Vegetable crop success – জমিতে বাম্পার সবজি ফলনের সাফল্য।

Vegetable crop success

১ শতক জমিতে চাষ করুন সারাবছরের শাক-সবজি 😍
তবে বিশ্বাস না হলে ট্রাই করে দেখতেই পারেন‼️

এই মডেল চাষ করলে ৩-৪জনের একটা পরিবারের জন্য
সারা বছর আপনার পছন্দনীয় প্রায় সব গুলো সবজি চাষ করতে পারবেন সম্পূর্ণ বিষমুক্ত ও নিরাপদভাবে‼️

সারাবছরের সবজি গুলোকে আমরা দুই সিজনে ভাগ করি,
☘️গ্রীষ্মকালীন এবং
☘️শীত কালীন।

এই মডেল টা ২৪ ফিট বাই ২৪ ফিট।

🌿বেড গুলো হবে উত্তর দক্ষিন মুখি
🌿বেডের মাঝখানে মাঝখানে নালা গুলো হবে ১০ ইঞ্চি চওড়া‼️
🌿মোট হবে ৭ টা ‼️

সবজির বেড থাকবে ৫ টা (মাঝখানে), তবে

দুই মাথায় মাচায় হয় এমন সবজির জন্য আরো দুটি বেড হবে,

মাঝের ৫ টা বেড হবে ১৬ ফিট করে লম্বা আর ২ ফুট ৪ ইঞ্চি চওড়া,

দুই মাথায় মাচা গুলো হবে ৩ ফিট চওড়া আর ২৪ ফিট লম্বা।

কোন সবজি কোন সময়ে কোন স্থানে চাষ করবেন🙂❓

☘️গ্রীষ্মকালীন সবজি☘️
পূর্ব দিকের মাচায়,
একদিক থেকে ঝিঙ্গা, কাকরোল, পটল, বরবটি,

মাঝখানের ৫ টা বেডের (পূর্ব থেকে)
প্রথম বেডে টমেটো এবং বেগুন
দ্বিতীয় বেডে মিষ্টি আলু ও কচু
তৃতীয় বেডে কাচা মরিচ
চতুর্থ বেডে ডাটা শাক, পাট শাক
পঞ্চম বেডে ঢেড়স(ভেন্ডি)

পশ্চিম দিকের মাচায় একদিক থেকে মিষ্টি কুমড়ো, শসা।
উত্তর ও দক্ষিন মাথায় ৩ টি করে মোট ৬ টি পেপে গাছ।

☘️শীতকালীন সবজি☘️
পূর্ব দিকের মাচায় একদিকে লাউ, আরেক দিকে খীরা।

মাঝখানের বেড গুলোর(পূর্ব দিক থেকে)
প্রথম বেডে টেমেটো ও বেগুন,
দ্বিতীয় বেডে মূলা ও গাজর,
তৃতীয় বেডে কাচা মরিচ,
চতুর্থ বেডে লাল শাক ও পালং
পঞ্চম বেডে ফুলকপি ও বাধাকপি

পশ্চিম দিকের মাচায় একদিকে শীম, অন্যদিকে উস্তা করলা।
পেপে গাছ গুলোর গোড়ায় পুদিনা, ধনিয়া।

🟢অবশ্যই জমি চাষাবাদের সময় ভার্মি-কম্পোস্ট সার ব্যবহার করুন 🟢
🟢জৈব বালাইনাশক ব্যবহার করুন🟢

🔴রাসায়নিক সার/কীটনাশক ব্যবহার না করাই উত্তম🔴

বিষমুক্ত নিরাপদ শাক-সবজি খান, সুস্থ্য থাকুন🌿

আরো বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন👇

আমাদের ফেসবুক পেজ = Siraj Tech Facebook

ছাদ বাগান করার জন্য জিও ব্যাগের অর্ডার করতে 👉 Geo Grow Bag

দেশি ও বিদেশি বিভিন্ন ধরনের সুন্দর সব ফল ও শাক-সব্জির বীজ পাবেন আমাদের কাছে। 👉 High Quality Gardening Seeds

ছাদ বাগানের বিভিন্ন সরঞ্জাম। 👉 High Quality Gardening Tools

গাছের জন্য বিভিন্ন জৈব কীটনাশক। 👉 Organic Fertilizers and Pesticides

নদী ও পুকুরের পাড় ভাঙ্গন রোধে জিও ব্যাগ ও জিও রোল। 👉Geobag Geotube and Geosheet

Natural Pest Control

Our Product Categories

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *