প্রাককথন
অতিমাত্রিক ঘনবসতিপূর্ণ আমাদের প্রিয় দেশ বাংলাদেশ। এর মধ্যে জনবসতির শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। অন্যান্য শহরের অবস্থাও যে খুব ভালো সেটা বলা যাবে না। রাজধানী ও শহরমুখী মানুষের স্রোত দিনদিন বেড়েই চলেছে। ফলে নষ্ট হচ্ছে পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য; বসবাসের অযোগ্য হয়ে উঠেছে রাজধানীসহ অন্যান্য শহরও। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে উঠছে নগরবাসীর জীবন। বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। এক পরিসংখ্যান বলছে, গড়ে একটা বড় শহরের প্রায় ৬০ শতাংশ জায়গা দখল করে আছে ফাঁকা ছাদ, যা তাপমাত্রা বৃদ্ধি নিয়ন্ত্রণে বেশ সহায়ক হতে পারে, যদি সেখানে পরিকল্পিতভাবে ছাদ বাগান করা যায়। এমন পরিস্থিতিতে রাজধানী ঢাকাসহ অন্যান্য জেলা উপজেলা শহরকে পরিবেশবান্ধব বসবাসের উপযোগী করতে হলে ছাদে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। যেহেতু আমাদের সমতল ভূমিতে গাছ লাগানোর জায়গার বড্ড অভাব, সেহেতু বাড়ির ছাদে কিংবা ব্যালকনিতে সুষ্ঠুভাবে বাগান করা হলে তাপমাত্রা অনেকাংশেই কমানো সম্ভব বলে মনে করেন কৃষি ও পরিবেশ বিশেষজ্ঞরা। তাঁদের ভাষ্যানুসারে যদি শহরের সব ছাদে পরিকল্পিতভাবে বাগান করা হয়, তাহলে সেই শহরের তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমানো সম্ভব। আমরা এটাও জানি ঢাকা শহরের প্রায় ৭০ শতাংশ আবাসিক ও বাণিজ্যিক এলাকা, যা এই নগরীর তাপমাত্রা বৃদ্ধিতে অনেকাংশে দায়ী।
এক সমীক্ষায় দেখা যায়, ঢাকা শহরের প্রায় ৬০ শতাংশ জায়গায় কংক্রিটের কাঠামো আছে, যা মূলত শহরের তাপমাত্রা বৃদ্ধি করছে। অধিক জনসংখ্যা, অতিরিক্ত নগরায়ণ, যানবাহন, জলাধার ও গাছপালা কমে যাওয়ার কারণে ঢাকার পরিবেশ দূষণ বিশ্বের অন্যান্য বড় শহরের তুলনায় অনেক বেশি। ১৯৮৯ সালে ঢাকা শহরে গাছপালার পরিমাণ ছিল ২৬.৬৮%, যা ধীরে ধীরে কমে ১৯৯৯ ও ২০০৯ সালে যথাক্রমে ১৫.৯৩% ও ৮.৫৩%-এ নেমে এসেছে। অন্যদিকে ১৯৮৯ সালে ঢাকা শহরের বাৎসরিক গড় তাপমাত্রা ছিল ১৮-২৪ ডিগ্রি সেলসিয়াস, যা ২০০৯ সালে বেড়ে হয়েছে ২৪-৩০ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে সেটা যে আরো ভয়াবহ তা বেশ অনুমান করা যায়। অন্যান্য শহরের অবস্থাও যে এটার সমার্থক, সেটা বললে নিশ্চয় অত্যুক্তি হবে না।
ঢাকাসহ অন্যান্য বড় শহরে মাটির অস্তিত্ব দিনদিন কমে আসছে। হারিয়ে যাচ্ছে খোলামেলা জায়গা। আবাসিক ও বাণিজ্যিক ভবনে ছেয়ে যাচ্ছে গোটা শহর। ইট- কাঠের বদলে দ্রুতই বৃদ্ধি পাচ্ছে ইস্পাতের কাঠামো ও কাচে মোড়ানো বহুতল ভবন। কাচে মোড়ানো দরজা-জানালায় ও বাণিজ্যিক ভবনের টেকসই স্থাপনার জন্য ব্যবহার করা হচ্ছে হালকা, কিন্তু শক্তিশালী ধাতব পাত, ফাইবার ও গ্লাস। এতে তাপমাত্রা আরো বেড়ে যাচ্ছে, কারণ সূর্য থেকে তাপ ও আলো ধাতব ও কাচের কাঠামোর একটিতে পড়ে অপরটিতে প্রতিফলিত হয়। বারংবার প্রতিফলনের কারণে কিছু নির্দিষ্ট এলাকার তাপমাত্রা আশেপাশের এলাকার তুলনায় বেড়ে যায় এবং শহরজুড়ে তৈরি হয় অসংখ্য হিট আইল্যান্ড বা তাপ দ্বীপ।
সূচিপত্র
আমাদের ফেসবুক পেজ = Siraj Tech Facebook
ছাদ বাগান করার জন্য জিও ব্যাগের অর্ডার করতে = Geo Grow Bag
ছাদ বাগানের বিভিন্ন সরঞ্জাম। 👉 HIGH QUALITY GARDENING TOOLS
গাছের জন্য বিভিন্ন জৈব কীটনাশক। 👉 ORGANIC FERTILIZERS AND PESTICIDES
Reviews
There are no reviews yet.