5 inch Bricks Wall Information and Estimate
৫”গাঁথুনী ইনফোরম্যাশন ও এষ্টিমেট দেওয়া হল।
একটা ফ্ল্যাটে বেশীর ভাগ জায়গায় ৫” গাঁথুনী ব্যবহার করা হয়।
অনুপাত ১:৪
৫” গাঁথুনী আমরা বর্গফুটে হিসাব করি।
ধরি একটি ফ্ল্যাটে ১৫ টি ৫” ওয়াল গাঁথুনী আছে
# দৈর্ঘ্য X উচ্চতা X সংখ্যা
= ১৫’-০”x৯’-৬”x৪= ৫৭০.০০ sft
= ৯’-৯”x৯’-৬”x৩= ২৭৭.৮৮ sft
= ১১’-০”x৮’-৬”x৩=২৮০.৫০ sft
= ৭’-০”x৮’-৬”x৪= ২৩০.০০ sft
= ৮’-৬”x৯’-৬”x১= ৮০.৭৫ sft
মোট ১৪৩৯.১৩ বর্গফুট
এখানে দরজা আছে (বাদ যাবে)
# দৈর্ঘ্য X উচ্চতা X সংখ্যা
৩’-৪”x৭’-০”x৪= ৯৩.২৪ sft
২’-৬”x৭’-০”x৩= ৫২.৫০ sft
জানালা (বাদ যাবে)
৫’-০x৪’-৬”x৪= ৯০.০০ sft
৫’-০”x৬’-৬”x২= ৬৫.০০ sft
মোট ৩০০.৭৪ বর্গফুট
নিট গাঁথুনী= (১৪৩৯.১৩-৩০০.৭৪)
= ১১৩৮.৩৯ বর্গফুট
মালামাল
আমরা জানি ৫” গাঁথুনীর কাজে
১০০ বর্গফুটে সিমেন্ট লাগে =২.৬ ব্যাগ
১০০ বর্গফুটে বালি লাগে = ১৭ ঘনফুট
১০০ বর্গফুটে ইট লাগে = ৫০০ টি
সিমেন্ট = (১১৩৮.৩৯÷১০০x২.৬)
= ২৯.৬০ ব্যাগ
বালি = ১১৩৮.৩৯÷১০০x১৭
= ১৯৩.৭০ ঘনফুট
ইট = ১১৩৮.৩৯÷১০০x৫০০
= ৫৬৯১.৯৫
~ ৫৬৯২ টি
5 inch Bricks Wall Information and Estimate
Civil Engineer এবং Architect দের টিমের সমন্বয়ে সল্প খরচে নিরাপদ বিল্ডিং ডিজাইন ও কন্সট্রাকশন করতে আমাদের সাথে যোগাযোগ করুন :
আমাদের সেবা সমূহ:
✓ বিল্ডিং প্ল্যান –স্টিল + আর.সি.সি
✓ স্ট্রাকচারাল ডিজাইন –স্টিল + আর.সি.সি
✓ আর্কিটেকচারাল প্ল্যান
✓এক্সটেরিয়র ডিজাইন
✓ কনস্ট্রাকশন
✓ সয়েল টেস্ট
✓ পৌরসভা/ রাজউক প্ল্যান
✓ ডিজিটাল সার্ভে
✓ এস্টিমেটিং এবং কস্টিং –স্টিল + আর.সি.সি
✓ সাইট সুপারভিশন –স্টিল + আর.সি.সি
And
Factory, High rise building, Steel building, Rcc building, Steel warehouse and Rcc & Steel Structures Design , and all kind of Erection and Fabrication
( আমরা দেশের যে কোন জায়গায় কাজ করে থাকি )
আমাদের সাথে যোগাযোগ এর ঠিকানা ফেসবুক পেজে গিয়ে সরাসরি আমাদেরকে মেসেজ দিতে পারেন। ফেসবুক পেজে গিয়ে Text অথবা Voice Record করলে , আমরা ১০০% রিপ্লাই দিব। সরাসরি মেসেজ দিতে লিঙ্ক এ ক্লিক করুন = m.me/sirajtech.org
সকল ধরনের বাড়ির ডিজাইন দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন
All House Design And Civil Engineering Tips