Home Decoration- কিছু চমৎকার আইডিয়া

Home Decoration ideas

আপনি কি আপনার বসার কিংবা শোয়ার ঘরটি যতই গুছিয়ে রাখতে চাচ্ছেন না কেন কোনভাবেই এটি আপনার কাছে ভালো লাগছে না? তাহলে আজকের আর্টিকেলটি আপনার জন্য। চলো জেনে আসা যাক Some coolest ways for Home decoration বা ঘরবাড়ি সাজানোর কিছু দারুন টিপস। 

১. আয়নার সঠিক ব্যবহার: 

আপনি যদি আপনার বাড়িটির কিছু বিশেষ বিশেষ জায়গায় লুকিং গ্লাস সেট করতে পারেন তাহলে এটি আপনার ঘরের সৌন্দর্য অনেকগুলো বাড়িয়ে দিতে পারে। যেমন ধরুন ঘরে ঢোকার পথে একটি আয়না লাগিয়ে নিতে পারেন। এটি যেমন দরজার সৌন্দর্য বাড়াবে, তেমনি আলোকে প্রতিফলিত করে আপনার ঘরের আসবাব আর উজ্জ্বল করে তুলবে। ইচ্ছে করলে বাজার থেকে অতি সহজেই বাহারি সব ধরণের আয়না সংগ্রহ করে আপনার Home Decoration কে আরো সহজ করে তুলতে পারেন। 

২. ছোট ছোট বাড়ি গাছের ব্যবহার:

বারান্দার রেলিং কিংবা ঘরে ঢোকার পথের পাশে ছোট ছোট টবে করে বিভিন্ন রঙিন ফুল অথবা পাতার গাছ ব্যবহার করতে পারেন। এটি আপনার ঘরের সতেজতা যেমন বাড়াবে তেমনি বাসার পরিবেশকেউ রাখবে ঠান্ডা ও শীতল। তবে নিয়মিত গাছের পরিচর্যা না করতে পারলে কিন্তু হিতের বিপরীত হতে পারে অর্থাৎ এটি আপনার বাসার সৌন্দর্য না বাড়িয়ে বরং আপনার Home Decoration কে আরো নষ্ট করে দিতে পারে। তাই প্রথমেই এমন কিছু গাছ আপনার পছন্দ করা উচিত যেগুলো অতি ছোট এবং সুন্দর। 

৩. বাসায় ঢোকার পথ পরিষ্কার রাখুন:

কথায় আছে ফাস্ট ইমপ্রেসন ইজ দা লাস্ট ইমপ্রেসন। কোন অতিথি আপনার বাসায় আসলে সবার আগে যেটি চোখে পড়বে তাহলে আপনার বাসায় ঢোকার গেট। তাই আবর্জনা কিংবা অন্য কোন কিছু সেখানে থাকলে তা দ্রুত পরিষ্কার করে ফেলুন এবং সামঞ্জস্যপূর্ণ আসবাব কিংবা ফুলের গাছ লাগাতে পারেন। এছাড়াও গেটের সামনে ছোট্ট জলাশয় বানিয়ে সেখানে জলজ কিছু ফুলের গাছ লাগাতে পারেন। কিংবা ছোট্ট একটি ঝর্ণাও বানাতে পারেন। এর জন্য কিন্তু খুব একটা বেশি খরচ করতে হবে না। Home Decoration কে একটু সামনে এগিয়ে নিতে এই কাজটি করতেই পারেন। 

৪. ঘরের দেওয়ালে রঙিন স্টিকার ব্যবহার:

প্রজাপতির মতো ছোট ছোট অনেক উজ্জ্বল এবং রঙিন স্টিকার আজকাল বাজারে সহজেই পাওয়া যায়। এটি আপনার ঘরের দেয়ালকে অনেক আকর্ষণীয় একটি লুক দিতে পারে। চিন্তার কারণ নেই। কারণ এসব স্টিকার ব্যবহারে দেওয়ালের কোন ক্ষতি হয় না বরং সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। তবে এক্ষেত্রে স্টিকার পছন্দে আপনাকে অতি সচেতন থাকতে হবে। কেননা কালার ম্যাচিং ঠিকমত না হলে আপনার ঘরের সৌন্দর্যকে আরো বিনষ্ট করতে পারে এই উপায়। তবে আজকাল বাজারে যেসব বাহারি স্টীকার পাওয়া যায় তার সবই মোটামুটি আপনার Home Decoration এর জন্য সহায়ক হবে। 

৫. সঠিক কালার ম্যাচিং গড়ে তুলুন:

আপনার ঘরের দেওয়ালের রংয়ের সাথে যদি আপনার আসবাবপত্র এর রং মিল না থাকে তবে এটা দেখতে মোটেও সামঞ্জস্যপূর্ণ এবং সুন্দর লাগবে না। তাই দেওয়ালের রং এর সাথে আপনার ঘরের জিনিসপত্র মিল রয়েছে কিনা সেদিকে খেয়াল রাখুন। কালার ম্যাচিং সঠিক করার জন্য আপনার পরিবারের রূচিশীল কারো কাছ থেকে পরামর্শ নিতে পারেন। তবে সাধারনত হঠাত করে কালারের গাড়ত্ব পরিবর্তন হলে তা মানানসই হয় না।  

৬. বিভিন্ন আসবাব এবং শো পিস এর ব্যবহার:

আপনার ঘরের কোনায় কিংবা বারান্দার পাশে ব্যবহারের জন্য আজকাল বাজারে নানান রকম রঙিন শো পিস কিনতে পাওয়া যায়। এগুলোর ব্যবহার সঠিকভাবে করতে পারলে আপনার ঘরের সৌন্দর্য আরো কয়েক গুনে বৃদ্ধি পাবে বলে গ্যারান্টি দেয়া যায়। তাই আজই বাজার থেকে কিনে আনুন আপনার ঘরের অন্যান্য জিনিসপত্রের সাথে মানানসই কিছু শো পিস এবং সবাইকে তাক লাগিয়ে দিন আপনার Home Decoration  এর মাধ্যমে। 

উপসংহার:

আজকের ছোট্ট এই আর্টিকেলে আমরা আলোচনা করেছি Some coolest ways for Home Decoration. আপনি হয়তো ইতিমধ্যে কিছুটা হলেও আইডিয়া পেয়েছেন আপনি আপনার ঘরের সৌন্দর্যকে কযয়েক গুনে বাড়িয়ে নিতে পারেন। এরকম ঘর সাজানো আরো টিপস পেতে সঙ্গেই থাকুন। অসংখ্য ধন্যবাদ। 

আমাদের ফেসবুক পেজ = Siraj Tech Facebook

আমাদের প্রোডাক্ট সমূহ = Home Decor Item

 

Indoor Plants and Flowers Decoration

Our Product Categories

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *