Digital Survey
ডিজিটাল সার্ভে মূলত জমি পরিমাপের ডিজিটাল পদ্ধতি। আগের দিনে গ্রামে আমিন দিয়ে যেভাবে দড়ি আর লাঠি দিয়ে জমি পরিমাপ করা হতো,
সেটারই ডিজিটাল ভার্সন এই সার্ভে।
এই সার্ভে করার পেছনে প্রথম উদ্দেশ্য থাকে জমির সঠিক পরিমাপটা বের করা। বিশেষ করে যেসমস্ত জমি পুরোপুরি চারকোণা নয়,
সেগুলো হাতে মেপে কখনোই সঠিক মাপ পাওয়া যম্ভব না অথবা অনেক জটিল হয়ে যায়। সেক্ষেত্রে Theodolite ব্যবহার করে এই কাজটি করা হয়।
আমাদের বাড়ির ডিজাইন বা মাস্টারপ্ল্যান করার জন্য ডিজিটাল সার্ভের তিনটি খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে।
১। জমির উত্তর-দক্ষিন সঠিকভাবে জানা
২। জমির মাপ এবং আশেপাশের জমির মাপ, ভীষণ দরকারি রাস্তার মাপ।
সেই সাথে জমিতে এখন যেসমস্ত বাড়ি, গাছ বা অন্যকিছু আছে , সেগুলোর লোকেশান এখানে থাকে।
৩। জমিতে যদি কোন উচুনিচু থাকে যেটাকে আমরা কন্ট্যুর বলি, সেটা ডিজিটাল সার্ভে থেকে পাওয়া যায়। বিশেষ করে বড় জমিতে
বা যেখানে ডোবা-টিলা আছে সেখানে ত কথাই নেই।
ডিজিটাল সার্ভে কারা করে
সার্ভে যে করে তাকে সার্ভেয়ার বলা হয়
সার্ভেয়ার যে কেউ প্রশিক্ষণ নিয়ে হতে পারে তবে, কাজটি মূলত একজন সিভিল ইঞ্জিনিয়ারের তত্তাবধানে হওয়াটা জরুরি,
যে সার্ভেয়ারকে গাইড করবে অথবা নিজেই মেশিন অপারেট করবেন।
সার্ভে করার জন্য কার কাছে যাবেন
অসংখ্য এজেন্সি আর কোম্পানি আছে যারা সার্ভে’র কাজটি করে থাকে। মূলত তিনভাবে আপনি সার্ভের কাজটি করতে পারেন
১। সরাসরি সার্ভেয়ার নিয়োগ দিতে পারেন। সেক্ষেত্রে সার্ভের সময় আপনি সাথে থেকে জমির মাপে সহায়তা করবেন।
তবে অনেক সময়ই সার্ভে যারা করছে তার সাথে কোনো আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারের সরাসরি যোগাযোগ থাকেনা।
তাই বড় ধরণের বা জটিল আকৃতির জমির ক্ষেত্রে একটু যাচাই বাছাই করে সার্ভে কোম্পানিকে নিয়োগ দিতে হবে।
২। সিভিল ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে নিয়োগ দেয়া। এক্ষেত্রে নিশ্চিতভাবে কাজটি একজন
ইঞ্জিনিয়ারের তত্তবাবধানে চলে যাচ্ছে যা বিভিন্নভাবে আপনার জন্য সুবিধাজনক।
৩। আর্কিটেকচার ফার্ম বা কোম্পানিকে নিয়োগ দেয়া। যেকোন আর্কিটেকচার ফার্ম এর সাথে অনেক সার্ভে
এবং ইঞ্জিনিয়ারিং কোম্পানির আফিলিয়েশন থাকে। এতে করে একজন স্থপতি বিশেষ কিছু সুবিধা পান
– আপনার স্পেসিফিক জমির জন্য যেই ধরণের বাজেটের এবং অভিজ্ঞতা সম্পন্ন সার্ভেয়ার দরকার, তাকে তিনি নিয়োগ দিতে পারেন।
