন যখন একটি সুন্দর বাড়ির। তখন আপনার স্বপ্নের বাড়িটি ডিজাইনের জন্য, আমাদের সৃজনশীল ও দক্ষ ডিজাইন টিম সদা প্রস্তুত।
জমির আকৃতি যেমনই হোক না কেন, আপনার স্বপ্নকে বাস্তবে রুপ দেওয়ার দায়িত্ব আমাদের ডিজাইন টিমের। সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে বানানো বাড়িটি যেন ছুঁতে পারে আপনার স্বপ্নকে। শখ ও সাধ্যের মাঝে ফুটে উঠুক বসবাসের প্রত্যেকটি ইঞ্চি জায়গা।
আপনার কষ্টে অর্জিত টাকায় নির্মিত বাড়িটি হোক সুন্দর, আকর্ষণীয় ও নিরাপদ আবাসস্থল । সঠিক প্ল্যানিংও ডিজাইন ছাড়া বাড়ির কাজ শুরু করে কষ্টের টাকাগুলোর অপচয় করবেন না । আমাদের কাছে আসা অনেকজন কেই দেখেছি যে প্ল্যানিং ছাড়া বাড়ির কাজ শুরু করে অনেক টাকা নস্ট করে ফেলেছেন কিন্তু বাড়ির ভিতরের প্ল্যান ভাল লাগছেনা, বাইরের আউটলুক ভাল লাগছেনা এবং আরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে ।
সুন্দর করে বাড়ি করার জন্য , ডিজাইন করা খুবই গুরুত্তপুর্ণ।
(“siraj tech design and construction solution”) এর টিম দিচ্ছে সম্পূর্ণ সমাধান ।

আমাদের সেবাসমূহ ( স্টিল + আর.সি.সি )

সকল ধরনের বাড়ির ডিজাইন দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন

HOUSE-BUILDING AND FACTORY DESIGN

https://staging.sirajtech.org/category/house-building-and-factory-design

বাড়ি নির্মাণ সম্পর্কে টিপস ট্রিকস জানতে লিঙ্কে ক্লিক করুন

CIVIL ENGINEERING TIPS & TRICKS

https://staging.sirajtech.org/category/civil-engineering-tips-tricks