আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সিরাজ টেক এর নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ফাইভ ইনডোর প্লান্টস ফর বিগিনার। এই ইনডোর প্ল্যানগুলো আমাদের দেশের ওয়েদারের সাথে খুব সহজেই সার্ভাইভ করতে পারে। এবং প্ল্যানগুলো মেইনটেইন করাও অনেক সহজ।
তো বন্ধুরা আমাদের লিস্টে প্রথম ইন্ডোর প্লান্ট হচ্ছে মানি প্লান্ট। এই পেনাল্টি নতুনদের জন্য সবচেয়ে ভালো প্লান্ট। এটি পরিচর্য করা অনেক সহজ। মাটি এবং পানিতে দুটোতেই আপনার এই প্লানটি গ্রুো করতে পারবেন। তবে এটি যদি মাটিতে আপনারা গ্রো করতে চান তাহলে সবচেয়ে বেস্ট হবে কোকোপিট ব্যবহার করলে কারণ কোকোপিট একবার পানি দিলে অনেকদিন চলে যায় সহজে পানি শুকায় না । অথবা এটি যদি আপনারা পানিতে গ্রো করতে চান তাহলে একসপ্তাহ পর পর পানি চেঞ্জ করলে চলবে।মানিপ্লান্ট ইন্ডোর এবং আউটডোর দুটো জায়গায় খুব ভালো করে। তবে ইন্ডোর এর ক্ষেত্রে ঘরে যে জায়গায় ডিরেক্ট সানলাইট আসে সেখানে প্লান্টি রাখার চেষ্টা করবেন।
আমাদের লিস্টে পরবর্তী প্লান্টটি হলো স্নাক প্লান্ট। সেন্ক প্লান্ট হিউমান বডির জন্য অনেক উপকারী একটি প্লান্ট। এটি ঘরের বাতাস থেকে অনেক বিষাক্ত গ্যাস কে শোষন করে নেয়। আমাদের দেশের ওয়েদারের সাথে এই প্লানটি খুব ভালো গ্রো করে। এর জন্য তেমন যত্নের প্রয়োজন হয় না। ওটারিং এর ক্ষেত্রে এটি সপ্তাহে একবার বা দুইবার পানি দিলেই যথেষ্ট। পানি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে পানির জেন একদম মাটির নিচ পর্যন্ত পৌছায়। স্নাক প্লান্ট গড়ে ভিতরে অথবা বাহিরে সব জাগায়ই গ্রো করতে পারবেন।
আমাদের লিস্টে তিন নাম্বার প্ল্যানটি হলো লাক বাম্বো।
যারা একদমই যত্ন ছাড়া প্ল্যান কর করতে চান তাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন হল লাগবে। গাছটির অনেক ধরনের ভেরিয়েশন রয়েছে। বাসা বাড়ির জন্য একদাম্বু আমার একটা পছন্দের প্লান। এটি মাটি এবং পানি দুটি ক্ষেত্রেই খুব ভাল গ্রহ করে।যদি কোন স্পেসে একদম সানলাইট নাও থাকে ভালো সেখানে আটলান্টিক গুরু করেন ওয়াটারিং এর ক্ষেত্রে দশ দিন পর পর পানি দিলেই যথেষ্ট।
আমাদের লিস্টের সবচেয়ে সুন্দর প্ল্যানটি হলো জেড প্লান। গাছটি ইন্ডিরেক্ট সানলাইটও খুব ভালো গ্রো করে। ঘর সাজানোর ক্ষেত্রে আপনি সেন্টার টেবিল অথবা এন্টি ওয়ে তো গাছটি রাখতে পারেন যা দেখতে খুবই ক্লাসি একটি লোক ক্রিয়েট করবে।ফট রিং এর ক্ষেত্রে যখন শুকিয়ে যাবে তখন পানি দিলেই যথেষ্ট।
এই সবগুলো প্লান্ট পেয়ে যাবেন আমাদের আমাদের সিরিজ লিমিটেড। প্লেনগুলো আপনি নিতে চাইলে অনলাইনে অর্ডার করতে পারে না অথবা আপনি আমাদের সপে এসে ভিজিট করতে পারেন স্কিনে যোগাযোগ নাম্বার এবং সাপের ঠিকানা দেওয়া রয়েছে। দেখা হবে আবারো নতুন কোন ভিডিওতে আসসালামু আলাইকুম
বিস্তারিত ভিডিওতে উল্লেখ করা হয়েছে
আমাদের ফেসবুক পেজ = Siraj Tech Facebook
ছাদ বাগান করার জন্য জিও ব্যাগের অর্ডার করতে 👉 Geo Grow Bag
দেশি ও বিদেশি বিভিন্ন ধরনের সুন্দর সব ফল ও শাক-সব্জির বীজ পাবেন আমাদের কাছে। 👉 High Quality Gardening Seeds
ছাদ বাগানের বিভিন্ন সরঞ্জাম। 👉 High Quality Gardening Tools
গাছের জন্য বিভিন্ন জৈব কীটনাশক। 👉 Organic Fertilizers and Pesticides
নদী ও পুকুরের পাড় ভাঙ্গন রোধে জিও ব্যাগ ও জিও রোল। 👉Geobag Geotube and Geosheet