DAP Fertilizer – যদি জিজ্ঞেস করা হয় বর্তমানে কৃষিতে সবথেকে ব্যবহৃত এবং উপকারী সার কোনটি? তাহলে নির্দ্বিধায় যে কেউ বলে দিতে পারবে DAP Fertilizer বা ডাইএমোনিয়াম ফসফেট (DAP) সার। এর অ্যামোনিয়াম এবং ফসফরাসের অনুপাত একে উদ্ভিদের বৃদ্ধির জন্য সর্বোচ্চ সহায়ক বানিয়েছে; ফলে কৃষি সেক্টরে এর চাহিদাও অন্যান্য স্যারের কাছে ইর্ষণীয়।
ড্যাপ কী?
DAP Fertilizer বা ডাইঅ্যামোনিয়াম ফসফেট বিশ্বে সবথেকে ব্যবহৃত সার যার ১৮% হচ্ছে নাইট্রোজেন। ড্যাপ সার এর অ্যামোনিয়াম উদ্ভিদের জন্য নাইট্রোজেনের উৎকৃষ্ট উৎস হিসাবে ভূমিকা পালন করে। উচ্চ দ্রবনীয়তার কারণে ড্যাপ সার তাড়াতাড়িই মাটিতে মিশে যায় এবং ফসফেট আয়ন ও অ্যামোনিয়াম নিঃসরণ করে। মাটির পিএইচ বাড়িয়ে মৃদু ক্ষারীয় পরিবেশ তৈরি করে। একইসাথে মাটিতে আগে থেকেই অবস্থিত ব্যাকটেরিয়া নিঃসৃত অ্যামোনিয়াম আয়ন কে নাইট্রেট এ রুপান্তর করে।
DAP Fertilizer এর প্রকারভেদ
উদ্ভিদের চাহিদা এবং সারের কার্যকারিতার উপর ভিত্তি করে ড্যাপ সার কে নিম্নে বর্ণিত শ্রেণীতে ভাগ করা হয়:
- দানাদার ড্যাপ
- স্ফটিক ড্যাপ
- অ্যামোনিয়েটেড ড্যাপ
- কোটেড ড্যাপ
- তরল ড্যাপ
DAP Fertilizer এর গঠন উপাদান
ড্যাপ সার এর মূল উপাদান হিসেবে নিচের উপাদানসমূহ মিশ্রিত থাকে:
- আমোমিয়াম নাইট্রোজেন (NH4-N)
- ফসফোরাস (P2O5)
- পিএইচ মান ৭.৫
- ট্রেস উপাদান হিসেবে সালফার, ম্যাগনেসিয়াম এবং জিংক
DAP Fertilizer এর উপকারিতা
DAP Fertilizer বা ডাইঅ্যামোনিয়াম ফসফেট বা ড্যাপ সার এর উপকারিতা বর্ণনা শেষ করা যাবে না। এরমধ্যে প্রণিধানযোগ্য গুলো নীচে দেয়া হলো:
- শস্য উৎপাদন ব্যাপক হারে বৃদ্ধি
- ডিএপি তাড়াতাড়ি বিক্রিয়া করায় উদ্ভিদের মূল দিয়ে সহজেই শোষিত হয়
- নাইট্রোজেন ফসফরাস অনুপাত ১:১ অথবা ২:১ থাকায় পুষ্টিগুণ একদম উপযুক্ত মাত্রায় হয়। ফসফরাস মূলে বৃদ্ধি ঘটায় এবং উদ্ভিদে শক্তি পরিবহন করে, নাইট্রোজেন কাণ্ড ও পাতার বৃদ্ধি ঘটায়
- মাটির পিএইচ মাত্র নিয়ন্ত্রণ করে অনুকূল পরিবেশ তৈরি করে
- ড্যাপ সার অনেকদিন সংরক্ষন করা যায় কোন ধরনের ক্ষতি ছাড়াই
ইএনপিকে অনুপাত:
সাধারণত ড্যাপে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এর ওজন অনুপাতে থাকে ১৮-৪৬-০। বেশি পরিমাণের ফসফরাস ড্যাপকে একটি মূল্যবান সার হিসাবে গণ্য করায়।
DAP Fertilizer এর মূল্য:
বর্তমান বাজারে ভালোমানের ১৮-৪৬-০ ড্যাপ সার প্রতি ৫০ কেজি ১০৫০ টাকা¹। আগেও ৮০০-৯০০ টাকার মধ্যেই হয়ে যেত। কিন্তু পণ্যের বাজারে সবকিছুর সাথে সরকারি ভর্তুকি এবং জলবায়ুর অবস্থা সাপেক্ষে সারের মূল্যও বেড়ে চলেছে।
DAP Fertilizer এর প্রয়োগের নিয়মনীতি:
জমির অবস্থা, সারের অনুপাত এবং ফসল উৎপাদন চক্রের দিকে খেয়াল রেখে ড্যাপ প্রয়োগ করতে হবে। মাটি এবং নির্দিষ্ট ফসলের উপর পরিমাণ ঠিক করে ব্যবহার না করলে ফসলের ক্ষতি হতে পারে। সম্ভাব্য বৃষ্টি কিংবা সেচের আগে ডিএপি প্রয়োগ করলে মাটিতে সহজেই মিশে এবং পুষ্টিগুণ হ্রাস পাওয়ার সম্ভাবনা কম থাকে। এছাড়া চারার কাছাকাছি প্রয়োগ করলে উপকার বেশি যেহেতু ড্যাপ মাটির পিএইচ বাড়িয়ে দিয়ে উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করে।
উপসংহার:
DAP Fertilizer বা ড্যাপ সার বিভিন্ন রকমের উপকারিতা জমি এবং ফসল উৎপাদনে ভূমিকা রাখে। কিন্তু একইসাথে এর খরচ কৃষকদের উপর একটু ভারি পড়ে যায়। তবে ডিএপি সারের ফসফরাস এবং নাইট্রোজেনের ভারসাম্যপূর্ণ পুষ্টিগুণ অনুপাত ফসলের বৃদ্ধি এবং উৎপাদন হার বহুগুনেই অগ্রগতি পায়। ছাড়া রোপণের আগে কিংবা ফসলের প্রাথমিক বৃদ্ধির সময় ড্যাপ স্যারের প্রয়োগ পর্যাপ্ত এবং সন্তোষজনক পুষ্টি নিশ্চিত করে।
আমাদের ফেসবুক পেজ = Siraj Tech Facebook
জৈব সার অর্ডার করতে = Organic Fertilizers