পূর্বকথা
আজকাল শহরের অনেকেই নিজেদের ঘরবাড়ি সাজাচ্ছেন নানা রকম বাহারি গাছ আর ফুল দিয়ে। ঘরের ভেতরে যেমন চলছে সাজানোর কাজ, তেমনি বাইরের বাগানেও। যেটুকু জায়গা যেখানে ফাঁকা পাওয়া যায়, সেখানেই এখন শুরু হয়েছে তরু প্রেম প্রতিষ্ঠা। কী ছাদে, কী বারান্দায়, কী সিঁড়ি ঘরে এমনকি কোনো কোনো বাড়ির জানালার কার্নিশগুলোকেও এখন বাহারি করে তোলা হচ্ছে সবুজ শ্যামল গাছপালায়। বসতবাড়ি তো বটেই, অফিস প্রাঙ্গণও এ থেকে বাদ পড়ছে না। না, কৃত্রিম নয়- একবারে সত্যিকারের গাছ। এতে শহরের ইট কাঠের নিষ্প্রাণ বাড়িগুলো যেন প্রাণের ছোঁয়া পেয়ে জীবন্ত হয়ে উঠছে। মনে হচ্ছে তাড়িয়ে দেওয়া প্রকৃতিকন্যারা যেন আবার আমাদের বাড়ি ঘরে আসতে শুরু করেছে। প্রাণ ও প্রকৃতির এ যোগ শুধু আমাদের জন্য নয়, আগামী প্রজন্মের জন্যও এক মহা শুভলক্ষণ। একবারে কচি বয়স থেকে তদের মধ্যেও প্রকৃতির প্রতি মমতা গড়ে উঠবে। ওরাও আপনার কাছ থেকে প্রকৃতিকে ভালোবাসতে শিখবে। দেহকে ভালো রাখতে গেলে আগে মনকে তো ভালো রাখতে হবে। প্রকৃতি হলো মন ভালো করার মোক্ষম দাওয়াই।
ঘরবাড়িতে যে বাগান করা হয়, তাইতো ঘরোয়া বাগান। একবারে আপন হাতে স্বল্প কিছু গাছপালাকে আদরযত্ন দিয়ে বাড়িতে ঠাঁই করে দিলে ওরাও তার প্রতিদান দেবে। দিনের প্রতিটা প্রহর এত অশান্তির মধ্যেও খানিকটা প্রশান্তির সুবাতাস এনে দেবে। ফুল ও বাহারি গাছের সৌন্দর্য, হেঁসেলে নিত্য বিষমুক্ত টাটকা শাকসবজি ও ফলের যোগান, কে দেবে শুনি? আর যে দেবে সে তো তার রুচিমত সব দেবে। তাই আমি বলি, আপনার আপন হাতের দোলে দুলিয়ে দিন আঙিনায় কিছু লতা, কিছু পাতা, কিছু ফুল, কিছু ফল। শুধু আপনি চাইলেই তা হবে। Diseases and insects of flowers and various plants
কিন্তু কী করে? এজন্য আপনাকে প্রাথমিকভাবে বাগান করার কিছু ধারণা নিতে হবে। না হলে হয়তো ঘরে লাগাবার গাছকে লাগাবেন বাইরে আর বাইরে লাগাবার গাছকে লাগাবেন ঘরের ভেতর, গ্রীষ্মের ফুল গাছ লাগাবেন শীতে। কোনোটাই বাঁচবে না, ফুল ফল কিচ্ছু দেবে না। তাই প্রথমেই বাগান করার কিছু কায়দাকানুন আপনাকে জেনে নিতে হবে। জানতে পারেন অভিজ্ঞ কোনো গার্ডেনার কিংবা মালির কাছ থেকে, জানতে পারেন পত্র পত্রিকা পড়ে, কোর্স করে বা এ বিষয়ে প্রশিক্ষণ নিয়ে আর গার্ডেনিংয়ের কিছু বই পড়ে। যারা বই পড়ে গার্ডেনিংয়ের অ আ ক খ শিখতে চান, তাদের জন্য তৈরি করা হলো এ বই।
বাগান করার তো হাজার বিষয় রয়েছে, আপনার জানার পরিধিটাও তাই অনেক বড়। কিন্তু পুরোটা একবারে না ধরে কিছু কিছু বিষয় নিয়ে আপনার গার্ডেনিং যাত্রা শুরু হোক- দেখবেন একদিন এই আপনিই অনেক বড় একজন গার্ডেনিং এক্সপার্ট হয়ে গেছেন। বাগান করার সব বিষয়কে একবারে এক বইয়ে আনা মুশকিল। তবুও চেষ্টা করা হয়েছে যেন একজন সাধারণ বাগানী তাঁর ঘরোয়া বাগানটা সাজাতে পারেন নানা রকমের গাছপালা ও বৈচিত্র্য দিয়ে। দেশের বিশিষ্ট ও অভিজ্ঞ ব্যক্তিবৃন্দ লিখেছেন বাগান করার নানা বিষয় নিয়ে। যিনি যে বিষয়ের বিশেষজ্ঞ, তিনি সে বিষয়ের ওপরেই লিখেছেন। সত্যি কথা বলতে কি কেউ আমাকে বিমুখ করেননি। বরং প্রচণ্ড আগ্রহ নিয়ে এ ধরনের একটি বিশেষ বিষয়ের ওপর তারা লিখেছেন এবং বইতে ছাপার জন্য সেগুলো দিয়েছেন। এ জন্য তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। কৃতজ্ঞ বিভিন্ন নার্সারি ও সরকারি উদ্যানের কাছেও। তারা সময়ে অসময়ে হাল নাগাদ কিছু তথ্য দিয়ে বইটিকে সমৃদ্ধ করেছেন, তাদের বেশকিছু গাছপালার ছবি তোলার কাজে ব্যবহার করতে দিয়েছেন। ধন্যবাদ সেজন্য।
এ বইটি প্রথম প্রকাশিত হয়েছিল আজ থেকে উনিশ বছর আগে। অনেক আগেই বইটির সব কপি ফুরিয়ে গেছে। তবু আলসেমিতে আর এর দ্বিতীয় প্রকাশ করা সম্ভব হয়নি। পূর্বেও বইয়ের লেখাগুলোকে সম্পাদনা করে পরিমার্জন করা হয়েছে, কিছু লেখা বাদ দেওয়া হয়েছে, আবার কিছু লেখা ও ছবি নতুন করে যোগ করা হয়েছে। এতে বইয়ের কলেবর কিছুটা বেড়েছে। অবশেষে প্রান্ত প্রকাশনীর সুযোগ্য প্রকাশক জনাব মোঃ আমিনুর রহমান বই প্রকাশনার এ দুর্দিনের মধ্যেও এ বইটি প্রকাশ করার আগ্রহ দেখিয়েছেন। এজন্য তাঁর কাছে আমি কৃতজ্ঞ। এ বইয়ের লেখকদের মধ্যে দুজন লেখক ইতোমধ্যে প্রয়াত হয়েছেন। এ সংস্করণটি তাই তাঁদের দুজনের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হলো।
আশা করি ঘরোয়া বাগান যারা করতে চান, তাদের এ বইটির বিভিন্ন তথ্য ও প্রযুক্তি গার্ডেনিংয়ে যথেষ্ট কাজে লাগবে। যদি সত্যিই আপনি আপনার বাড়িতে ঘরোয়া বাগানে কিছু গাছ লাগিয়ে তাতে ভালো ফুলফল ধরাতে পারেন তাহলে আমাদের সম্মিলিত প্রচেষ্টা সার্থক হবে। আপনার পরামর্শ থাকলে জানাতে ভুলবেন না।
Roof garden management methods
আমাদের ফেসবুক পেজ = Siraj Tech Facebook
ছাদ বাগান করার জন্য জিও ব্যাগের অর্ডার করতে = Geo Grow Bag
ছাদ বাগানের বিভিন্ন সরঞ্জাম। 👉 HIGH QUALITY GARDENING TOOLS
গাছের জন্য বিভিন্ন জৈব কীটনাশক। 👉 ORGANIC FERTILIZERS AND PESTICIDES
Reviews
There are no reviews yet.