Rooftop Garden in Bangladesh | ছাদ বাগানের যত কথা

Rooftop Garden in Bangladesh

Rooftop Garden in Bangladesh । ছাদ বাগানের অতীত ও বর্তমান

বর্তমান কোভিড-১৯ পরিস্থিতির কারণে ছাদ বাগান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আমরা যতই বলি ছাদ বাগান বিষয়টি নতুন কিন্তু বিষয়টি সেই মেসোপটেমিয়া সভ্যতা থেকেই চলে এসেছে।

প্রাচীন মেসোপটেমিয়া সভ্যতার জিগুরাটসগুলো ৪০০০-৬০০ বি.সি. তৈরি হয়েছিল। তখনকার মানুষ সেগুলোর ওপর গাছ লাগিয়ে পরিবেশকে শীতল রাখত এবং তারা নিজেরাও বিশ্রাম নিত। তাদের ধারণা ছিল এই রকম পরিবেশ স্বর্গের মতো এবং এই পরিবেশে সময় কাটাতে পারলে তারা দ্রুত সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভ করতে পারবে। এই জিগুরাটসগুলোই মূলত ছাদ বাগানের প্রাচীন নিদর্শন। Rooftop Garden in Bangladesh. 

আবার বিশ্বের সপ্তম আশ্চর্যের ১টি ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান যা ৮০০- ৬০০ বি. সি. তে তৈরি হয়েছিল যা ছিল বিশ্বে সবচেয়ে পুরোনো সুন্দর ছাদ বাগান। ভূতাত্ত্বিক গবেষণায় দেখা যায় ১৭৪৯ সালে পম্পি নগরীতে ছাদ বাগান একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছিল। রেনেসাঁ পিরিয়ডে ছাদ বাগান উচ্চবিত্ত থেকে মধ্যবিত্ত পরিবারে ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছিল।

আর ছাদ বাগানের প্রথম বই “Roof Garden” ১৯৮৮ সালে প্রকাশিত হয়। বইটি রোনাল্ড স্টিফটার লিখেন। বর্তমান সময়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ছাদ বাগান নিয়ে কাজ করছে। বাংলাদেশের জাতীয় টিভিগুলোতে ছাদ বাগান নিয়ে বিভিন্ন সুন্দর ডকুমেন্টারি দেখানো হচ্ছে। তাই পরিশেষে বলা যাচ্ছে ছাদ বাগান নিয়ে অদূর ভবিষ্যতে ভালো কিছু আশা করা যায়।

ছাদ বাগানের প্রকারভেদ | Rooftop Garden in Bangladesh

ছাদ বাগান মূলত তিন প্রকারের হয়:

১। এক্সটেনসিভ (Extensive) ছাদ বাগান: এই প্রকার ছাদ বাগানে ০৬-১০ সে. মি. গভীরতার মাটির পাত্র বা জিও ব্যাগ হলেই চলে অর্থাৎ কম গভীরতার মাটির স্তর প্রয়োজন হয়। বাগান করতে খরচও খুব কম লাগে। সাধারণত হার্ব এবং ঘাস জাতীয় ফসল এই পদ্ধতিতে চাষ করা হয়।

২। সেমি-ইনটেনসিভ (Semi-Intensive) ছাদ বাগান: এই প্রকার ছাদ বাগানের মাটির স্তর ১২-২৫ সে. মি. এর গভীরতার হয় অর্থাৎ মধ্যম গভীরতার মাটির পাত্র বা জিও ব্যাগের প্রয়োজন হয়। সাধারণত শাকসবজি জাতীয় ফসলগুলো এই ধরনের বাগানে ফলানো যায়।

৩। ইনটেনসিভ (Intensive) ছাদ বাগান: এই প্রকার ছাদ বাগানে ২০-৪০ সে. মি. গভীরতার মাটির পাত্র বা জিও ব্যাগের প্রয়োজন হয় অর্থাৎ অধিক গভীরতার মাটির স্তর প্রয়োজন হয়। বাগান করতে খরচ একটু বেশি লাগে। সাধারণত বহুবর্ষজীবী ফল ও ফুলগাছগুলো এই পদ্ধতিতে চাষ করা হয়।

কেন ছাদ বাগান করব | Rooftop Garden Dhaka

  • পরিবেশে গ্রিন হাউজ গ্যাসের মাত্রা কমায়।
  • কৃষিকে একটু বেশি জায়গা করে দেয়।
  • নগরের সৌন্দর্য বৃদ্ধি করে।
  • নগরবাসীর খাদ্যের জোগান দেয়।
  • পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে।

ছাদ বাগান করতে কি কি বিষয় বিবেচনা করা দরকার?

  • ছাদের অবস্থা ভালো না খারাপ তা দেখা।
  • খরচ এর বিষয়ে বিবেচনা করা।
  • সেচ ব্যবস্থাপনা আছে কি না তা দেখা।
  • ভালো জাতের গাছ নির্বাচন করা।
  • ভালো মানের পটিং মিডিয়া তৈরি করা।
  • সঠিক পরিচর্যার উপায় জানা দরকার।

ছাদ বাগানের মাটি কেমন হওয়া উচিত?  

সাধারণত বেলে দো-আঁশ মাটি। যা ছাদ বাগান করার জন্য ভালো অথবা হালকা গড়নের মাটি ছাদ বাগান করার জন্য ব্যবহার করা যেতে পারে।

সংগৃহীতঃ ছাদ বাগান: কৃষির নতুন দিগন্ত ( কৃষিবিদ অলক বর্মণ )

আমাদের প্রোডাক্ট সমূহঃ

Facebook page: SirajTech

 

Rig Mart

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *