Best Geo Growing Bags
এখানে গার্ডেনিং আইটেম নিয়ে আলোচনা করা হয়েছে। যদি নদী – পুকুরের জন্য জিও ব্যাগ জিও টেক্সটাইল শিট বা ফেল্ট ফেব্রিক নিতে চান, সে ক্ষেত্রে Geosheet Geobag and Geotube তে ক্লিক করুন। Learn about our Best Geo Growing Bags
আমাদের জিও বাগের উপকারিতাঃ
- ব্যাগে মাটি দেওয়ার পরও প্লাস্টিক ড্রামের মত আকার ঠিক থাকবে। কারন আমাদের ব্যাগ গুলো শক্ত ফেব্রিক্স দ্বারা তৈরি।
- পানি বাহির হওয়ার জন্য তলায় কোন ছিদ্র করতে হয়না। পানি অটোমেটিক বের হয়ে যায়।
- ছাদের ওভার লোড প্রতিরোধ করতে জিও গ্রো ব্যাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- ফাইবারের অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দিয়ে অক্সিজেন সরবরাহ হয় এবং অতিরিক্ত পানি ও ব্যালেন্স হয়ে বের হয়ে যায়।।যার কারণে উৎপাদন ক্ষমতা দ্বিগুণ হয় এবং মশা জন্মানোর কোন ভয় থাকে না।
- মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং ব্যাগে মাটি পরিবর্তনের ঝামেলা নেই।
সাধারন ড্রাম ও জিও ব্যাগের মধ্যে পার্থক্যঃ
- এতে পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই ভালো হয়। ড্রামে ছিদ্র করতে হয় তার উপর টবের টুকরা দিতে হয়, তার উপর বালি দিতে হয়। তারপরেও অনেক সময় পানি বেশি হয়ে গেলে গাছের শিকড় পচে যায়। জিও ব্যাগে এগুলোর কোন ঝামেলা নেই। সরাসরি মাটি দিয়ে গাছ লাগিয়ে ফেলুন। পানি বেশি হলেও শিকড় পচে যাওয়ার সম্ভাবনা নাই।
- জিও ব্যাগের ভেতর দিয়ে বাতাস চলাচল করে। ড্রামের ভেতর দিয়ে বাতাস চলাচল করতে পারে না।
- ব্যবহার করার পরেও জিও ব্যাগ ভাঁজ করে রেখে দেওয়া যায়। দশটি জিও ব্যাগ ভাঁজ করে রাখলে খুব অল্প জায়গা নিবে। কিন্তু ড্রাম ভাঁজ করা যাবে না।
আনুমানিক স্থায়ীত্ত কাল।
- ৩০০ জি এস এম = ২ থেকে ৫ বছর।
- ৫০০ জি এস এম = ৪ থেকে ৭ বছর।
- ৬০০ জি এস এম = ৫ থেকে ১০ বছর।
GSM কি?
