Geotextile Pot in Sapling Production 

Geotextile Pot in Sapling Production 

Geotextile Pot in Sapling Production

Geotextile Pot বা Geo Grow Bag বা জিও টেক্সটাইল ব্যাগের নাম তো অনেক শুনেছেন। আপনি কি জানেন পরিবেশবান্ধব এই ব্যাগ আমাদের দৈনন্দিন জীবনে কতটা কাজে লাগে? আজকে আমরা আলোচনা করতে চলেছি জিও গ্রো ব্যাগ এর মাধ্যমে কিভাবে কম খরচে এবং সহজ উপায়ে চারা উৎপাদন করা সম্ভব। 

Geotextile Pot বা Geo Grow Bag কি?

জিও গ্রো ব্যাগ এক ধরনের নন ওভেন জিও সিনথেটিক পণ্য। এটি পলেস্টার বা পলি প্রোপিন দিয়ে তৈরি করা হয়। অত্যাধুনিক ভার্জিন উপাদান দিয়ে তৈরি এসব ব্যাগ প্রচুর টেকসই এবং কখনোই পচনশীল নয়। ছোটখাটো উদ্ভিদ যেমন: ফল কিংবা সবজি জাতীয় গাছ উৎপাদন করার জন্য জিও গ্রো ব্যাগ এর ব্যবহার বহুল প্রচলিত। অনেকেই পরিবেশবান্ধব গাছের টব বলেও চিনে থাকেন এইসব জিও টেক্সটাইল ব্যাগ। 

Geotextile Pot বা জিও গ্রো ব্যাগ এর কিছু অনন্য বৈশিষ্ট্য 

  • প্রথমেই সবার নজর কারে এইসব ব্যাগের স্থায়িত্বকাল। ১০ থেকে ২০ বছর পর্যন্ত টিকে থাকার ক্ষমতা সম্পন্ন পরিবেশবান্ধব জিও গ্রো ব্যাগ ছাদ বাগানে ব্যবহারের জন্য উপযুক্ত। 
  • এছাড়াও বারান্দা, হোটেল, রেস্টুরেন্ট, খেলার মাঠ, অফিস চত্বর, কিংবা যেকোনো প্রতিষ্ঠান বা বাসা বাড়ির সামনে ফলমূল ও সবজি গাছ রোপন করার জন্য এইসব ব্যাগ অত্যন্ত সুবিধা জনক। 
  • কাপড়ের তৈরি এসব ব্যাগ পরিবেশবান্ধব এবং গাছ রোপনেও বেশ সাশ্রয়ী। 
  • উন্নতমানের সুতা ব্যবহার করার ফলে Geo Grow Bag বা জিও গ্রো ব্যাগের টেকশই অত্যন্ত বেশি। 
  • বিভিন্ন কালারের ব্যাগ পাওয়া গেলেও সাধারণত কালো, গ্রে এবং অফ হোয়াইট কালারের ব্যাগ বেশি প্রচলিত। 
  • হালকা ওজন হওয়ার ফলে বহনে অত্যন্ত সুবিধাজনক।
  • এসব ব্যাগ ব্যবহারে মাইক্রো প্লাস্টিক দূষণের কোন সম্ভাবনা নেই। 
  • পানি ব্যবহারের সময় অনেকদিন মাটির আদ্রতা ধরে রাখতে পারে এসব ব্যাগ। 
  • এছাড়াও পোকামাকড় নিয়ন্ত্রণেও বেশ অসুবিধা জনক। 
  • তাপমাত্রার অত্যাধিক উঠানামা হলেও ভালো মানের জিও গ্রো ব্যাগ কখনো নষ্ট হয় না। 
  • অত্যন্ত ফ্লেক্সিবিলিটি সম্পন্ন এসব ব্যাগ মাটিকে পুষ্টিগুন সম্পন্ন রাখে। 

সাধারণ টবের সাথে Geo Grow Bag এর পার্থক্য? 

আপনারা যারা বাসা বাড়ির ছাদে কিংবা বেলকনিতে সাধারণ মাটির টব, সিমেন্টের টব কিংবা প্লাস্টিক টব ব্যবহার করে আসছেন তারা নিশ্চয়ই জানেন যে এগুলোর কোনোটিই তেমন একটা টেকসই না। কেননা মাটির টবের ক্ষেত্রে অতি সহজে যেমন ভেঙে যায় তেমনি রয়েছে এর অতিরিক্ত ওজন। এছাড়াও এসব টবে ডাস্ট কিংবা গুড়া সৃষ্টি হয় যা ধীরে ধীরে টব এবং অবশেষে গাছে নষ্ট হবার কারণ। আর যদি প্লাস্টিকটা ব্যবহার করেন তাহলে তো আরো সমস্যা। এগুলো যেমন ভংকুর তেমনি আবার কোন ভেন্টিলেশন নেই। অর্থাৎ বাতাস চলাচল এর কোন সুযোগ নেই। এক থেকে দেড় বছরের মধ্যে প্লাস্টিকের টব ফেটে যায়। আর যদি সিমেন্টের তৈরি টব ব্যবহার করেন তাহলে মাটির pH এবং অম্লতা নিয়ে সমস্যা তৈরি হয়। 

তাহলে উপায়?

উপরে উল্লেখিত সকল সমস্যার একমাত্র সহজ সমাধান হতে পারে সাশ্রয়ী জিও গ্রো ব্যাগ। এইসব ব্যাগ যেমন টেকসই তেমনি গাছের জন্য প্রয়োজনীয় বাতাস এবং হালকা ওজন বিশিষ্ট। তাই বুঝতেই পারছেন জিও গ্রো ব্যাগ আপনার শখের বাগানের জন্য কতটা গুরুত্বপূর্ণ। 

উপসংহার 

আপনি যদি উপরের সবকটি কথা পড়ে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনি এতক্ষণে বুঝে গেছেন যে অন্যান্য টব ব্যবহার এর তুলনাই জিও গ্রো ব্যাগ ব্যবহার কতটা সুবিধাজনক এবং সাশ্রয়ী। একুশ শতকের যুগান্তকারী এই আবিষ্কার তথা ভার্জিন উপাদান দিয়ে তৈরি অত্যন্ত টেকসই Geo Grow Bag হতে পারে আপনার বাগানের জন্য প্রথম পছন্দ। তবে সবচেয়ে বড় সুসংবাদ হল আমাদের পেইজ থেকেই আপনি অত্যন্ত সুলভ মূল্যে এইসব জিও গ্রো ব্যাগ সংগ্রহ করতে পারেন। 

আমাদের ফেসবুক পেজ = Siraj Tech Facebook

ছাদ বাগান করার জন্য জিও ব্যাগের অর্ডার করতে = Geo Grow Bag

দেশি ও বিদেশি বিভিন্ন ধরনের সুন্দর সব ফল ও শাক-সব্জির বীজ পাবেন আমাদের কাছে। 👉 HIGH QUALITY GARDENING SEEDS

ছাদ বাগানের বিভিন্ন সরঞ্জাম। 👉 HIGH QUALITY GARDENING TOOLS

গাছের জন্য বিভিন্ন জৈব কীটনাশক। 👉 ORGANIC FERTILIZERS AND PESTICIDES

নদী ও পুকুরের পাড় ভাঙ্গন রোধে জিও ব্যাগ ও জিও রোল। 👉Geobag Geotube and Geosheet

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *