Geobag Geotube and Geosheet
এখানে নদী – পুকুরের জিও শিট ও ব্যাগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। যদি গাছ লাগানোর জন্য ব্যাগ নিতে চান, সে ক্ষেত্রে Geo Growing Bags তে ক্লিক করুন।
নদী ও পুকুরের পাড় ভাঙ্গন রোধে জিও ব্যাগ ও জিও রোল ব্যবহার করতে পারেন। এর সাথে দূর্বা ঘাস লাগাতে পারলে আরো অনেক স্থায়িত্ব বাড়ে।
বিস্তারিত জানতে নিচের ভিডিও টি দেখুন।
জিও টেক্সটাইল এমন এক ধরনের টেক্সটাইল, যা সাধারনত সিভিল নির্মান প্রকল্পগুলো এবং নদী , পুকুরের পাড় ভাঙ্গন রোধ করতে ব্যবহৃত হয়ে থাকে। এটিকে মাটির বৈশিষ্ট্যের উন্নতির কাজে ব্যবহার করা হয়। জিও টেক্সটাইল দুর্বল মাটিকে কার্যকর করে তোলে এবং অনুপযুক্ত বা দুর্বল জায়গায় ভবন নির্মাণ কাজকে সক্ষম করে তোলে।
ব্যবহারঃ-
জিও টেক্সটাইল রাস্তা, বন্দর, নদী , পুকুর, ল্যান্ডফিলস, ড্রেনেজ স্ট্রাকচার এবং অন্যান্য সিভিল প্রকল্পগুলোর জন্য আদর্শ উপকরণ।
জিও টেক্সটাইলের সুবিধাসমুহ ?
জিওটেক্সটাইল পণ্যের বিভিন্ন সুবিধাসমূহ নিম্নে বর্ণিত হল:-
১. জিওটেক্সটাইল দ্বারা তৈরিকৃত ফেব্রিক ওভেন ফেব্রিকের তুলনায় হালকা হয়। ফলে এটা হ্যান্ডেলিং করা সহজ হয় এবং পরিবহনের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া যায়।
২. ওয়েফট নিবেশে তৈরি ফেব্রিকের ক্ষেত্রে জিওটেক্সটাইল একটি গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করে। জিওটেক্সটাইল এই ধরনের ফেব্রিকের ক্ষেত্রে বিদীর্ণকরণ শক্তি বৃদ্ধি করে।
৩. রাস্তা তৈরিতে পিচ এবং টুকরা ইট এই দুই স্তরের মাঝে জিওটেক্সটাইল ফেব্রিক ব্যবহার করলে রাস্তা বৃষ্টির পানিতে ক্ষয়ে পড়ার হাত থেকে রক্ষা পায়।
৪. মাটির দুই স্তরের পার্থক্যকারী হিসাবে জিওটেক্সটাইল বিপুল পরিমাণে ব্যবহৃত হয়।
৫. আর্দ্রতা প্রতিবন্ধক হিসাবে জিওটেক্সটাইলের উপকারীতা অতুলনীয়।
৬. জিও-টেক্সটাইল ড্রেইনেজ এ ভূমিকা রাখে , এজন্যে খেলার মাঠে ব্যাবহার হয়।
জিও টেক্সটাইল শীট গুলো প্রাথমিক ভাবে ২ ধরণের হয়ে থাকে।
১। ওভেন জিও টেক্সটাইল
২। নন ওভেন জিও টেক্সটাইল
ওভেন জিও টেক্সটাইলঃ
মূলত, যে সকল জিওটেক্সটাইল প্লাস্টিক সুতা থেকে তৈরি করা হয় তাকে ওভেন জিও টেক্সটাইল বলে , যেমনঃ চিনি ও চালের প্লাস্টিক বস্তা।
নন ওভেন জিও টেক্সটাইলঃ
নন ওভেন জিও টেক্সটাইল সুইং-পাঞ্চিং নামে একটি প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। এই ধরনের ফেব্রিক এর মধ্য দিয়ে পানি ফিল্ট্রেশনের ব্যবস্থা থাকে। মূলত যে সমস্ত স্থানে ওয়াটার ফিল্টার এর প্রয়োজন হয় ঐ সমস্ত জায়গায় non-woven জিও টেক্সটাইল ফেব্রিক ব্যবহৃত হয়। তবে এই ধরনের ফেব্রিক গুলো নদী , পুকুরের পাড় ভাঙ্গন রোধ করতে ব্যবহৃত হয়ে থাকে।
জিও শিট, জিও ব্যাগ জিও টিউপ এর ব্যবহার ও এর বিস্তারিত জানতে নিচে ভিডিও টি দেখতে পারেন।
নন ওভেন জিও টেক্সটাইল দুই ধরনের হয়ে থাকে।
1. PP: polypropylene staple fiber
2. PSF: polyester staple fiber Sheet
সহজ কোথায় বলা যায়, PP অন্যতমানের ফেব্রিক , যা নতুন প্লাস্টিক থেকে বানানো হয়।
আর PSF পুরাতন প্লাস্টিক থেকে বানানো হয়।
আনুমানিক স্থায়ীত্ত কাল। ( PSF )
- ২০০ জি এস এম = ১ থেকে ৩ বছর।
- ৩০০ জি এস এম = ২ থেকে ৫ বছর।
- ৪০০ জি এস এম = ৪ থেকে ৭ বছর।
- ৫০০ জি এস এম = ৬ থেকে ১০ বছর।
- ৬০০ জি এস এম = ১০ থেকে ১৫ বছর।
GSM যত বেশি নিবেন তত বেশি টেকসই হবে।
GSM কি?
GSM = gram per square metre, মানে হচ্ছে প্রতি ১ মিটার স্কয়ারে যে মান পাওয়া যাবে তাকে GSM বলে। ১ মিটার স্কয়ার শীটের ওজন যদি ২০০ গ্রাম হয় , তাহলে তাকে ২০০ জি, এস , এম বলা হবে, ওজন যত বাড়বে এর থিকনেস ও ( মোটা ) তত বাড়বে। GSM যত বেশি নিবেন তত বেশি মোটা পাবেন এবং টেকসই বেশি হবে
নিচে কিছু GSM = আনুমানিক থিকনেস দেওয়া হলো
180GSM = 1.5mm
200GSM = 2mm
250GSM = 2.2mm
300GSM = 2.5mm
350GSM = 2.8mm
400GSM = 3mm
450GSM = 3.4mm
500GSM = 3.8mm
550GSM = 4.2mm
600GSM = 4.5mm