Farmer brothers to do in flood – বন্যায় কৃষক ভাইদের করণীয় ।

to do in flood

বন্যা আমাদের দেশের একটা জাতীয় প্রাকৃতিক দুর্যোগ বলা যেতে পারে। প্রতিবছর কম বেশি দেশের কোনো না কোনো এলাকায় বন্যা দেখা দেয়। বন্যার প্রকোপ কখনো কম হয়, আবার কখনো বেশি। এমতাবস্থায় বন্যার ক্ষয়ক্ষতি মোকাবিলায় কৃষক ভাইয়েরা যেসব ব্যবস্থা নিতে পারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে তাদের তরে কিছু পরামর্শ প্রদান করা হয়ে থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক প্রচারিত সেসব পরামর্শগুলো সম্পর্কে আপনারা একটু জেনে রাখতে পারেন।

রোপা আমনের ক্ষেত্রে

  • পানিতে ডুবে যাওয়া ধান খেত থেকে অল্পদিনের মধ্যে পানি সরে গেলে বেঁচে যাওয়া চারার পাতায় পলিমাটি লেগে থাকলে পানি ছিটিয়ে ধুয়ে দিয়ে হালকা ইউরিয়া সার প্রয়োগ করতে হবে।
  • আংশিক ক্ষতিগ্রস্ত জমির কম ক্ষতিগ্রস্ত পাশের চারার গোছা থেকে কুশি তুলে নিয়ে অপর পাশের ফাঁকা জায়গাগুলোতে পূরণ করে দিতে হবে।
  • বন্যামুক্ত জায়গায় বীজতলা তৈরি করে নাবি জাতের ধান বিআর ২২/ বিআর ২৩/বিনাশাইল/নাইজারশাইল এর বীজ ভাদ্র মাসের মাঝামাঝি পর্যন্ত বীজতলায় রোপণ করা যেতে পারে।
  • উফসি জাতের চারা না পাওয়া গেলে স্থানীয় জাতের আমন ধান (গাইঞ্জা, সাইটা, গড়িয়া) এর গজানো বীজ আশ্বিনের মাঝামাঝি পর্যন্ত ছিটিয়ে বপন করতে হবে।
  • বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় উঁচু জমির অভাবে কলার ভেলায় ভাসমান বীজতলা তৈরি করা যেতে পারে।
  • নাবি রোপণের বেলায় প্রতি গোছাতে ৬/৭টি করে বয়স্ক চারা রোপণ করা যেতে পারে।

আমন ধান ও পাটের ক্ষেত্রে

  • আউশ ধান শতকরা ৮০ ভাগ পাকলেই কেটে সংগ্রহ করতে হবে। ডুবে গেলে বা ডুবে যাওয়ার আশঙ্কা থাকলে জরুরি ভিত্তিতে আউশ ধান ও পাট কেটে নিতে হবে।

