Civil Engineering Tips & TricksMs Rod steel weight calculation | রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি Posted on November 23, 2020December 3, 2022 by Admin 23 Nov Ms Rod steel weight calculation | রডের পরিমান নির্ণয় করার পদ্ধতি Ms Rod steel weight calculation – বাজারে বিভিন্ন ডায়ার রড পাওয়া যায়। এগুলো রডের ওজন কিভাবে নির্ণয় করা হয়, তার পদ্ধতি নিয়ে আলোচনা করা হবে। মিলিমিটার = কেজি/মিটার = সুতা10 mm = 0.62 kg/m = 3 suta12 mm = 0.89 kg/m = 4 suta16 mm = 1.58 kg/m = 5 suta20 mm = 2.48 kg/m = 6 suta22 mm = 2.98 kg/m = 7 suta25 mm = 3.85 kg/m = 8 sutaRod weight calculation formula এক ফুট বা এক মিটারে কত কেজি রড | রডের ওজন, রডের সুতা বের করার নিয়ম উপরে যে কনভার্ট সিস্টেম দেয়া হয়েছে। এর প্রতিটি যদি আপনার জানা থাকে তাহলে বাস্তবে কাজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে।যেমন, ইঞ্জিনিয়ারিং সিস্টেমে রডের আন্তর্জাতিক হিসাব করা হয় kg/m এ। আবার বাংলাদেশে সাধারন লেবারদের সাথে কাজ করার সময়, এই হিসাব জানা একান্তই জরুরী।এছাড়া ও নিম্নোক্ত বিষয় টিও জেনে রাখুন।8 mm -7 feet -1 kg10 mm -5 feet -1 kg12 mm -3.75 feet – 1 kg16 mm -2.15feet -1kg20 mm -1.80feet -1kg22mm -1.1feet -1kg How to rod calculation in percentage রডের মাপ ফিট মেপে kg বের করা হয়এই সুত্রটি মনে রাখুন ( রডের ডায়া^2 /532) যেকোনো ডায়া রডের এক ফিটের ওজন বাহির হবে।এখানে অবশ্যই রডের ডায়া মিলি মিটারে উল্লেখ করতে হবে , এছাড়াও মিটারেও নির্নয় করা যাবে , মিটারে ওজন বের করতে হলে ( mm^2/162.2 )What is a column? যে কোন রড বা লোহার হিসাব খুব সহজে বাহির করুন | সকল ধরনের বাড়ির ডিজাইন বাড়ি নির্মাণ সম্পর্কে টিপস ট্রিকসSiraj Tech Facebook Page Siraj Tech Youtube Related posts:Non Woven Geotextile | নন ওভেন জিও টেক্সটাইলSlump Test of Concrete - slump cone for Workability - কংক্রিটের স্লাম্প টেস্টGrade beam detail information - গ্রেড বিম রড বাঁধাই এবং ঢালাইয়ের নিয়ম Admin House Design | মাত্র ৭ শতাংশ জায়গায় একটি নান্দনিক বাড়ির ডিজাইন 2bhk Small house design and plan