What is cause falling pepper flowers? – মরিচের ফুল ঝরে জাওয়ার কারণ ও ফুল ঝরা বন্ধে সঠিক সমাধান।
What is cause falling pepper flowers? মরিচের ফুল ঝরে জাওয়ার কারণ ও ফুল ঝরা বন্ধে সঠিক সমাধান।
ভাল ফলন পেতে করনীয় গোড়ার মাটি খুচিয়ে মাসে ১ বার ১ চা চামচ পরিমান ড্যাপ ও পটাশ সার দিবেন গোড়া থেকে দূরে। টবের চারপাশ দিয়ে। পুরানো পাতা, কোকরানো পাতা, কিছু ডালপালা ছেটে দিবেন পাতা কোকড়ানো রোধে ইমিটাফ ও ভেকটিন কিটনাশক স্প্রে করবেন ১৫ দিন পর পর গাছে ভিটামিন স্প্রে করে দিতে হবে ২০ দিন পর পর।