প্রাককথন ও দায়মুক্তি
মানুষ বাঁচে আশায়, মানুষ বাঁচে ভালোবাসায়। জীবনটা খুব ছোট, তাই মানুষকে এই স্বল্প সময়ের জীবনে অনেক কিছু করে যেতে হয়। একটা মানব শিশু ভূমিষ্ঠ হওয়ার পর হতে শৈশব কৈশোর পেরিয়ে পরিণত বয়সে উপনীত হয়। একটু একটু করে জীবনকে বুঝতে শিখে নেয়। সোনার চামচ মুখে নিয়ে, সাধারণভাবে, অনাদার, অবহেলা ও বাপে তাড়ানো, মায়ে খেদানো নানান অবস্থার মাঝ দিয়ে একজন মানব সন্তান বেড়ে ওঠে। জীবন কখনো সরলপথে চলে না। পরিণত বয়সে পেশা হিসেবে কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ হয় ভবঘুরে, মুচি, মেথর, মুটে, মুজুর, কামার, কুমোর, জেলে হরেক রকমের মানুষ নিয়েই আমাদের এই পরিবার, সমাজ, রাষ্ট্র এবং মহারাষ্ট্র। জন্মের পরে একজন মানব শিশু জানতে পারে না ভবিষ্যতে তারা কে কী হবে? এটা অনেকটা নিয়তির হাতেই বন্দি। মানুষ চেষ্টা করলে হয়তো খানিকটা তার ভাগ্যকে বদলে নিতে পারে, তবে বড় ধরনের কোনো পরিবর্তন নিজের চেষ্টা দ্বারা আনয়ন সম্ভব নয়। বাবা-মা তার সন্তানকে যেভাবেই প্রতিষ্ঠিত করতে চান না কেন, বাস্তবে কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ আবার একেকজন উদ্যোক্তা হয়ে অন্য অনেক মানুষকে চাকরি দেয়, কেউ দেশের গণ্ডি পেরিয়ে বিদেশ পাড়ি জমায়। কেউ অনেক বেশি পড়ালেখা জানে, কেউ খুবই কম পড়ালেখা জানে। এতকিছুর পরেও সবাই কিন্তু তাদের ভবিষ্যৎ জীবনকে নিয়ে একটা স্বপ্ন দেখে। এসব নানাবিধ বিষয়কে মাথায় রেখে ‘কর্ম-উদ্যোগ কৃষি উদ্যোক্তা’ শিরোনামের এই বইখানি প্রণয়ন করা হয়েছে। বইটিতে তিনটি ভিন্ন বিষয়কে খুব বেশি গুরুত্ব সহকারে আলোচনা করা হয়েছে।
প্রথমত: উচ্চ, মধ্যম এবং নিম্ন ঘরানোর সফল মানুষদের জীবনের সফলতার গল্পগাথা তুলে ধরা হয়েছে, যেটি সব ধরনের মানুষকে জীবনে সফল হতে সহায়তা ও অনুপ্রাণিত করবে।
দ্বিতীয়ত: কম, মাঝামাঝি, বেশি শিক্ষা ও যোগ্যতা নিয়েও যেন একজন মানুষ চাকরি, ব্যবসা কিংবা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখতে পারে, সে বিষয়গুলো এই পুস্তকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে কেউ যদি বিদেশ গমন করে নিজে সাফল্য পেতে চায়, তাদের ব্যাপারেও কিছু সুপরামর্শ দেওয়া হয়েছে।
তৃতীয়ত: কৃষি পেশাতে কোনো ব্যক্তি কীভাবে নিজেকে একজন লাভজনক ও সফল কৃষি উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন তার একটা রূপরেখা এবং ক্ষেত্র বর্ণনা করা হয়েছে। কৃষিবিদ, ডিপ্লোমা কৃষিবিদ বা সাধারণ শিক্ষায় শিক্ষিত একজন মানুষও যেন কৃষি উদ্যোক্তা হতে পারেন, সেটার একটা বিশ্লেষণমূলক রূপায়ণ করা
হয়েছে। বইটির তৃতীয় পর্বে, বর্তমান সময়ের প্রেক্ষিতে লাভজনক কৃষি উদ্যোক্তর হওয়ার বিষয় ও ক্ষেত্রগুলো সম্পর্কে বিশেষ ও বিশদভাবে আলোচনা করা হয়েছে।
জীবনে উন্নতি লাভ বা সফল উদ্যোক্তা হওয়ার অনেক চটকদার পুস্তক বাজারে পাওয়া যায়; কিন্তু আমি এই পুস্তকে নিজের বয়স এবং চাকরিজনিত অভিজ্ঞতাকে পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করেছি। ফলে আমি মনে করি কর্ম প্রত্যাশী সকল শ্রেণি-পেশার মানুষদের জন্য এই বইটি একখানি সুখপাঠ্য হিসেবে বিবেচিত হবে।
এই পুস্তকের শেষাংশে এসে সাফল্যের তন্ত্রমন্ত্র শিরোনামে একটা অধ্যায় ছাত্র-জনতা সহ সকল শ্রেণি-পেশার মানুষের জীবনে সফলতা লাভের কিছু উপায় বর্ণনা করা হয়েছে। আশা করি সেটা ভালো লাগবে।
এই পুস্তকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সহ বেশকিছু বরেণ্য সফল এবং প্রাতঃস্মরণীয় উদ্যোক্তাদের জীবন ও কর্মকাণ্ডের সাফল্যগাথা অনলাইন থেকে দ্বৈবচয়নের ভিত্তিতে তুলে ধরা হয়েছে, আবার কিছু সাধারণ মানুষের বক্তব্য ও সফলতা এখানে তুলে এনেছি তাদের সাথে ব্যক্তিগত আলাপচারিতার প্রেক্ষিতে। এসব ব্যক্তিবর্গের রাজনৈতিক দর্শন বা তাদের ব্যাপারে কারোর কোনো বিরোধ বা পছন্দ অপছন্দের বিষয়টি থাকতেই পারে। তবে আমি এখানে সেটিকে বিবেচনা না করে তাঁদের কৃতিত্বের কথাই শুধু তুলে ধরেছি। তবে ইতিবাচক বৈ কারোর কোনো নেতিবাচক দিক এখানে আলোচিত হয়নি। তাই এ ব্যাপারে আমার এই লেখা কারো মনঃকষ্টের কারণ হলে সবিনয়ে ক্ষমা চাইছি। সর্বোপরি অত্র পুস্তকে বর্ণিত যেকোনো তথ্যমালার ব্যাপারে কারোর কোনো আপত্তি থাকলে সেটা পরবর্তী সংস্করণে অবশ্যই শুধরে দেবার আর্জি রাখছি।
এই পুস্তক লেখাতে প্রান্ত প্রকাশন-এর স্বত্বাধিকারী মো: আমিনুর রহমান সহ আমার নিকটাত্মীয়, দূরাত্মীয়, বন্ধু-বান্ধব, স্বজন শুভার্থী যাঁরা আমাকে নিরন্তর উৎসাহিত, অনুপ্রাণিত ও পরামর্শ প্রদান করেছন, তাঁদের সবার প্রতি সবিশেষ কৃতজ্ঞ। নিকট ভবিষ্যতে যারা এই পুস্তকটি পড়ে খানিকটা হলেও উপকৃত হবেন, তাদেরকে আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আমাদের ফেসবুক পেজ = Siraj Tech Facebook
ছাদ বাগান করার জন্য জিও ব্যাগের অর্ডার করতে = Geo Grow Bag
ছাদ বাগানের বিভিন্ন সরঞ্জাম। 👉 HIGH QUALITY GARDENING TOOLS
গাছের জন্য বিভিন্ন জৈব কীটনাশক। 👉 ORGANIC FERTILIZERS AND PESTICIDES
Reviews
There are no reviews yet.