আচ্ছা? মানুষ ছাড়া কি প্রকৃতি বাঁচতে পারবে? হ্যা, মানুষ ছাড়াই শত শত বছর এই প্রকৃতি বেঁচে ছিল এবং থাকতেও পারবে। কিন্তু প্রকৃতি ছাড়া কি আদৌও মানুষ বাঁচতে পারবে? কখনোই না। তাহলে এরপরেও কেন মানুষ প্রকৃতিকে ধ্বংস করছে? প্রকৃতি থেকে এত দূরে সরে যাচ্ছে? Nature And Human Being একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত।
Nature And Human Being সম্পর্ক
ওয়ার্ডসওয়ার্থ একটি কথা বলেছিলেন, প্রকৃতি কখনো হৃদয় আর ভালোবাসার সঙ্গে ধোঁকা দিতে পারে না। আপনার সবথেকে কাছের মানুষটিও আপনাকে কাঁদিয়ে চলে যাবে কিন্তু প্রকৃতি কখনো সেটা করবে না। আপনি প্রকৃতিকে সময় দিলে সে দুহাত ভরে আপনাকে সুখ ফিরিয়ে দিবে। আমরা যতবেশি প্রকৃতি থেকে দূরে সরে যাবো ততবেশি প্রকৃত সুখের সাথে আমাদের বিচ্ছেদ ঘটবে। আপাত দৃষ্টিতে মনে হতেই পারে আমরা হয়তো প্রকৃতি থেকে দূরে সরে, প্রকৃতিকে ধ্বংস করে বিশাল বিশাল অট্টালিকা বানিয়ে অনেক ভালো আছি। কিন্তু আসলে তা নয় বরং আমরাই আমাদের অস্তিত্বকে সংকটের মুখে ফেলছি।
‘ন্যাচার অব রিভেঞ্জ’ বলতে একটা কথা আছে কিন্তু প্রকৃতি কি আসলেই প্রতিশোধ নেয়? না, প্রকৃতি কখনো প্রতিশোধ নেয় না উল্টো আমরা নিজেরাই আসলে আমাদের ক্ষতির কারণ হই। আমরাই আমাদের এই পৃথিবীটাকে আমাদের জন্য ভয়ঙ্কর করে তুলছি। এক সময় বাংলাদেশের রাজধানী ঢাকায় সচল ছিল ৪৭টি খাল। কিন্তু এখন মাত্র ২৬টি খালের দেখা পাওয়া যায় তাও আবার মুমুর্ষ অবস্থায়। ফলস্বরুপ ঢাকায় একটু বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। এভাবেই আমরা প্রকৃতিকে ধ্বংস করে আমাদের বেঁচে থাকাটাকে হুমকির মুখে ফেলেছি।তবে সবকিছু কি একদমই শেষ হয়ে গিয়েছে? না, এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। এখনো আমরা চাইলেই এই পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তুলতে পারি।
আমাদের আবারো প্রকৃতির কাছে ফিরে যাওয়া উচিত
আমরা থাকছি বিশাল বিশাল অট্টালিকায় কিন্তু যদি সেই অট্টালিকা থেকে প্রকৃতিকেই দেখা না যায় তাহলে এত বিশালতার মানে কি! ইট পাথরের এই নগরীতে মানুষ সুখের সন্ধানে ছুটে বেড়াচ্ছে। কিন্তু আসলেই কি সুখ পাচ্ছে তারা? যেখানে শালিক, গাঙচিলের আনাগোনা নেই, যেইখানে নেই বাপ ছেলে মিলে নদীতে মাছ ধরতে যাওয়া, যেখানে নেই কিশোরীদের লুকোচুরি খেলা কিংবা নেই সকলে মিলে কাঁদার ফুটবল খেলা, নেই সবুজ প্রকৃতি, সবুজ মাঠে গরু ছাগলের দলবদ্ধভাবে ঘাস খাওয়ার দৃশ্য, যেখানে নেই স্রোতস্বিনী নদীতে লাফিয়ে ডুব দেয়ার প্রতিযোগিতা সেখানে কি আসলেই সুখ পাওয়া যায়?
আমাদের দেশে এখন কেউ আর কৃষক হতে চায় না, কৃষি কে আপন করে নিতে চায় না। কারণ সবাই মনে করে এগুলো শুধুমাত্র নিচু শ্রেণীর কাজ তাই এখন সবাই অনেক বড় বড় অফিসার হতে চায় আর তারপর ভুলে যায় কৃষিকে, কৃষককে। অথচ এই কৃষকেরা কৃষির সাথে না থাকলে আমাদের না খেয়ে থাকতে হতো। এই কৃষিকে কেন্দ্র করেই তো এই সভ্যতা উন্নতির চরম শিখরে পৌঁছেছিল। নিজেদের অস্তিত্বকে সংকটে ফেলে কি আসলেই সুখী হওয়া সম্ভব?
প্রকৃতি ও সুখ
প্রকৃত সুখ পেতে হলে আমাদের অবশ্যই প্রকৃতিকে আপন করে নিতে হবে, মাটির কাছে ফিরতে হবে। পৃথিবীর আর কোন কিছুর থেকে এতটা শান্তি পাওয়া সম্ভব নয় যেটা প্রকৃতি আপনাকে দিতে পারবে।
ভারতের ‘এসআরভি’ হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ডা. সানিল সিনহাসন এর মতে , প্রকৃতির কাছে থাকলে মানসিক চাপ কমে। সবুজ জায়গা ও প্রকৃতি মানুষের স্নায়ুতে প্রশান্তি জাগিয়ে তোলো। মানসিক চাপ বাড়ানোর মতো হরমোনের নিঃসরণ কমিয়ে দেয়।
মার্কিন সাইকোথেরাপিস্ট এমিলি এইচ স্যান্ডার্স-এর পরামর্শ, প্রকৃতির কাছে যান। প্রকৃতি হতাশা দূর করতে পারে। নিজের প্রতি মনোযোগ এবং ভালোবাসা বৃদ্ধি করতে পারে। তাই আমাদের উচিত Nature And Human Being সম্পর্কটাকে আরো জোরদার করা।
মাটির কাছে ফিরে যান
প্রকৃতি আমাদের জন্য সবসময় আমাদের দিয়েছে কিন্তু আমরা তাকে ফিরিয়ে দিয়েছি ধ্বংসযজ্ঞ, অবহেলা। তবে আমাদের এখনো সময় আছে এই প্রকৃতির জন্য অনেক কিছু করার এমনকি সেটা সামান্য হলেও। তাই যে যেভাবে পারবো প্রকৃতির আরেকটু কাছে যাওয়ার চেষ্টা করবো, তাকে আপন করে নিবো। বাড়ির পাশের ফাঁকা যায়গা টা আর ফাঁকা না রেখে সেখানে কিছু গাছ রোপণ করুন। বিল্ডিং এর ছাদে ছাদ বাগান গড়ে তুলুন এমনকি ঘরের পাশের বেলকুনিটাতেও কিছু ছোট ছোট গাছ লাগান। এছাড়াও ঘরের ভেতরেও রাখতে পারেন ইনডোর প্লান্ট। মনে রাখবেন “ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল,
গড়ে তোলে মহাদেশ, সাগর অতল”। এই একটু একটু করে কাজ করতে করতেই এই পৃথিবীকে আবারো সুন্দর করে গড়ে তোলা সম্ভব। ধন্যবাদ।
আমাদের ফেসবুক পেজ = Siraj Tech Facebook
ছাদ বাগান করার জন্য জিও ব্যাগের অর্ডার করতে 👉 Geo Grow Bag
দেশি ও বিদেশি বিভিন্ন ধরনের সুন্দর সব ফল ও শাক-সব্জির বীজ পাবেন আমাদের কাছে। 👉 High Quality Gardening Seeds
গাছের জন্য বিভিন্ন জৈব কীটনাশক। 👉 Organic Fertilizers and Pesticides
ছাদ বাগানের বিভিন্ন সরঞ্জাম। 👉 High Quality Gardening Tools
নদী ও পুকুরের পাড় ভাঙ্গন রোধে জিও ব্যাগ ও জিও রোল। 👉Geobag Geotube and Geosheet