GSM = gram per square metre, মানে হচ্ছে প্রতি ১ মিটার স্কয়ারে যে মান পাওয়া যাবে তাকে GSM বলে। ১ মিটার স্কয়ার শীটের ওজন যদি ৩০০ গ্রাম হয়। তাহলে তাকে ৩০০ GSM বলা হবে। ওজন যত বাড়বে এর থিকনেস ও ( মোটা ) তত বাড়বে। GSM যত বেশি নিবেন তত বেশি মোটা পাবেন এবং টেকসই বেশি হবে।
নিচে কিছু GSM = আনুমানিক থিকনেস দেওয়া হলো।
300GSM = 2.5mm, 500GSM = 3.8mm, 600GSM = 4.5mm
সিরাজ টেকের গ্রো ব্যাগ Vs বাজারের নিম্নমানের জিও ব্যাগ
অর্ডার পদ্ধতিঃ
- ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন। অর্ডার লিঙ্ক গুলো নিচে দেওয়া হয়েছে।
- সরাসরি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বা ফোন করে অর্ডার করতে পারবেন। (এক্ষেত্রে অবশ্যই প্রোডাক্টের বিবরণ উল্লেখ করতে হবে, যেমনঃ কতো গ্যালন, কি রঙের, কত GSM) + কোন জেলায় নিবেন।
ডেলিভারি পদ্ধতিঃ
- সাধারণত ২ থেকে ৭ দিনের মধ্যে আমরা ডেলিভারি দিয়ে থাকি।
আমাদের ডেলিভারি ৩ ভাবে হয়ে থাকে।
- হোম ডেলিভারিঃ- এক্ষেত্রে প্রোডাক্ট হাতে পাবার পর টাকা পরিশোধ করতে পারবেন। উপজেলা ও এর আশে পাশে বাসা পর্যন্ত পৌছে দেওয়া হয়।
- লোকাল কুরিয়ারঃ- সুন্দরবন -করতোয়া এধরনের কুরিয়ারের মাধ্যমে পার্সেল নিতে পারবেন। এগুলোতে নিলে তাদের অফিস থেকে পার্সেল নিতে হবে।
- অফিস থেকে ডেলিভারি। এক্ষেত্রে প্রোডাক্ট অর্ডার করার সময় Pickup from office সিলেক্ট করতে হবে। প্রোডাক্ট বানানো হয়ে গেলে আপনাকে অফিস থেকে ফোন দেওয়া হবে। এর পর অফিস থেকে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন। 819/1, West Shewrapara , Mirpur, Dhaka. ( Agrani Bank Building )
পণ্য পরিবর্তন ও ফেরতঃ
- পরিবর্তনঃ- কেবলমাত্র ১ থেকে ৩৫ গ্যালন , কাস্টমাইজ – ১ , ২ , ৩ এবং সবজি বেডের মধ্যে রাউন্ড বেড ২৪ * ১২ ও ৩৬ * ১২ পণ্যগুলো পরিবর্তন করা যাবে। এর চেয়ে বড়ো সাইজের ব্যাগ কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। ছাদ-বাগানের জন্যে এর চেয়ে বড়ো ব্যাগের প্রয়োজন হয়না। ৩০০ জি এস এম এর ব্যাগ গুলো পরিবর্তন করা যাবে না । উল্লেখ্য যে, ৩০০ জি এস এম এর ব্যাগ গুলো অনেক পাতলা ও লো কোয়ালিটি হয়ে থাকে।
- ফেরতঃ- পণ্যের কোনো সমস্যা থাকলে (সেলাই খুলে যাওয়া, ফেটে যাওয়া ইত্যাদি) তা পরিবর্তন করা যাবে বা ফেরত পাঠাতে পারবেন ।
ডেলিভারি চার্জ কত?
- হোম ডেলিভারিঃ- ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ৫০০গ্রাম পর্যন্ত ৭০ টাকা, ১ কেজি হলে ৮০ টাকা, এর পর প্রতি কেজিতে ২০ টাকা করে যোগ হবে।
ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ ৫০০গ্রাম পর্যন্ত ১১০ টাকা, ১ কেজি হলে ১৩০ টাকা, এর পর প্রতি কেজিতে ২৫ টাকা করে যোগ হবে। - Sundarban, karatoa and Other Courier – জেলা গুলোতে সুন্দরবনে কন্ডিশনে পার্সেল দেওয়া যাবে। ৯০% থানা গুলোতে সুন্দরবন কন্ডিশনে পার্সেল নেয় না, সে ক্ষেত্রে ফুল পেমেন্ট আগেই করে দিতে হবে।
কুরিয়ার অফিস যে চার্জ লেখবে। সেটি দিয়ে কুরিয়ার অফিস থেকে পার্সেল নিয়ে নিতে হবে। এবং এর সাথে VD or COD চার্জ যোগ হবে। - বিঃদ্রঃ – হোম ডেলিভারির চেয়ে লোকাল কুরিয়ার গুলো চার্জ অনেক কম নিয়ে থাকে।
অর্ডার করার পদ্ধতি জানতে নিচের ভিডিও টি দেখুন