ছাদে সেচ ব্যবস্থাপনা
ছাদে সাধারণত পাইপ বা ক্যানের সাহায্যে পানি দেওয়া হয়। তবে ড্রিপ ইরিগেশন পদ্ধতিতে পানি দিলে ৩০–৫০ ভাগ পানির অপচয় রোধ করা যায়। সিপ হোসেস পদ্ধতিতে পানি দিলে শ্রমিক খরচ বাঁচানো যায়। আবার বৃষ্টির পানি সংগ্রহ করেও ছাদ বাগানে পানি দেওয়া যেতে পারে।


ছাদ বাগানের জন্য জিও ব্যাগ নিতে – Geo Pot
আমাদের ফেসবুক পেজ – siraj Tech Facebook