village house design | 4bhk floor plans
অল্প খরচে ৪ রুমের ছাদ ও টিনচাল যুক্ত আধুনিক বাড়ির ডিজাইন
এই রকম ডিজাইনের বাড়ি করতে মাত্র 3.72 শতাংশ ( ডেসিমাল) জমির দরকার। আর বাড়ির মোট আয়তন 1624 এস,এফ,টি। এই সুন্দর বাড়ির ডিজাইন সম্পর্কে আরো জানতে নিচের ভিডিটি দেখতে পারেন । ( Home – 58 )
সম্পুর্ণ ডিজাইন টি নিতে এখানে ক্লিক করুন = 4 room house design in village
Only 3.72 percent of the land is needed to build a house with such a design. And the total area of the house is 1624 Sft. You can watch the video below to know more about this beautiful home design. ( Home – 58 )
বাড়িটিতে যা থাকছে :
বেড রুম : 4 টি
টয়লেট: 3 টি
কিচেন রুম: 1 টি
ডাইনিং রুম: 1টি
Whatever is in the house :
Bedrooms: 4
Toilets: 3
Kitchen Room: 1
Dining room: 1
village house design | 4bhk floor plans
এই বাড়িটি নির্মাণ করতে আনুমানিক খরচ হবে = 15 থেকে 16 লক্ষ টাকা
১. ইট = 21,000 পিছ
২. রড = 3,300 কে,জি
৩. সিমেন্ট = 490 ব্যাগ
৪. ঢালায়ের বালি = 6300 সি.এফ.টি
৫. গাথুনির বালি = 1020 সি.এফ.টি
৬. ইটের খোওয়া = 1250 সি.এফ.টি
৭। অ্যাঙ্গেল রড = 2250 কে,জি
৮। ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শীড = 1634 এস,এফ,টি
The estimated cost to build this house will be = 15 to 16 lakh Taka
একজন ইঞ্জিনিয়ার এর কাছে ডিজাইন করতে গেলে অনেক খরচ।
তাই মাথা খাটিয়ে ইন্টারনেট থেকে একটা ডিজাইন নামিয়ে নিলেই ইঞ্জিনিয়ার এর খরচটা বেচে যাবে।
এই চিন্তা অনেক ভয়ংকর কারন একটা ডিজাইন অনেক গুলো ভ্যারিয়েবল ফ্যাক্টর এর উপর নির্ভরশীল।
যেমন :
১/ মাটির ধরন।
২/ ওই এলাকার ভূমিকম্প প্রবণতা।
৩/ বাতাসের ধরন।
৪/ প্লটের দিক।
৫/ সূর্যালোক এর ব্যাবস্থা।
৬/ প্রয়োজনীয় মালামালের পর্যাপ্ততা ইত্যাদি
সেই সঙ্গে অত্যন্ত সংবেদনশীল এবং জটিল সব সূত্র এবং সফটওয়্যার ব্যাবহার করে সেই ডিজাইন এর যথার্থতা নির্ণয় করা হয়।
সুতরাং খরচ বাঁচাতে জীবন ঝুঁকিতে ফেলবেন না।
ভালো মানের ইট রড সিমেন্ট এর পাশাপাশি ভালো মানের একটা ডিজাইন নিশ্চিৎ করবে আপনার ও আপনার পরিবারের সুরক্ষা।
আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ এর কথা ভাবছেন !!!
স্বপ্ন যখন একটি সুন্দর বাড়ির। তখন আপনার স্বপ্নের বাড়িটি ডিজাইনের জন্য, আমাদের সৃজনশীল ও দক্ষ ডিজাইন টিম সদা প্রস্তুত।
জমির আকৃতি যেমনই হোক না কেন, আপনার স্বপ্নকে বাস্তবে রুপ দেওয়ার দায়িত্ব আমাদের ডিজাইন টিমের। সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে বানানো বাড়িটি যেন ছুঁতে পারে আপনার স্বপ্নকে। শখ ও সাধ্যের মাঝে ফুটে উঠুক বসবাসের প্রত্যেকটি ইঞ্চি জায়গা।
আপনার কষ্টে অর্জিত টাকায় নির্মিত বাড়িটি হোক সুন্দর, আকর্ষণীয় ও নিরাপদ আবাসস্থল । সঠিক প্ল্যানিংও ডিজাইন ছাড়া বাড়ির কাজ শুরু করে কষ্টের টাকাগুলোর অপচয় করবেন না । আমাদের কাছে আসা অনেকজন কেই দেখেছি যে প্ল্যানিং ছাড়া বাড়ির কাজ শুরু করে অনেক টাকা নস্ট করে ফেলেছেন কিন্তু বাড়ির ভিতরের প্ল্যান ভাল লাগছেনা, বাইরের আউটলুক ভাল লাগছেনা এবং আরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে ।
সুন্দর করে বাড়ি করার জন্য , ডিজাইন করা খুবই গুরুত্তপুর্ণ।
(“siraj tech design and construction solution”) এর টিম দিচ্ছে সম্পূর্ণ সমাধান ।
আমাদের সেবা সমূহ: ( স্টিল + আর.সি.সি )
১. আর্কিটেকচারাল ডিজাইন,
২. স্ট্রাকচারাল ডিজাইন ,
৩. ইলেক্ট্রিক্যাল ডিজাইন,
৪. প্লাম্বিং ডিজাইন,
৫. ওয়ার্কিং ড্রয়িং,
৬. 3D ডিজাইন, 3D অ্যানিমেশন
৭. ল্যান্ডস্কেপ ডিজাইন,
৮. বাড়ি, মার্কেট, ইন্ডাস্ট্রি ও ফ্যাক্টরির প্ল্যান/মাস্টার প্ল্যান- 2D & 3D
৯. সিটি কর্পোরেশন/ পৌরসভা/ইউনিয়ন অনুমোদন শিট
১০.এস্টিমেট
১১. প্রজেক্ট ম্যানেজমেন্ট, কোয়ালিটি এসুরেন্স/কন্ট্রোল
১২. কন্সট্রাকশন ও সুপারভিশন
১৩. সয়েল টেস্ট ও পাইল
১৪. ডিজিটাল সার্ভে
Our Services: (Steel + RCC)
And
Factory, High rise building, Steel building, Rcc building, Steel warehouse and Rcc & Steel Structures Design ,
and all kind of Erection and Fabrication
( আমরা দেশের যে কোন জায়গায় কাজ করে থাকি )
আমাদের সাথে যোগাযোগ এর ঠিকানা ফেসবুক পেজে গিয়ে সরাসরি আমাদেরকে মেসেজ দিতে পারেন। ফেসবুক পেজে গিয়ে Text অথবা Voice Record করলে , আমরা ১০০% রিপ্লাই দিব।
Email – siraj875212@gmail.com
Phone = 01741454219
সকল ধরনের বাড়ির ডিজাইন দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন
HOUSE-BUILDING AND FACTORY DESIGN
https://sirajtech.org/category/house-building-and-factory-design
বাড়ি নির্মাণ সম্পর্কে টিপস ট্রিকস জানতে লিঙ্কে ক্লিক করুন
CIVIL ENGINEERING TIPS & TRICKS
https://sirajtech.org/category/civil-engineering-tips-tricks