Grade beam detail information – গ্রেড বিম রড বাঁধাই এবং ঢালাইয়ের নিয়ম

Grade beam detail information

Grade beam detail information – গ্রেড বিম রড বাঁধাই এবং ঢালাইয়ের নিয়ম

 
Grade beam detail information – ফুটিং এবং সর্ট কলাম এর কাজ সম্পন্ন হওয়ার পর গ্রেড বীমের কাজ করার জন্য প্রস্তুত হতে হয়। 
English – After the work of footing and sort column is done the grade beam work is ready.
 

কাজের বিবরণঃ

  •  প্রথমে ফুটিং এবং সর্ট কলামের মধ্যবর্তী ফাকা যায়গা বালি দিয়ে ফিলিং করুন এবং উত্তমভাবে কম্প্যাক্ট করুন।
  • এবার সর্ট কলামের ঢালাইকৃত টপ থেকে ৩ ফিট পর্যন্ত কলামের রিং পড়ান।( কেননা আগে আপনি কলামের রিং না বাধলে গ্রেড বীমের রড বাধার পর আর আপনি গ্রেড বীমের গভীরতার গ্যাপে রিং বাধতে পারবেন না)
  •  এবার গ্রেড বীমের লাইন বরাবর স্যান্ড ফিলিং করে উত্তম ভাবে ব্রিক ফ্লাট সোলিং করুন এবং সিমিন্ট বালির মসলা দিয়ে ইটের জয়েন্ট বন্ধ করে দিন।( সোলিং অবস্যই ওয়াটার লেভেল মেইনটেইন করে করুন)।
  • এবার ড্রইয় অনুযায়ী রড বাধুন।
  • মেইন রডের প্রান্তে অবস্যই মাটাম ব্যাবহার করুন। এস্ট্রা টপে মাটাম দিতে পারলে ভাল না দিলেও কোন সমস্যা নেই।

Work Description:

  • First fill the void space between footing and sort column with sand and compact well.
  • Now place column rings up to 3 feet from the welded top of sort column. (Because you can’t place rings in grade beam depth gap after grade beam rod stop if you don’t place column rings first)
  • Now make good brick flat soling by filling sand along the line of grade beam and close the brick joint with cement sand masala. (Soling must be done by maintaining water level).
  • Now install the rod according to the drawing.
  • Always use mats on the ends of the main rod. There is no problem if you can give the Astra top a good price.

গ্রেড বিম রড বাঁধাই এবং ঢালাইয়ের নিয়ম সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করে ভিডিও টি দেখতে পারেন ।

  • গ্রেড বীমের টপ লেয়ারের রডে 30D অনুসরন করে লেপিং দিন। টপ লেয়ারের লেপিং L/4 এর মধ্যে ফালাবেন না। টপ লেয়ারের লেপিং মাঝে ফেলবেন।( লেপিং এ অবস্যই ড্রপট্রেন দিবেন)
  • গ্রেড বীমের বটম লেয়ারের লেপিং 40D অনুসারে দিন। বটম লেয়ারে লেপিং L/4 এর মধ্যে ফালান এবং বটম লেয়ারের লেপিং মাঝে ফালাবেন না।(ড্রপট্রেন দিন)
  • এবার গ্রেড বীমে স্টিরাপ সঠিক দূর পর পর সোজাভাবে বাঁধুন। স্টিরাপের হুক দেওয়া মাথা গ্রেড বীমের উপরের লেয়ারে রাখুন এবং হুক অল্টারনেট করে বাঁধুন।
  • এবার সাটারিং শুরু করুন।
  • কাঠের সাটার ব্যাবহার করলে সাটারে পাতলা পলিথিন লাগান অথবা সিমেন্টের ব্যাগ ব্যবহার করতে পারে এতে ঢালাই ভাল হবে।
  • সুন্দর করে সাটার করার পর ২ থেকে ২.৫ ফিট পর পর বাটাম দিয়ে মুখ টানা মারুন। এবং ২” * ২” ডাসা দিয়ে সাটার ভালভাবে ঠেলা দিন যাতে ভাইব্রেটর মারলে সাটার ফেটে গিয়ে ঢালাই না বের হয়ে যায়।
  • Give lapping following 30D on top layer rod of grade beam. Do not strip the lapping L/4 of the top layer. Put the lapping of the top layer in between.
  • Lapping of bottom layer of grade beam shall be as per 40D. Lapping L/4 of bottom layer and do not strip between lapping of bottom layer.(give droptrain)
  • Now fasten the stirrups straight to the grade beam at proper distance. Place the hooked ends of the stirrups on the top layer of the grade beam and tie the hooks alternately.
  • Now start suttering.
  • If using wooden sutter put thin polythene on the sutter or cement bag can be used for better casting.
  • After suttering nicely, hit the face with the bottom every 2 to 2.5 feet. And push the sutter well with 2″ * 2″ dasa so that when the vibrator hits the sutter does not burst and cast out.
  • সাটার গ্রেড বীমের গভীরতা থেকে অবস্যই ২” বেশি করবেন যাতে ঢালাইয়ের সুবিধা হয়।
  • গ্রেড বীমে ২.৫” সিসি ব্লক ব্যাবহার করুন খিয়াল রাখতে হবে যে কখনোই ইটকে ব্লক হিসাবে ব্যবহার করা যাবে না ।
  • এবার উত্তম ভাবে গ্রেড বীম পরিষ্কার করে ঢালাই শুরু করুন।
  • গ্রেড বীমের ঢালাইয়ে জয়েন্ট ফালাইতে চাইলে অবস্যই কলাম থেকে L/4 পর্যন্ত এর মধ্যে ফালাবেন অথবা কলাম থেকে সামান্য দুরে জোড়া রাখবেন। জয়েন্ট কখনো বীমের মাঝে রাখবেন না।
  • ঢালাই সঠিক রেশিও তে করুন।
  • ঢালাইয়ের আগে সোলিং ভালভাবে পানি দিয়ে ভিজিয়ে নিন যাতে ইট ঢালাই থেকে কোন পানি শোষণ করতে না পারে।
  • ঢ্লাই শেষ হবার ২৪ ঘন্টা পর গ্রেড বীমের উপর পানি দিয়ে কিউরিং করুন এবং ৪৮ ঘন্টা পর গ্রেড বীমের সাইড সাটার খুলে চট পেঁচিয়ে ১৪ দিন কিউরিং করুন।
  • Sutter grade should be 2″ more than the depth of the beam to facilitate welding.
  • Use 2.5″ CC blocks on grade beams. Care should be taken to never use bricks as blocks.
  • Now clean the grade beam well and start welding.
  • If you want to strip the joint in the welding of grade beam, you must strip it from the column to L/4 or keep the joint at a little distance from the column. Never place joints between beams.
  • Cast in proper ratio.
  • Before pouring, thoroughly wet the sole with water so that the brick does not absorb any water from the pour.
  • Curing with water on the grade beam after 24 hours after casting and after 48 hours open the side shutter of the grade beam and cure for 14 days.

সকল ধরনের বাড়ির ডিজাইন দেখতে এখানে ক্লিক করুন

বাড়ি নির্মাণ সম্পর্কে টিপস ট্রিকস জানতে এখানে ক্লিক করুন

Siraj Tech Facebook Page 

Our Product Categories

Spread the love

1 thoughts on “Grade beam detail information – গ্রেড বিম রড বাঁধাই এবং ঢালাইয়ের নিয়ম

  1. Pingback: Grade beam detail information | Architectural D...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *