ছাদ ভালো রাখার উপায় – Roof Protection
Roof Protection এর জন্যে তিনটি ইট বা লোহার ৬ ইঞ্চি উঁচু ফ্রেমে জিও ব্যাগ / ড্রাম / টব / বাক্স বসিয়ে তারপর গাছ লাগাতে হবে। এতে করে ছাদ ড্যাম্প হবে না।(ছাদে গাছ লাগানোর জন্য জিও ব্যাগ সব থেকে উপকারী)।
ছাদ বাগানের জন্য ছাদের পরিচর্যা:
ছাদ ভালো রাখার প্রধান উপায় হচ্ছে কোথাও কোন অবস্থাতে জল জমতে দেয়া যাবে না, সত্যি বলতে ছাদ বাগানের পরিকল্পনা বাড়ি করার সময়েই করে ফেলা উচিৎ।
পানি নিস্কাসনের ব্যাবস্থা:
ছাদের পানি নিস্কাসন ব্যবস্থাটি একেবারে ত্রুটি মুক্ত হতে হবে। খেয়াল করলে দেখবে্ন যে বৃষ্টি হলেই ছাদের বিভিন্ন অংশে পানি জমে যাচ্ছে কারন ছাদের ঢালটি পানি নিস্কাসি ফাইপের দিকে ভালভাবে ঢালাও হয় নি। এমনটি হলে ছাদের জন্যে খুবই বিপদ জনক হবে ছাদ বাগান করা। ছাদে কোন অবস্থাতে ময়লা আবর্জনা জমতে দেয়া যাবে না, নিয়মিত পরিস্কার করতে হবে। মাটি বা ময়লা জমে থাকলে তা পানি ধরে রাখবে যা দ্বারা ছাদ নষ্ট হবে।
জল ছাদ তৈরি করা: Roof care
এরপর আরো যেটি করা যেতে পারে তা হলো জল ছাদ তৈরি করে নেওয়া, অর্থাৎ মুল ছাদের উপর বালি, সিমেন্ট ও ছোট পাথর দিয়ে আরেকটি কমপক্ষে ১ ইঞ্চি পুরু আস্তরণ দিতে হবে। তার উপর সিমেন্টের প্রলেপ দিতে হবে। এতে ছাদের ক্ষতির সম্ভাবনা অনেক টাই কমে যাবে।
Roof Protection
আবার Roof protection এর জন্যে আরো যা করা যেতে পারে তা হলো টবের অথবা জিও ব্যাগের নিচে MS pipe অথবা MS rod এর স্ট্যান্ড দিতে পারেন, এতে করে গাছে পানি দিলে তা নিচে আর জমে থাকবে না, শুখিয়ে যাবে। প্রত্যেক টি গাছের জন্যে বিভিন্ন সাইজের (ডায়া ৯”/১২”/১৫”/১৯”/২২”/২৫”/২৮”/৩৭”) Round Plant Stand পেয়ে যাবেন আমাদের কাছে, যা আমরা ২ টি কালারের দিয়ে থাকি, সাধা এবং কালো। যা আপনি আমাদের ফেইসবুকে মেসেজ দিয়ে অর্ডার করতে পারেন। এই স্ট্যান্ড ব্যবহারের মাধ্যমে আপনি আপানার ছাদ কে শুরক্ষিত রাখতে পারবেন। এই স্ট্যান্ড গুলো বেশি উচু বা নিচু হলে সমস্যা আছে, উচু হলে দেখতে বাজে লাগবে আর নিচু হলে পরিস্কার করতে অসুবিধা হবে এবং নিচে পরিস্কার করতে অসুবিধা হবে।
সার ব্যবস্থাপনা: জিও ব্যাগ বা টবের গাছের খাদ্য ও পুষ্টি চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় সার মেশাতে হবে। মাটির সাথে ভার্মিকম্পোস্ট / কম্পোস্ট / গোবর ও পরিমাণমতো রাসায়নিক সার মিশিয়ে জিও ব্যাগ বা টবে গাছ লাগাতে হবে। ১:১ অনুপাতে মাটি ও জৈবসারের মিশ্রণ তৈরি করে জিও ব্যাগ বা টবে চারা লাগালে ভালো ফলন পাওয়া যায়। জিও ব্যাগ বা টবে জৈবসার হিসেবে ভার্মিকম্পোস্ট ব্যবহার করা উত্তম। কিন্তু কম্পোস্ট ব্যবহারেও ভালো ফলন আশা করা যায়। পরবর্তীতে ফসল অনুযায়ী রাসায়নিক ও জৈবসারের পরিমাণ বর্ণনা করা হবে।
আমাদের প্রোডাক্ট সমূহঃ
- গার্ডেনিং আইটেমঃ GARDENING ITEM
- হোম ডেকোর আইটেমঃ HOME DECOR ITEM
- জিও ব্যাগঃ Geobags
- জিও টেক্সটাইলঃ Geo Growing Bags