Gandhi Pest ধান ফসলের প্রধান শত্রু এবং আমাদের দেশে ধানের সবচেয়ে ক্ষতিকর পোকা। এর আক্রমণে ধান গাছের ব্যাপক ক্ষতি হতে পারে। অনুকূল অবস্থায় ক্ষতির পরিমাণ শতকরা ১০ ভাগ থেকে ৪৯ ভাগ পর্যন্ত হয়ে থাকে।
জীবন চক্র পূর্ণবয়স্ক পোকা
এই পোকার জীবনকাল ৩০-৫০ দিন পর্যন্ত স্থায়ী হয়। স্ত্রী পোকা ধান গাছের পাতার নিচের অংশে গুচ্ছাকারে ২০০-৩০০টি ডিম পাড়ে ।
বাচ্চা
বাচ্চা অবস্থায় ১৫-৩০ দিন থাকে এবং সবুজ রঙের হয়। এরা একসঙ্গে থেকে ক্ষতি করে। মেরে ডিমের রং গাঢ় খয়েরি ও সরিষার দানার মতো। ১০-২০টি ডিম মধ্য শিরার কাছে এক বা দুই সারিতে থাকে। ডিম ৫-৮ দিন সময়ে ফোটে।
অনুকূল পরিবেশ
- দিনের তাপমাত্রা ২৬-২৮ ডিগ্রি সে. রাত্রীকালীন তাপমাত্রা ১৮-২০ ডিগ্রি সে.।
- উচ্চ আর্দ্রতা ৮০% ও তার উর্ধ্বে।
- মৌসুমী বৃষ্টিপাত, মেঘাচ্ছন্ন আকাশ, থেমে থেমে বৃষ্টি ও উষ্ণ আবহাওয়া।
- বিকল্প পোষকের উপস্থিতি।
ক্ষতির লক্ষণ
পূর্ণবয়স্ক পোকার গায়ের রং বাদামি সবুজ এবং বাচ্চার গায়ের রং সবুজ। এই পোকার বাচ্চা ও পূর্ণবয়স্ক পোকা উভয়ই ধানের ক্ষতি করে। এরা দুধ অবস্থায় ধানের মধ্যে শুঁড় ঢুকিয়ে দুধ খায়। ফলে আক্রান্ত ধান কালো হয়ে চিটা হয়ে যায়।
সমন্বিত ব্যবস্থাপনা
- সমকালীন চাষাবাদ।
- ডিম সংগ্রহ করা ও বিনষ্ট করা।
- বিতাড়ক ব্যবহার করা যেমন- বাতাসের উজানে টায়ার পোড়া, ন্যাপথেলিন বল রাখা।
- ২৫০-৩০০ মিটার দূরে আলোর ফাঁদ ব্যবহার করা।
- বিকল্প পোষক ধ্বংস করা। প্রাকৃতিক শত্রু সংরক্ষণ করা।
- থোড় অবস্থার পূর্বে হাতজাল ব্যবহার করা।
- নিয়মিত খেত পরিদর্শন করা।
আমাদের ফেসবুক পেজ 👉 Siraj Tech Facebook
গাছের জন্য বিভিন্ন জৈব কীটনাশক। 👉 ORGANIC FERTILIZERS AND PESTICIDES
ছাদ বাগান করার জন্য জিও ব্যাগের অর্ডার করতে 👉 Geo Grow Bag
দেশি ও বিদেশি বিভিন্ন ধরনের সুন্দর সব ফল ও শাক-সব্জির বীজ পাবেন আমাদের কাছে। 👉 HIGH QUALITY GARDENING SEEDS
ছাদ বাগানের বিভিন্ন সরঞ্জাম। 👉 HIGH QUALITY GARDENING TOOLS
নদী ও পুকুরের পাড় ভাঙ্গন রোধে জিও ব্যাগ ও জিও রোল। 👉Geobag Geotube and Geosheet