– উপরযুক্ত একজন সিভিল ইঞ্জিনিয়ার কাজটির তত্তাবধান করেন
– সার্ভেতে জমির মাপ ছাড়াও আরো কিছু বিষয় যেমন সাইটে দরকারি কোন গাছ থাকতে পারে, আশেপাশের কোন একটা বিল্ডিং
বা স্ট্রাকচার হয়তো গুরুত্বপূর্ণ সেটা তিনি সার্ভেতে নিজ দায়িত্বে তুলে নিয়ে আসতে পারেন।
সার্ভের খরচ
Digital Survey
অনেকেই আমাদের কাছে ডিজাইনের জন্য সার্ভে ড্রইং ছাড়া চলে আসেন। সেক্ষেত্রে আমরা শুরুতেই সার্ভে রিকমেন্ড করি। সাথে সাথেই প্রশ্ন আসে সার্ভে করতে কিরকম খরচ হয় ।
সার্ভের খরচ বেশি না। মূলত সার্ভে করতে সার্ভেয়ারের
১। কিরকম সময় লাগবে
২। কতটা কষ্ট হবে
– তার উপরেই নির্ভর করে। ঢাকার ভিতরে ছোটখাটো জমি ৮ থেকে ১৫ হাজারের ভিতরেই হয়ে যায়। আপনার জমি যদি খালি হয় তাহলে মাপা সহজ, খরচা কম। জমিতে যদি বিল্ডিং করা থাকে বা টিনশেড থাকে, গাছ থাকে, কিছু তাহলে কঠিন, খরচ বেশি।
আর ঢাকার বাইরে অথবা অনেক বড় জমি হলে সেটা বেশি হয়। যেমন একটা ৩০ একরের জমি পরিমাপ করতে ৫০ হাজার টাকা লাগতে পারে আবার একই জমি ক্ষেত্র বিশেষে ৩০ হাজারেও হতে পারে।
এজন্য আমাদের রিকমেন্ডেশন হচ্ছে জমির লোকেশন জানিয়ে আর দলিল অনুযায়ী মাপ কতটুকু আছে জানালে সাথে সাথেই খরচাটা জানানো সম্ভব। ভয় পাওয়া বা দুশ্চিন্তার কোনো কারণ নেই।
অনেকেই প্রশ্ন করেন।
আমার জমি ত চারকোণা একদম, আমাকে কি সার্ভে করতে হবে?
হ্যা, করতেইই হবে।
সার্ভে ড্রইং ছাড়া কোন আর্কিটেক্ট কাজ শুরু করেন না
একমাত্র অনেক অনেক বড় জমিতে ছোট্ট একটা বাড়ি হলে ভিন্ন কথা
কেমন হয় ডিজিটাল সার্ভে রিপোর্ট?
এখানে দুই ধরণের ইনফরমেশন থাকবে
১। জমির বিভিন্ন পরিমাপ সংক্রান্ত রিপোর্ট
২। ড্রইং
এখানে ঢাকার একটি জমির সার্ভে রিপোর্ট কেমন হয় সেটা দেখানো হয়েছে। ছোট রিপোর্ট সাধারণত ৩-৪ পাতার হয়
আপনাকে দেয়া হবে একটি প্রিন্টেড কপি এবং একটি অটোক্যাড ড্রইং। যখন আর্কিটেক্ট এর কাছে আপনি ডিজাইনের জন্য যাবেন। অবশ্যই প্রিন্টেড কপি সাথে করে নিয়ে যাবেন এবং পরবর্তীতে অটোক্যাড ড্রইং ই-মেইল করে দিবেন।
——————————————————————————————————————————
আমাদের সাথে যোগাযোগ এর ঠিকানা ফেসবুক পেজে গিয়ে সরাসরি আমাদেরকে মেসেজ দিতে পারেন।
ফেসবুক পেজে গিয়ে Text অথবা Voice Record করলে , আমরা ১০০% রিপ্লাই দিব।
Email – siraj875212@gmail.com
Phone = 01741454219
সকল ধরনের বাড়ির ডিজাইন দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন