Rooftop Gardening – ঘরের ছাদেই প্রয়োজনীয় শাকসবজি উৎপাদন
Rooftop Gardening বা ছাদ বাগান বর্তমানে বাংলাদেশেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। কেননা এর মাধ্যমে আপনি সহজেই আপনার বাড়ির পরে থাকা ছাদকে কাজে লাগাতে পারেন। চাষ করতে পারেন নিত্য প্রয়োজনীয় বাহারি শাকসবজি এবং ফলমূল। বাড়তি আয় কিংবা অবসর সময় কাটানোর জন্য Rooftop Gardening হতে পারে আপনার জন্য একটি অন্যতম সেরা চয়েজ।
তবে চলুন জেনে আসা যাক –
Rooftop Gardening মূলত কি?
বাসা বাড়ির বেলকনিতে কিংবা পাকা বাড়ির খালি ছাদে বিজ্ঞানসম্মত উপায়ে কিছু নিয়মকানুন মেনে চলে বিভিন্ন রকম উদ্যান ফসল যেমন: ছোটখাটো ফুল, ফল ও সবজির বাগান গড়ে তোলাকেই সহজ ভাষায় Rooftop Gardening বা ছাদ বাগান বলা হয়ে থাকে। বর্তমানে শহর ও গ্রামের প্রায় অধিকাংশ বাড়ির ছাদে গেলেই দেখা পাওয়া যায় এসব ছাদ বাগানের।
ছাদ বাগানে কি কি ফসল উৎপাদন করা সম্ভব?
- বিভিন্ন সবজির মধ্যে উল্লেখযোগ্য হল টমেটো, লাউ, ফুলকপি, বেগুন, মিষ্টি কুমড়া, পুঁইশাক, লাল শাক, বরবটি, করলা, সীম ও বিভিন্ন রকম মশলা জাতীয় সবজি।
- ফলের মধ্যে আম, পেয়ারা, লেবু, স্ট্রবেরি ইত্যাদি অন্যতম।
- এছাড়াও বিভিন্ন রকম ফুল যেমন: বেলি, ডালিয়া, রজনীগন্ধা, গাদা, গোলাপ ইত্যাদি ফুলের সৌন্দর্যে আপনার Rooftop Gardening কে আরো আকর্ষণীয় করে তুলতে পারেন।
- এছাড়া বিভিন্ন মসলার মধ্যে মরিচ, পুদিনা, ধনেপাতা ও পেয়াজ চাষ করাও সম্ভব।
Rooftop Gardening বা ছাদ বাগান তৈরির উপায়
এবার চলুন জেনে আসি আপনাদের বাসা বাড়িতেই কিভাবে অল্প কিছু খরচের মাধ্যমেই গড়ে তুলতে পারেন একে আদর্শ ছাদ বাগান।
-
প্রথমেই যেসব বিষয় মাথায় রাখবেন:
আপনাকে খেয়াল রাখতে হবে উপযুক্ত ছাদ নির্বাচন। গাছপালার ভার সহ্য করতে পারে এবং দ্রুত পানি নিষ্কাশিত করা সম্ভব এমন দেখে ছাদ নির্বাচন করতে হবে। যে গাছগুলি অপেক্ষাকৃত বড় সেগুলো ছাদের বিম বা কলাম বরাবর স্থাপন করতে হবে। তারপর খেয়াল রাখবেন ছাদ যেন ড্যামপ বা স্যাতস্যতে না হয়ে যায়। পরিশেষে কি কি গাছ লাগাবেন তার একটি পরিকল্পনা এবং নকশা তৈরি করতে হবে।
-
ছাদ বাগান করতে যা যা লাগবে:
Rooftop Gardening করার জন্য প্রথমেই আপনার একটি খোলা ছাদের প্রয়োজন হবে। তারপর গাছ লাগানোর জন্য হাফ ড্রাম, সিমেন্ট কিংবা মাটির টব অথবা প্লাস্টিক বা স্টিল এর ট্রে প্রয়োজন হবে। এছাড়াও মাটি কাটার জন্য সিকেচার, কোদাল, কাচি, বালতি, খুরপি ইত্যাদি লাগবে। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান দোআঁশ মাটি এবং পচা শুকনো গোবর বা কম্পোস্ট স্যারের প্রয়োজন পরবে। পানি দেয়ার ব্যবস্থা এবং পরিশেষে গাছের চারা বা বীজ লাগবে।
-
বীজ বপনের কৌশল
Rooftop Gardening এর জন্য উপযুক্ত পাত্র নির্বাচনের পর সেখানে ছাদ বাগানের মাটি স্থাপন করতে হবে। শাকসবজি জাতীয় কিংবা ফুল গাছের জন্য ১৫ থেকে ২০ সেন্টিমিটার পুরু মাটির স্তর নির্মান করতে হবে। তবে গাছের সাইজ একটু বড় হলে ৫০ সেন্টিমিটার পর্যন্ত গভীরতা দিতে হবে। এরপর মাটির সাথে ২:১ অনুপাতে দোআঁশ মাটি এবং জৈব সার ভালোভাবে মিশিয়ে কয়েকদিনের জন্য পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে। ইচ্ছে করলে প্রয়োজন মাফিক রাসায়নিক সার ব্যবহার করতে পারেন। এরপর মাটি তৈরি হয়ে গেলে সেখানে বীজ বহন করতে হবে।
-
Rooftop Gardening বা ছাদ বাগানের রক্ষণাবেক্ষণ
প্রতিবছর অন্তত একবার মাটি পরিবর্তন করে নতুনভাবে গোবর মিশ্রিত মাটি ব্যবহার করতে হবে। তবে খেয়াল রাখবেন গাছ যেন ক্ষতিগ্রস্ত না হয়। এছাড়াও প্রয়োজন মাফিক পানি সেচ, উপরি সার প্রয়োগ এবং বালাই দমনের ব্যবস্থা নিতে হবে। সেচের সময় প্রয়োজন অনুযায়ী মালচিং করে দিতে হবে। এছাড়াও অপ্রয়োজনীয় এবং বয়স্ক শাখা প্রশাখা নিয়মিত অপসারণ করতে হবে। অতিরিক্ত ফল ধারণের জন্য ইচ্ছে করলে কৃত্রিম পরাগায়ন করতে পারেন।
উপসংহার
Rooftop Gardening হতে পারে হাতের কাছে তাজা শাকসবজি এবং ফলমূল পাওয়ার জন্য অন্যতম একটি ভালো উপায়। এছাড়াও এর মাধ্যমে আত্মকর্মসংস্থানের সৃষ্টি হয়। আপনার বাড়ির পরিবেশ ঠান্ডা এবং দূষণ মুক্ত রাখতে ছাদ বাগানের গুরুত্ব অপরিসীম। আপনার বাড়ির পরিবেশ সুশীতল এবং শান্তিময় রাখবে এই ছাদ বাগান। আশা করি আজকের আর্টিকেলে Rooftop Gardening বা ছাদ বাগান নিয়ে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি। ধন্যবাদ।
আমাদের ফেসবুক পেজ = Siraj Tech Facebook
ছাদ বাগান করার জন্য জিও ব্যাগের অর্ডার করতে = Geo Grow Bag
দেশি ও বিদেশি বিভিন্ন ধরনের সুন্দর সব ফল ও শাক-সব্জির বীজ পাবেন আমাদের কাছে। 👉 HIGH QUALITY GARDENING SEEDS
ছাদ বাগানের বিভিন্ন সরঞ্জাম। 👉 HIGH QUALITY GARDENING TOOLS
গাছের জন্য বিভিন্ন জৈব কীটনাশক। 👉 ORGANIC FERTILIZERS AND PESTICIDES
নদী ও পুকুরের পাড় ভাঙ্গন রোধে জিও ব্যাগ ও জিও রোল। 👉Geobag Geotube and Geosheet