ভূমিকা
নগরায়নের ফলে দিন দিন গ্রাম শহরে পরিণত হচ্ছে এবং পাকা ভবনের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এতে করে আমাদের কৃষি জমির পরিমাণ ক্রমশ কমছে। তাই কৃষিকে একটু বেশি জায়গা করে দেওয়ার জন্য ছাদ বাগান একটি উত্তম মাধ্যম। ছাদ বাগান বিষয়টি আমাদের জন্য নতুন হলেও, নগর সভ্যতা বিকাশে এটির ইতিহাস অতীব প্রাচীন। প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার জিগুরাটস থেকে শুরু করে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান এবং বর্তমানের অত্যাধুনিক ছাদ বাগান এখন নগর সভ্যতা বিকাশের ধারায় যুক্ত হয়েছে। এক সময় ছাদ বাগান করা হতো সৌন্দর্য বৃদ্ধির জন্য। কিন্তু বর্তমানে পরিবেশ বিপর্যয়ের প্রেক্ষাপটে ছাদ বাগান এখন নগরের মানুষের স্বাস্থ্য ও জীবন ধারণের অনুষঙ্গ হিসাবে বিবেচিত হচ্ছে। বিশ্বের অনেক দেশ ছাদ কৃষির মাধ্যমে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনতে সক্ষম হয়েছে। বাংলাদেশেও আধুনিক প্রযুক্তির মাধ্যমে ছাদ বাগান করে ফসলের উৎপাদন বৃদ্ধি, গ্রীনহাউজ প্রতিক্রিয়া কমানো ও নগর পরিবেশ এর উন্নয়ন করা সম্ভব।
ছাদের ওপর ফল, ফুল, সবজি অথবা অন্য যে-কোনো গাছ দিয়ে তৈরি বাগানকে ছাদ বাগান বলে। বর্তমানে বাংলাদেশে ছাদ বাগান দিন দিন জনপ্রিয় হচ্ছে। আর কোভিড-১৯ পরিস্থিতিতে এটি নগরবাসীর জন্য একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। মানুষ কাজের পর বেশির ভাগ সময় ঘরে কাটাচ্ছে। তারা বাসার ছাদে বা বেলকনিতে বিভিন্ন ধরনের ফল, ফুল ও সবজির বাগান করছে। শখ করে আমাদের দেশে ছাদ বাগান করার প্রথা শুরু হলেও এখন রীতিমতো অর্থনৈতিক খাত হিসেবে চিহ্নিত। অনেকেই আছে বাড়ির ছাদে বাগান করে পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে। কিন্তু সামান্য আন্তরিকতা ও সুষ্ঠু পরিকল্পনার অভাবে এই প্রতিশ্রুতিশীল দিকটাকে অনেক দূর নিয়ে যাওয়া যাচ্ছে না। সঠিক ব্যবস্থাপনা পদ্ধতি অবলম্বন করলে এই দিকটাকে দেশের উন্নয়নের অংশীদার করা যাবে। ছাদে বাগান করলে, ছাদের সৌন্দর্য যেমন বাড়ে, সেই সাথে পরিবারের ফুল, ফল ও শাকসবজির চাহিদা যথাযথভাবে মেটানো যায়। শুধু কি তাই? পরিকল্পিতভাবে ছাদ বাগান করে বাড়তি আয়ও করা যায়। সর্বোপরি ছাদ বাগানে পরিবারের বয়স্ক সদস্যরা ভালো সময় কাটাতে পারেন এবং সময়ের সদ্ব্যবহার করতে পারেন। ছাদ বাগানের উপর ‘ছাদ বাগানের ব্যবস্থাপনা পদ্ধতি’ নামক পুস্তকটি ছাদবাগান প্রেমী সকল শ্রেণি-পেশার মানুষের উপকারে আসবে। নগরবাসীর চাহিদা অনুভব করে আলোচ্য গবেষণাধর্মী বইটি নগরবাসী ও কৃষিপ্রেমী সকল মানুষ উপকৃত হবে। এই বইয়ে ছাদবাগানের ব্যবস্থাপনা পদ্ধতি অনুসরণ করে ফল, ফুল, সবজি ও মসলা জাতীয় ৪১টি ফসলের উৎপাদন প্রযুক্তি তুলে ধরা হয়েছে। আশা করি কৃষি ও ছাদবাগান প্রেমীরা এই পদ্ধতি ব্যবহার করে সুফল পাবেন। গবেষকরাও পাবেন গবেষণার নতুন এক দিগন্ত।
কৃষিভিত্তিক আমাদের এই দেশে বাংলা ভাষায় রচিত ছাদবাগান বিষয়ক বইয়ের প্রকাশ ও প্রাপ্যতা বেশ কম। তাই ছাদবাগানের ব্যবহার উপযোগী ফসলের ফলন বাড়ানোর উদ্দেশ্যে ছাদবাগান প্রেমী মানুষের ব্যবহারের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। দীর্ঘ সাত বছর ধরে ছাদবাগান বিষয়ে গবেষণার দিকনির্দেশনা ও উৎসাহ প্রদানের জন্য মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর এর সাবেক ও বর্তমান বিজ্ঞানীগণ : ড. রওশান আরা বেগম, ড. আজিজুল হক, ড. সোহেলা আক্তার, ড. হাবিব মোহাম্মদ নাসের, ড. রনজিৎ সেন, ড. মুহাম্মদ মাসুদুজ্জামান মাসুদ, ড. মোছা, রোকেয়া খাতুন, ড. মোছা, মারুফা সুলতানা ও ইবনে সালেহ মো. ফরহাদ এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়-গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পিআইইউ-বিএআরসি এনএটিপি-২ এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুরকে আমার গবেষণায় আর্থিক সহায়তা প্রদানের জন্য। আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মৃত্তিকা বিজ্ঞান বিভাগ বিএআরআই, গাজীপুরের সকল সদস্যকে আমার গবেষণা কাজে সার্বিকভাবে সহায়তা প্রদানের জন্য। বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার সহধর্মিণী কৃষিবিদ স্বর্ণা সোম-কে গবেষণা ও বইটি লেখায় সহযোগিতা করার জন্য।
সূচিপত্র
- ছাদ বাগানের অতীত ও বর্তমান ১১
- ছাদ বাগান উপযোগী গাছ ১৪
- উপযোগী পাত্র ১৫
- ছাদ বাগানের উপযোগী জাত ১৫
- ছবিতে ছাদ বাগান ১৭
- ছাদ ভালো রাখার উপায় ৩৪
- ছাদে ভার্মিকম্পোস্ট তৈরির পদ্ধতি ৩৫
- ছাদে কিচেন ওয়েস্ট কম্পোস্ট তৈরির পদ্ধতি ৩৫
- সেচ ব্যবস্থাপনা ৩৬
- ছাদ বাগান উপযোগী ফল গাছের উৎপাদন প্রযুক্তি (ড্রাগন ফল, লেবু, আম
- আমড়া, স্ট্রবেরি ইত্যাদি ১৪টি ফলের উৎপাদন পদ্ধতি ৩৬
- রোগ, পোকার আক্রমণ ও দমন ৪০
- ছাদবাগান উপযোগী শাকসবজির উৎপাদন প্রযুক্তি (বছর ব্যাপী একই পাত্রে ৭ ফসল উৎপাদন প্রযুক্তি, সারা বছর একই পাত্রে ৪টি লতানো ফসল
- উৎপাদন প্রযুক্তি এবং টমেটো, বেগুন, শাল গম, শিম, ব্রোকলি, ফুলকপি
- ইত্যাদি ১৯টি সবজির উৎপাদন পদ্ধতি) ৬০
- ছাদ বাগান উপযোগী বিভিন্ন ফুলের উৎপাদন পদ্ধতি (গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস ইত্যাদি ৬টি ফুলের) ৮৪
- ছাদ বাগান উপযোগী বিভিন্ন মসলার উৎপাদন পদ্ধতি (মরিচ, ধনিয়া,
- আলুবোখারা ইত্যাদি) ৯১
- ছাদ বাগানের কিছু জরুরি টিপস ৯৫
আমাদের ফেসবুক পেজ 👉 Siraj Tech Facebook
ছাদ বাগান করার জন্য জিও ব্যাগের অর্ডার করতে 👉 Geo Grow Bag
ছাদ বাগানের বিভিন্ন সরঞ্জাম। 👉 HIGH QUALITY GARDENING TOOLS
গাছের জন্য বিভিন্ন জৈব কীটনাশক। 👉 ORGANIC FERTILIZERS AND PESTICIDES
Reviews
There are no reviews yet.