Roof gardens in the country – ছাদ বাগান দেশে দেশে।

Roof gardens in the country

 ছাদ বাগানের ইতিহাস অনেক পুরানা। ইতিহাসের ঠিকুজি বিশ্লেষণে জানা যায়, খ্রিষ্টের জন্মেরও পূর্বে মেসোপটেমিয়া ও পারস্যের জুকুরাক নামীয় পিরামিড আকৃতির উঁচু পাথরের স্থাপনায় বাগান ও ছোট গাছ লাগানোর জন্য স্থান নির্ধারণ করার নিদর্শন পাওয়া যায়।

প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার জিগুরাটগুলো ৪০০০ খ্রিষ্টপূর্ব অব্দে নির্মাণ করা হয়েছিল বলে জানা যায়। তখনকার মানুষ সেগুলোর ওপরে গাছ লাগিয়ে পরিবেশকে শীতল রাখতেন। তাদের ধারণা ছিল এটি হলো স্বর্গীয়/বেহেশতী পরিবেশ এবং এখানে বসবাস করতে পারলে তাঁরা ঈশ্বরের নৈকট্য লাভ করতে পারবেন। এই জিগুরাটসগুলোই ছাদ বাগানের আদি নিদর্শন বলে ধারণা করা হয়।

ভূতাত্ত্বিক গবেষণা থেকে জানা যায়, ১৭৪৯ খ্রিষ্টাব্দে পম্পেই নগরী ছাদ বাগানের একটা অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছিল। পম্পেই নগরীর কাছেই প্রাচীন সভ্যতার নিদর্শন রোমান ভিলায় মাত্র একটিই নির্দিষ্ট ছাদ তৈরিই করা হয়েছিল বাগান করার জন্য।

এগারো শতকের পুরোনো কায়রো শহরে বহুতল ভবন নির্মাণ হয় যার কোনোটি কোনোটি ছিল চৌদ্দতলা পর্যন্ত বিস্তৃত। এ ভবনগুলোর সবগুলোর ছাদেই বাগান স্থাপন করা হয়েছিল সৌন্দর্যের অংশ হিসেবে। সেখানে সেচ দেওয়ার জন্য প্রাণী শক্তির সাহায্যে চাকা ঘুরিয়ে পুলি দিয়ে নিচ থেকে ওপরে পানি তোলা হতো। ব্যাবিলনের শূন্য উদ্যান বা ঝুলন্ত বাগানের কথা আমরা কমবেশি সবাই জানি। এক সময় বিশ্বের সপ্তমাশ্চর্যের এক বিস্ময় ছিল এই ব্যাবিলনের শূন্য উদ্যান। (ইংরেজি: Hanging Gardens of Babylon)

ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে খ্রিষ্টপূর্ব ৬০০ অব্দে নির্মিত হয়। সম্রাট নেবুচাদনেজার সম্রাজ্ঞীর প্রেরণায় এটি নির্মাণ করেন। প্রথমে নির্মাণ করা হয় বিশাল এক ভিত, যার আয়তন ছিল ৮০০ বর্গফুট। ভিতটিকে স্থাপন করা হয় তৎকালীন সম্রাটের খাস উপাসনালয়ের সুবিস্তৃত ছাদে। ভিত্তি স্থাপন করার পর মাটি থেকে এর উচ্চতা দাঁড়িয়েছিল ৮০ ফুট। এই ভিত্তির ওপরেই নির্মিত হয়েছিল বিশ্বের সর্ববৃহৎ এবং বিস্ময়কর পুষ্পবাগ। ৪০০০ শ্রমিক রাতদিন পরিশ্রম করে তৈরি করেছিল এই বাগান।

বাগান পরিচর্যার কাজে নিয়োজিত ছিল ১০৫০ জন মালি। ৫ থেকে ৬ হাজার প্রকার ফুলের চারা রোপণ করা হয়েছিল এই ঝুলন্ত বাগানে। ৮০ ফুট উঁচুতে অবস্থিত বাগানের সুউচ্চ ধাপগুলোতে নদী থেকে পানি উঠানো হতো মোটা প্যাঁচানো নলের সাহায্যে।

৫১৪ খ্রিষ্টাব্দে পার্শ্ববর্তী পারস্য রাজ্যের সাথে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে এই সুন্দর উদ্যানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। ব্যাবিলনের শূন্য উদ্যানের এখন অস্তিত্ব না থাকলেও বর্তমানে ইরাকের মসুল শহরের কাছেই আরেক ঝুলন্ত উদ্যানের নিদর্শন পাওয়া যায়। রেনেসাঁর অভ্যুদয়ের সময়ে ছাদ বাগান উচ্চবৃত্ত, মধ্যবৃত্ত সবার মধ্যেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল বলে জানা যায়।

ইংরেজিতে লেখা রোনাল্ড স্টিফটার ছাদ বাগানের ওপরে লেখা প্রথম বই ‘Roof Garden’ বিশ্বব্যাপী ব্যাপক সাড়া পড়েছিল। বিশ্বব্যাপী নগরায়ণ বাড়ছে। ফলে শহুরে কৃষি নামক এক নতুন শব্দ আমাদের শব্দ ভান্ডারে যুক্ত হচ্ছে। এ কৃষির শুরুটা শৌখিন। ব্যাপক বাণিজ্যিক উৎপাদন অধিকাংশ ক্ষেত্রেই সম্ভব না হলেও ধীরে ধীরে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণে এ খাত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

কেবল বাংলাদেশেই নয়। বিশ্বের দেশে দেশে এর গুরুত্ব দিনদিন বাড়ছে। বিশ্বের অনেক দেশ রয়েছে যেখানে পরিকল্পিত ছাদ বাগান করাকে রীতিমতো উৎসাহিত করা হয়ে থাকে এবং কোনো কোনো দেশে ছাদ বাগান করাকে বাধ্যতামূলক করা হয়েছে। উন্নত বিশ্ব যেটা আজকে করে আমরা সেটা করি বেশ পরে। তাই আমাদেরও সময় এসেছে এ ব্যাপারে সরকারি কঠোর সিদ্ধান্ত গ্রহণের। শহরাঞ্চলে ফুল, ফল ও সবজির পারিবারিক বাগান এখন আর কেবলই শৌখিনতা বা পারিবারিক প্রয়ো

আমাদের ফেসবুক পেজ = Siraj Tech Facebook

গাছের জন্য বিভিন্ন জৈব কীটনাশক। 👉 Organic Fertilizers and Pesticides

ছাদ বাগান করার জন্য জিও ব্যাগের অর্ডার করতে 👉 Geo Grow Bag

দেশি ও বিদেশি বিভিন্ন ধরনের সুন্দর সব ফল ও শাক-সব্জির বীজ পাবেন আমাদের কাছে। 👉 High Quality Gardening Seeds

ছাদ বাগানের বিভিন্ন সরঞ্জাম। 👉 High Quality Gardening Tools

নদী ও পুকুরের পাড় ভাঙ্গন রোধে জিও ব্যাগ ও জিও রোল। 👉Geobag Geotube and Geosheet

Our Product Categories

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *