Rooftop Trees – ছাদ বাগানের জন্যে উপযোগী গাছ, জাত ও পাত্র

Rooftop Trees

ছাদ বাগানের উপযোগী গাছ,পাত্র ও জাত

যে সকল গাছ ছাদ বাগানের উপযোগী – Flower tree on Home Rooftop

  • ফল গাছ: আম, লেবু, মাল্টা, ড্রাগন ফল, পেয়ারা, আমড়া, কমলা, আঁশফল, কুল, স্ট্রবেরি, বাতাবি লেবু, ডালিম, অরবরই ইত্যাদি। Rooftop Trees.
  • শাকসবজি: লালশাক, ডাঁটাশাক, গিমাকলমি, পালংশাক, পুঁইশাক, চিনাশাক, বাটিশাক, পাটশাক, বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, লাউ, কুমড়া, করলা, ঝিঙা, চিচিঙ্গা, বরবটি, শিম ইত্যাদি।
  • ফুল গাছ: গোলাপ, রজনীগন্ধা, গ্লাডিওলাস, গাঁদা, জারবেরা, বাগান বিলাস, জিনিয়া, ক্যালেন্ডোলা, বেলি ইত্যাদি।
  • মসলা ফসল: ধনিয়া, বিলাতি ধনিয়া, চিভ, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, আলুবোখারা ইত্যাদি।
  • ঔষধি গাছ: তুলসী, অ্যালোভেরা, চিরতা, থানকুনি ইত্যাদি। flower tree on home rooftop.
  • সৌন্দর্যবর্ধক গাছ: মানি প্লান্ট, ক্যাকটাস, পাতাবাহার, পাম্প গাছ ইত্যাদি।
Rooftop Trees

ভালো ফলনের জন্যে ছাদ বাগানের উপযোগী পাত্র – Rooftop Trees 

উপযোগী পাত্র: সাধারণত মাটি, চিনামটি, জিও ব্যাগ, প্লাস্টিক টব, স্টিল, প্লাস্টিকের হাফ ড্রাম এবং কাঠ/প্লাস্টিক বাক্স, বিভিন্ন সাইজের বোতল এবং বিভিন্ন ধরনের বস্তা ব্যবহার করা হয়। তবে বর্তমানে জিও ব্যাগের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে, কারন এর স্থায়িত্তকাল অনেক (৬০০ জি,এস,এম কমপক্ষে ৫-১০ বছর) এবং এটি পরিবেশ বান্ধব।  

ছাদ বাগানের উপযোগী জাত

ফল গাছ 

  • আম: বারি আম-৩, বারি আম-৪ ও বারি আম-১১
  • পেয়ারা: বারি পেয়ারা-২ এবং বারি পেয়ারা-৪
  • পেঁপে: শাহী জাত।
  • ড্রাগন ফল: বারি ড্রাগন ফল-১
  • লেবু: সীডলেস জাত ও বারি কাগজী লেবু-১
  • কমলা: নাগা ও চাইনিজ জাত
  • মাল্টা: বারি মাল্টা-১

শাকসবজি

  • সরকারি গবেষণা প্রতিষ্ঠানের উদ্ভাবিত জাত এবং বিভিন্ন কোম্পানির ভালো মানের হাইব্রিড জাত।

ফুল গাছ

  • গোলাপ: হাইব্রিড জাত।
  • গাঁদা: হাইব্রিড ইনকা জাত।
  • জারবেরা: হাইব্রিড জাত।

সকল ফসলের ক্ষেত্রে ভালো মানের জাত ব্যবহার করতে হবে। পরবর্তীতে ছাদে উপযোগী জাতের উৎপাদন কৌশল নিয়ে আলোচনা করা হবে।

 

ছাদে কোন পাত্রে কোন ধরনের গাছ লাগাবেন?

  • বড় হাফ ড্রাম: বহুবর্ষজীবী গাছ যেমন- আম, পেয়ারা, জাম্বুরা, লেবু, মাল্টা, কমলা, ড্রাগন ফল, পেঁপে, গোলাপ ইত্যাদি।

 

আমাদের প্রোডাক্ট সমূহঃ

 

Facebook page: Siraj Tech

Rig Mart

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *