ছাদবাগানীদের জন্য ঘরোয়া টিপস🔸
🔰চা পাতা, ডিমের খোসা, কলার খোসায় ও কাঠের ছাই দিয়ে তৈরি করুন জৈব সার।
🌑কাঠের ছাই :
এটা মাটিতে মেশালে মাটিতে বায়ু চলাচল বাড়ায় , মাটির উর্বরতা বৃদ্ধি করে । এটা আদ্রতা ধরে রাখে , নিউত্রিয়েন্ট ধরে রাখে। মাটিতে ফাঙ্গাস হতে দেয় না।
🍂চা পাতা:
চা পাতায় নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম আছে। তাই, ব্যবহার করা চা পাতা ফেলে না দিয়ে; রোদে শুকিয়ে টবে প্রয়োগ করতে পারেন।
🥚ডিমের খোসা:
অল্প কয় দিন রোদে শুকিয়ে ডিমের খোসা পিষে গুড়ো করে গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে।
🍌কলার খোসা:
প্রচুর পরিমাণে পটাশ এবং সামান্য পরিমাণ জিংক,ম্যাংগানিজ,আয়রন/লৌহ থাকে কলার খোসায়।
এটি রোদে শুকিয়ে পিষে গুড়ো বা খোসা ৩ দিন পানিতে ভিজিয়ে পানি ছেকেও প্রয়োগ করতে পারেন।
কালার খোসা গাছে ফুল আসার আগে বেশি ও ফুল ফোটার পরে সামান্য প্রয়োগ করতে হবে।
🔰চা পাতা, ডিমের খোসা ও কলার খোসা ১ঃ১ঃ১ অনুপাতে একসাথে মিশিয়ে প্রয়োগ করা যায়। তাহলে গাছের জন্য অপরিহার্য তিনটি উপাদান নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের অভাব পূরণ হবে। নিয়মিত জৈব সার ব্যবহার করুন টবের মাটি ভালো রাখুন।
🟪 ভবিষ্যৎ প্রয়োজনে শেয়ার করে রেখে দিন টাইমলাইনে।
♦️*ছাদ বাগান টিপস ও কৃষি পরামর্শ পেতে পেইজটি লাইক ফলো দিয়ে যুক্ত হন আমাদের সাথে।
#ছাদকৃষি #টিপস #অর্গানিক_সার_তৈরি_পদ্বতি
আরো বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন👇
আমাদের ফেসবুক পেজ = Siraj Tech Facebook
ছাদ বাগান করার জন্য জিও ব্যাগের অর্ডার করতে 👉 Geo Grow Bag
দেশি ও বিদেশি বিভিন্ন ধরনের সুন্দর সব ফল ও শাক-সব্জির বীজ পাবেন আমাদের কাছে। 👉 High Quality Gardening Seeds
ছাদ বাগানের বিভিন্ন সরঞ্জাম। 👉 High Quality Gardening Tools
গাছের জন্য বিভিন্ন জৈব কীটনাশক। 👉 Organic Fertilizers and Pesticides
ঘর সাজানোর প্রোডাক্ট। 👉 Home Decor Item
নদী ও পুকুরের পাড় ভাঙ্গন রোধে জিও ব্যাগ ও জিও রোল। 👉Geobag Geotube and Geosheet
বাড়ির ডিজাইন সম্পর্কে বিস্তারিত জানতে। 👉 Architectural & Structure design