আপনি সিদ্ধান্ত নিয়েছেন, আপনি ছাদ বাগান করবেন এবং ছাদ বাগান করবার জন্য আপনার বাড়ির ছাদটির উপযুক্ততা রয়েছে। এবার আপনার কাজ হবে ছাদ বাগানের নকশার ধরন ঠিক করা। এখানে একটা কথা বলা আবশ্যক। বসবাস করবার জন্য বাড়ি করবার আগে মানুষ যেমন বাড়ির নকশা বা ডিজাইন করে নিজের মতো করে এবং সেখানে নিজের কিছু ব্যক্তিগত অভিমত বা চাওয়াপাওয়ার বিষয়টি ডিজাইনারকে অবহিত করতে হয়। ঠিক তেমনি বাগান করবার সময়, আপনার প্রত্যাশার বিষয়টি যিনি এই কাজে আপনাকে সহায়তা করবেন তাকে অবহিত করতে হবে। এখন রাজধানী ঢাকা সহ বড় বড় জেলা শহরে ছাদ বাগান করবার জন্য অনেক ধরনের নার্সারী রয়েছে; যাদের সাথে যোগাযোগ করলে তারা আপনাকে ছাদ বাগানের ডিজাইন করা থেকে শুরু করে পূর্ণাঙ্গ ছাদ বাগান প্রতিস্থাপন করবার যাবতীয় কাজে সহায়তা করতে পারবেন। ছাদ বাগানের জন্য ছাদে গাছ লাগানোর আগে আপনার কাজ হবে নিজের মনের মতো করে ছাদ বাগানের ডিজাইন তৈরি করে নেওয়া। ছাদ বাগানের আয়তন অনুসারে একটা ভালো ডিজাইন করবার আগে আপনার নিজস্ব বুদ্ধি ও সৃষ্টিশীলতাকে কাজে লাগানোটা অতিশয় জরুরি। ছাদ বাগান করার ব্যাপারে আপনার দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করবার পরে আপনি ছাদ বাগানের নকশা প্রণয়ন করবার জন্য পর্যায়ক্রমে যেসব কাজগুলো করবেন:
- আমি পূর্বাহ্নে বলেছি ছাদ বাগান করবার আগে আপনার সিদ্ধান্তের মধ্যে যদি দৃঢ়তা না থাকে তাহলে আপনি কখনোই একটা ভালো ছাদ বাগান করতে পারবেন না।
- আপনার ছাদের আয়তন অনুসারে আপনি নিজের মতো করে আগে মনে মনে একটা নকশা করে নিন। প্রয়োজনে সেটা কাগজ কলমে লিখে নিতে পারেন। ছাদের কতটুকু অংশ বাগান করবেন সেটা আগে আপনাকে পরিমাপ করে নিতে হবে।
- ছাদ বাগানের মাঝখানে হাঁটাচলা ও পরিচর্যা করবার জন্য খানিকটা রাস্তা রাখতে হবে।
- ছাদ যদি বড় হয়ে থাকে, তাহলে কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে। প্রতিটি অংশের মাঝেও সুনির্দিষ্ট সীমারেখা রাখা যেতে পারে।
- ছাদের রেলিং এর চারপাশে ঘুরিয়ে বড় ট্রে’র মতো করে ১৫-২০ সেমি উঁচুতে ইচ্ছামতো লম্বা এবং যতটা সম্ভব চওড়া করে আরসিসি ঢালাই দিয়ে পাকা বেড করে নিন; তাতে করে এসব বিস্তৃত বেডের মধ্যে লতানো শাকসবজিসহ মৌসুমি অনেক সবজি চাষ করতে পারবেন। লতানো সবজির জন্য মাচা রেলিং এর পাশ দিয়ে করতে হবে। এই কাজে প্রাথমিকভাবে কিছুটা আর্থিক খরচ হলেও পরবর্তীকালে এগুলো আপনাকে অনেক খরচ সাশ্রয়ী করবে।
- ছাদের চিলেকোঠার সাথেও সবজির জন্য মাচা তৈরি করে নিতে পারেন। যেহেতু সারা বছরই লাউ, কুমড়া, শসা, করলা, বরবটি সহ নানান ধরনের লতানো সবজির চাষ করা যায়, তাই ছাদ বাগানের মাচা করার জন্য লোহার রড, অ্যাঙ্গেল এবং জিআই তার ব্যবহার করে স্থায়ী মাচা করে নিতে পারলে সেটা যেমন দেখতে ভালো হবে, তেমনি সেটার স্থায়িত্বও হবে বহু বছর। এই বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।
- বাগানের প্রতিটি জায়গাতে কোথেকে কীভাবে পানি সরবরাহ করতে পারবেন সেই ব্যবস্থা আগে থেকেই রাখতে হবে। কারণ আপনার ছাদ বাগানকে ভালো রাখার জন্য প্রতিনিয়ত ছাদের গাছপালাতে পানি সরবরাহের প্রয়োজন হবে।
- ছাদ বাগানের কোন অংশে কোন ধরনের গাছ রোপণ করবেন সেটাও কাগজ কলমে লিখে রাখুন।
- ছাদ বাগানের ক্ষেত্রে সবচেয়ে ভালো হাফ ড্রামে করে বড় বড় যে গাছগুলো রোপণ করবেন সেই হাফ ড্রাম যেন ছাদের বীম বরাবর থাকে। তাহলে ভালো কারণ হাফ ড্রামের ওজন বেশি বিধায় সেগুলো বীম বরাবর রাখলে সকল লোড গিয়ে বীমের ওপরে পড়বে এবং আপনার ছাদের ওপরে বাড়তি কোনো চাপের সৃষ্টি হবে না। অন্যদিকে লতানো সবজিগুলো রেলিং বরাবর রাখতে হবে এবং মাচাগুলোও বাইরে রাখতে হবে।
- যদি জায়গা থাকে তাহলে বাগানের খানিকটা অংশে সৌন্দর্যবর্ধক ঘাস জাতীয় গাছ লাগিয়ে লন তৈরি করতে পারেন।
- ছাদ বাগানের অধিকতর সৌন্দর্যবর্ধনের জন্য বাগানের ভেতরে কোনো স্থাপত্যকর্ম রাখতে পারেন আবার আপনি সনাতন ধর্মাবলম্বী হলে ছাদের এক কোণে বেশ করে কিছু মূর্তিও রাখতে পারেন নিয়মিত পূজা অর্চনা করবার জন্য। তাতে করে বাগানের নির্মল পরিবেশে আপনার মনটাও ভালো থাকবে।
- ছাদ বাগানের সমুদয় যন্ত্রপাতি রাখার জন্য সিঁড়িঘরে একটা নির্দিষ্ট জায়গা আগে থেকেই ঠিক করে রাখুন। যাতে করে প্রয়োজনের সময় সবকিছু হাতের নাগালে পেতে পারেন। মনে রাখবেন, যেন কখনো কোনোভাবেই কোনো বালাইনাশক সহসা কারোর নাগালে না থাকে; তাহলে ভুলবশত বা ইচ্ছাকৃতভাবে কেউ সেটা খেয়ে বিপত্তির সৃষ্টি করতে পারে। এমন দুর্ঘটনা ঘটলে অসাবধানতার জন্য সেটার দায়ভার কিন্তু আপনাকেই বহন করতে হবে।
- ছাদ বাগানের কোথায় কী ধরনের গাছপালা রোপণ করবেন সেটার একটা সম্ভাব্য ও প্রস্তাবিত রূপরেখা নিচে দেখানো হলো:
আমাদের ফেসবুক পেজ = Siraj Tech Facebook
গাছের জন্য বিভিন্ন জৈব কীটনাশক। 👉 Organic Fertilizers and Pesticides
ছাদ বাগান করার জন্য জিও ব্যাগের অর্ডার করতে 👉 Geo Grow Bag
দেশি ও বিদেশি বিভিন্ন ধরনের সুন্দর সব ফল ও শাক-সব্জির বীজ পাবেন আমাদের কাছে। 👉 High Quality Gardening Seeds
ছাদ বাগানের বিভিন্ন সরঞ্জাম। 👉 High Quality Gardening Tools
নদী ও পুকুরের পাড় ভাঙ্গন রোধে জিও ব্যাগ ও জিও রোল। 👉Geobag Geotube and Geosheet