আগাম রবি ফসল

  • পানি নেমে যাওয়ার সাথে সাথে পাতা জাতীয় সবজি যেমন: গিমাকলমী, লালশাক, ডাঁটাশাকা, পালংশাক এসবের চাষ করতে হবে। এছাড়া উঁচু জায়গায় বা কলার ভেলায় আগাম শীতকালীন সবজি যেমন টমেটো, বেগুন, লাই, মিষ্টি কুমড়া ইত্যাদির চারা তৈরি করা যেতে পারে, যাতে করে বন্যার পানি সরে গেলে এসব বীজ দ্রুত লাগানো যায়।
  • চারা রোপণ উপযোগী সবজির জমিতে, বাড়ির আঙিনায়, বা বাঁধের ধারে সবজির চারা উৎপাদন করতে হবে। শুকনা জায়গার অভাব হলে মাটির চাড়ি, কাঠের বাক্স, কাটা ড্রাম, ভাসমান কচুরিপানার স্তুপ, কলার ভেলা এসবে আগাম শীতকালীন সবজির চারা উৎপাদন করা যেতে পারে।
  • বন্যার পানি সরে যেয়ে মাটিতে ‘জো’ আসার পরে বিনা চাষে ভুট্টা ও সরিষার বীজ বপন এবং আলু, চীনাবাদাম, এবং রসুন চাষ করা যেতে পারে।
  • বন্যার পানি নেমে গেলে ভেজা মাটিতে মাষকলাই, খেসারি, মুগ বীজ বুনে দিতে হবে। এসব স্বল্পমেয়াদি ফসল তোলার পরে একই জমিতে অন্যান্য রবি ফসলের আবাদ করা যেতে পারে।
  • রোপিত ফলের চারার গোড়ায় পানি জমে থাকলে নালা কেটে পানি নিকাশের ব্যবস্থা করতে হবে।
  • আংশিক ক্ষতিগ্রস্ত শাকসবজি, ফল ও অন্যান্য ফসলি জমির রস কমানোর জন্য মাটি আলগা করে ছাই মিশিয়ে তার সাথে সামান্য ইউরিয়া ও পটাশ সার প্রয়োগ করা যেতে পারে।
  • বেডে লাউ, শিম প্রভৃতি সবজি চারার গোড়ায় পানি আসলে চারাগুলো মাটির পাত্রে বা কলাগাছের খোলে ভাসিয়ে রাখার ব্যবস্থা করতে হবে, যাতে পানি সরে গেলে আবার মাটিতে লাগানো যায়।

মাটিভর্তি পলিথিনের সাথে পরিচিতি (লেবেল/ট্যাগ) প্রদান করতে হবে। এছাড়া, ট্যাগে ফসল সংক্রান্ত আরও কিছু তথ্য প্রদান করতে হবে। এসব তথ্যের মধ্যে হলো: (ক) কৃষকের নাম, পিতার নাম, গ্রাম, জমির দাগ নং, ইউনিয়ন, উপজেলা, জেলা, মৃত্তিকা নমুনা নং, নমুনা সংগ্রহের তারিখ, জাতসহ বর্তমান ফসলের নাম, জাতের নামসহ সম্ভাব্য ফসল বিন্যাস ইত্যাদি।

  • এবার দুই পলিথিনের মাঝে ট্যাগটি দিয়ে দিতে হবে।
  • এরপর পলিথিনকে আবার বাঁধতে হবে।
  • ভিতরে যে ট্যাগ বাইরে একই ট্যাগ আরেকটা সুতলির সাথে বেঁধে দিতে হবে।

মাটির নমুনা পাঠানোর ঠিকানা

  • আপনার নিকটস্থ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের আঞ্চলিক/কেন্দ্রীয় গবেষণাগার, জেলা/আঞ্চলিক কার্যালয়।
  • আপনার এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিস। এছাড়া, ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষাগারে (এলাকায় উপস্থিত থাকলে)।

সার সুপারিশ কার্ড

: মাটি পাঠানোর পর আপনি পাবেন একটি সার সুপারিশ কার্ড; যাতে পুষ্টি উপাদানের মাত্রা, শ্রেণি এবং আপনার বর্ণিত ফসলের সারের মাত্রা উল্লেখ থাকবে। কার্ডটি যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে, কারণ একবার মাটি পরীক্ষা করালে ৫ বছর পর্যন্ত সারের ঐ মাত্রা ব্যবহার করা যাবে। সারের পরিমাণ গ্রাম/শতক থেকে জমির পরিমাণ অনুযায়ী বের করে নিতে হবে।

আমাদের ফেসবুক পেজSiraj Tech Facebook

ছাদ বাগান করার জন্য জিও ব্যাগের অর্ডার করতেGeo Grow Bag

দেশি বিদেশি বিভিন্ন ধরনের সুন্দর সব ফল শাকসব্জির বীজ পাবেন আমাদের কাছে। 👉 HIGH QUALITY GARDENING SEEDS

ছাদ বাগানের বিভিন্ন সরঞ্জাম। 👉 HIGH QUALITY GARDENING TOOLS

গাছের জন্য বিভিন্ন জৈব কীটনাশক। 👉 ORGANIC FERTILIZERS AND PESTICIDES

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *