আমাদের চারপাশে যা কিছু আছে তা-ই নিয়ে আমাদের পরিবেশ। আর ফসল উৎপাদনে জড়িত পরিবেশের বিভিন্ন জীব ও জড় উপাদানের আন্তঃসম্পর্ক হলো কৃষি পরিবেশ।
ফসল উৎপাদনে প্রভাব বিস্তারকারী পরিবেশের বিভিন্ন উপাদানের নাম-
জড় পদার্থ: সূর্যালোক (আলো, তাপমাত্রা), পানি (আর্দ্রতা, বৃষ্টিপাত), মাটি, বাতাস
এবং জীব: রোগ, পোকা, আগাছা, ইঁদুর ইত্যাদি। এখানে ফসলের সাথে সরাসরি সম্পৃক্ত রোগ, পোকা, আগাছা, ইঁদুর আবার ফসলসহ এদের ওপর প্রভাব বিস্তার করে থাকে সূর্যালোক, তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, মাটি, বাতাস ইত্যাদি।
কৃষি পরিবেশের বিভিন্ন উপাদান পর্যবেক্ষণ, তথ্যসংগ্রহ, শনাক্তকরণ এবং তাদের বিশ্লেষণ করে সিদ্ধান্ত গ্রহণ করাই হলো কৃষি পরিবেশ বিশ্লেষণ বা আয়েসা (AESA)
একজন কৃষক কীভাবে একজন ফসলের চিকিৎসক হতে পারেঃ
ক্রঃ নং | মানুষের ক্ষেত্রে | ফসলের ক্ষেত্রে |
১ | রোগীর নাম- | ব্রি ধান-২৮ |
২ | বয়স- | লাগানো হয়েছে কতদিন (রোপণোত্তর দিবস) |
৩ | উচ্চতা | গড় উচ্চতা (৫ গোছার) |
৪ | গায়ে পানি আছে কিনা- | জমিতে পানির পরিমাণ |
৫ | নখ আছে কিনা/চুলা বড় কিনা | . জমিতে আগাছার পরিমাণ |
৬ | চোখের পাতা দেখা (রক্তস্বল্পতা আছে কিনা) | সারের অভাবজনিত লক্ষণ দেখা |
৭ | খোস-পাঁচড়া আছে কিনা | রোগের মাত্রা দেখা |
৮ | মাথায় উঁকুন আছে কিনা | পোকার সংখ্যা |
৯ | বয়স অনুযায়ী বাড়-বাড়তি কেমন? | গড় কুশি ও পাতার সংখ্যা |
১০ | আবাসস্থলের অবস্থা | আবহাওয়া |
১১ | গতকাল কী খেয়েছেন | কোন্ সার কী পরিমাণ প্রয়োগ করা হয়েছে? |
চিকিৎসাপত্র (prescription)/ব্যবস্থাপনা:
ক্রঃ নং | মানুষের ক্ষেত্রে | ফসলের ক্ষেত্রে |
১ | Flagyl দিনে ০৩ টি খাবেন | ২-৩ ইঞ্চি পরিমাণ পানি রাখবেন। |
২ | Neotack দিনে ০৩ বার | পাখি বসার ডাল পুঁতে দিবেন। |
৩ | ঠিকমতো ঘুমাবেন | ০৫ কেজি/বিঘা ইউরিয়া উপরি প্রয়োগ করবেন। |
৪ | এক সপ্তাহ পরে আবার দেখা করবেন | নিয়মিত পর্যবেক্ষণ করবেন। |
৫ | রক্ত পরীক্ষা করাবেন | আগামীতে মাটি পরীক্ষা করে সার দিবেন। |
আমাদের ফেসবুক পেজ = Siraj Tech Facebook
গাছের জন্য বিভিন্ন জৈব কীটনাশক। 👉 Organic Fertilizers and Pesticides
ছাদ বাগান করার জন্য জিও ব্যাগের অর্ডার করতে 👉 Geo Grow Bag
দেশি ও বিদেশি বিভিন্ন ধরনের সুন্দর সব ফল ও শাক-সব্জির বীজ পাবেন আমাদের কাছে। 👉 High Quality Gardening Seeds
ছাদ বাগানের বিভিন্ন সরঞ্জাম। 👉 High Quality Gardening Tools
নদী ও পুকুরের পাড় ভাঙ্গন রোধে জিও ব্যাগ ও জিও রোল। 👉Geobag Geotube and Geosheet