Vermicompost Production - ভার্মিকম্পোস্ট ও ওয়েস্ট কম্পোস্ট তৈরির পদ্ধতি
ছাদে ভার্মিকম্পোস্ট তৈরির পদ্ধতি: Procedure of Making Vermicompost on Roof
Vermicompost Production এর জন্যে একটি ছিদ্রযুক্ত পাত্রে ৩ মাস পুরোনো শুকনো গোবর হালকা করে পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর এতে নিকটস্থ ভার্মিকম্পোস্ট উৎপাদনের খামার থেকে উন্নতমানের কেঁচো সংগ্রহ করে ওপরে দিয়ে ছাদে একটি ছায়াযুক্ত স্থান তৈরি করে পাত্রটি রেখে চটের বস্তা দিয়ে ঢেকে দিতে হবে এবং কিছুদিন পরপর হালকা পানি দিতে হবে। তা থেকে ৫-৭ দিন পর পাত্রের ওপরের অংশে ভার্মিকম্পোস্ট তৈরি শুরু হবে। ৫০-৭০ দিনের মধ্যে পাত্রের সম্পূর্ণ গোবর ভার্মিকম্পোস্টে রূপান্তরিত হবে এবং কেঁচোগুলো পাত্রের নিচের অংশে জমা থাকবে। এই কেঁচোগুলো দিয়ে একই পদ্ধতি অবলম্বন করে পুনরায় ভার্মিকম্পোস্ট তৈরি করা যাবে।
কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট: Vermicompost Production
ভার্মি কম্পোস্ট একটি জৈব সার যা জমির উর্বরতা বৃদ্ধির জন্যে ব্যবহার করা হয় । এক মাসের বাসী গোবর খেয়ে কেঁচো মল ত্যাগ করে এবং এর সাথে কেঁচোর দেহ থেকে রাসায়নিক পদার্থ বের হয়ে যে সার তৈরি হয় তাঁকে কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বলা হয়। এটি সহজ একটি পদ্ধতি, এক মাসের বাসী গোবর দিয়ে ব্যবহার উপযোগী উৎকৃষ্ট জৈব সার তৈরি করা হয়। আমাদের থেকে আপনি ভালো মানের ভার্মি কম্পোস্ট নিতে পারবেন সল্প মুল্যে, আমাদের থেকে নিতে সরাসরি কল করে অর্ডার করতে পারেন এই নাম্বারে – ☎ ০৯৬১৩৮২৪২৪১। WhatsApp এ ম্যাসেজ করতে পারেন – 8801706176403। সরাসরি এই লিঙ্কে গিয়েও অর্ডার করতে পারবেন – ভার্মি কম্পোস্ট । অথবা আমাদের ফেইসবুক পেইজে মেসেজ করতে পারেন – Siraj Tech page।
ছাদে কিচেন ওয়েস্ট কম্পোস্ট তৈরির পদ্ধতি: Vermicompost
একটি ছিদ্রযুক্ত পাত্রের নিচে কিছু শুকনো পাতা দিয়ে তার ওপর শুকনো মাটি ২ ইঞ্চি পরিমাণ দিতে হবে। তারপর গৃহস্থালির পচনশীল আবর্জনা কুচি করে কেটে হালকা পানি ছিটিয়ে ভিজিয়ে তারপর পাত্রে রাখতে হবে। সবার ওপরে আবার ২ ইঞ্চি পরিমাণ মাটি দিয়ে ওপরে সামান্য পানি দিতে হবে তারপর তা ছাদের ছায়াযুক্ত কোনো স্থানে রেখে দিতে হবে। ৩০-৪০ দিন পর উৎকৃষ্ট মানের কিচেন ওয়েস্ট কম্পোস্ট তৈরি হবে। যা ২ দিন শুকিয়ে ছাদ বাগানে ব্যবহার করা যাবে।
আমাদের প্রোডাক্ট সমূহঃ
- গার্ডেনিং আইটেমঃ GARDENING items
- হোম ডেকোর আইটেমঃ HOME DECOR
- জিও ব্যাগঃ Geobags
- জিও টেক্সটাইলঃ Geo Growing Bags
উৎস,
ছাদ বাগানের ব্যবস্থাপনা পদ্ধতি