Repair treatment floors and tiles – মেঝে টাইলস মেরামত ও চিকিৎসা
Repair and treatment of floors and tiles – মেঝে ও প্রাচীরের টাইলস বাড়ির সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি দীর্ঘস্থায়ী হওয়ার জন্য পরিচিত। তবে সময়ের সাথে সাথে টাইলসে নানা ধরনের ক্ষতি হতে পারে। যেমন- ফাটল, ছেঁড়া, দাগ, পানি ঢুকে যাওয়া ইত্যাদি। এই ধরনের সমস্যাগুলো নিজেই মেরামত করা সম্ভব। আবার কিছু ক্ষেত্রে পেশাদারের সাহায্য নেওয়াও জরুরী হতে পারে। কী কারণে টাইলস নষ্ট হয়? পানি টাইলসের জন্য সবচেয়ে বড় শত্রু। পানি ঢুকে গেলে টাইলস ফুলে উঠতে পারে, ফাটল ধরতে পারে বা ছিঁড়ে যেতে পারে। রাসায়নিক পদার্থ। কিছু রাসায়নিক পদার্থ টাইলসের উপর দাগ লাগাতে পারে বা এর চকচকে ভাব নষ্ট করে দিতে পারে। ঘর্ষণ। বারবার ঘর্ষণের ফলে টাইলসের উপরিভাগ ক্ষতিগ্রস্ত হতে পারে।