U Shaped 2 Story House Plans | দোতলা বাড়ির ডিজাইন | আধুনিক বাড়ির ডিজাইন
U shaped 2 story house plans – ৪ রুমের ইউ শেপ বাড়ি নির্মাণ করতে মাত্র ৪ শতাংশ ( ডেসিমাল) জমির দরকার। আর বাড়ির মোট আয়তন ১৭৫২ স্কয়ারফুট । এই প্লানে মোট ৪ টি বেড রুম, ৩ টি অ্যাটাস্ট বাথ রুম,ও ১টি কমন বাথরুম রাখা হয়েছে। এছাড়াও সুন্দর ১টি কিচেন, ১টি ডাইনিং, ও ১টি লিভিং রুম রয়েছে। বাড়িতে যেন আলো বাতাস প্রবেশ করতে পারে সে ব্যবস্থা করা হয়েছে । এই সুন্দর বাড়ির ডিজাইন সম্পর্কে আরো জানতে নিচের ভিডিটি দেখতে পারেন। ( Home – ৭৬)
সম্পুর্ণ ডিজাইন টি নিতে এখানে ক্লিক করুন = Click Here
Only 4 decimal of land is needed to build a 4 room U shape house. And the total area of the house is 1752 square feet. This plan has a total of 4 bed rooms, 3 attached bath rooms and 1 common bathroom. There are also beautiful 1 kitchen, 1 dining, and 1 living room. Arrangements have been made so that light and air can enter the house. Watch the video below to know more about this beautiful home design. (Home – 76)
U Shaped 2 Story বাড়িটিতে যা থাকছে :
বেড রুম : ৪টি (বেড রুমের আয়তন যথাক্রমে ৪টি ২১০ স্কয়ার ফুট )
টয়লেট: ৪টি (৪টি ৪৭.৫ স্কয়ার ফুট)
কিচেন রুম: ১টি (১১৯ স্কয়ার ফুট )
ডাইনিং – ড্রইং রুম: ১টি (৬৪৮ স্কয়ার ফুট )
টেরেসঃ ১ টি (৭৫০ স্কয়ার ফুট )
Whatever is in the house design of U shaped 2 story house:
Bedrooms: 4 (The size of the Bedroom is 210 square feet respectively )
Toilets: 4 ( 47.5 square feet )
Kitchen Room: 1 ( 119 square feet )
Dining – Drawing room: 1 ( 648 square feet )
Terrace : 1 (750 square feet )
এই U shaped 2 story house বাড়িটি নির্মাণ করতে আনুমানিক খরচ হবে = ৩৫ / ৩৮ লক্ষ টাকা।
The estimated cost to build this house will be = 35 / 38 lakh Taka
Approximate materials quantity of U-shaped 2-story house.
- Brick = 32,650 Pcs
- Rod = 8601 Kg
- Cement = 918 bags
- Sylhet Sand = 1408 cft
- Gathuni ( Local ) Sand = 1665 cft
- Bricks Chips = 2817 cft
- Industrial Profile Shed = 224 square feet
Approximate Cost of this house making:
Bricks-13tk/Pc = 424,450 TK
Rod-80tk/Kg = 688,080 TK
Cement-460tk/Pc = 422,280 TK
Sylhet Sand-70tk/Cft = 98,560 TK
Local Sand-50tk/Cft = 73,250 TK
Bricks chips-130tk/Cft = 366,210 TK
Rcc Labour Cost-400tk/Sft = 960,000 TK
Other Cost
There will be costs for doors = 84,000 TK
Costing for windows = 158,400 TK
plumbing and sanitary Materials and works Cost = 160,000 TK
Electrical Materials and works Cost = 96,000 TK
There will be a cost for the painting of the house = 80,000 TK
Total Cost = 36,47,950 TK
Per square feet cost = 1520 TK Only
বিস্তারিত হিসাব
ইটের সংখ্য = ৩২,৬৫০ টি।
প্রতিটি ইটের দাম ১৩ টাকা করে হলে।
মোট দাম হয় = ৪২৪,৪৫০/- টাকা।
রড লাগবে = ৮৬০১ কেজি।
প্রতি কেজি রডের দাম ৮০ টাকা করে হলে।
মোট দাম হয় = ৬৮৮,০৮০/- টাকা।
সিমেন্ট লাগবে = ৯১৮ ব্যাগ।
প্রতি ব্যাগ সিমেন্টের দাম ৫০০ টাকা হলে।
মোট দাম হয় = ৪৫৯,২৩৪/- টাকা।
ঢালায়ের বালি লাগবে = ১৪০৮ সি,এফ,টি।
প্রতি সি,এফ,টি বালির দাম = ৭০ টাকা হলে।
মোট দাম হয় = ৯৮,৫৬০/- টাকা।
সাদা (গাথুনি ও প্লাস্টার) বালি লাগবে = ১৪৬৫ সি,এফ,টি।
প্রতি সি,এফ,টি বালির দাম = ৫০ টাকা হলে।
মোট দাম হয় = ৭৩,২৫০/- টাকা।
ইটের খোয়া লাগবে = ২৮১৭ সি,এফ,টি।
প্রতি সি,এফ,টি খোয়ার দাম = ১৩০ টাকা হলে।
মোট দাম হয় = ৩৬৬,২১০/- টাকা।
রড মিস্ত্রি ও রাজ মিস্ত্রির গড় খরচ প্রতি স্কয়ার ফিট = ৪০০/ টাকা হলে।
২৪০০ স্কয়ার ফিটের খরচ হবে = ৯৬০,০০০/- টাকা।
আনুমানিক অন্যান্য খরচ:
দরজার জন্য খরচ হবে = ৮৪,০০০/- টাকা।
জানালার জন্য খরচ হবে = ১৫৮,০০০/- টাকা।
প্লাম্বিং এবং সেনেটারি কাজের জন্য খরচ হবে = ১৬০,০০০/- টাকা।
ইলেকট্রিক্যাল কাজের জন্য খরচ হবে = ৯৬,০০০/- টাকা।
বাড়ির রঙের জন্য খরচ হবে = ৮০,০০০/- টাকা।
বাড়িটি নির্মাণের জন্য মোট খরচ হবে = ৩৬,৪৭,৯৫০/- টাকা।
প্রতি বর্গফুটে খরচ হবে = ১৫২০/- টাকা।
বাড়ির ডিজাইন সম্পর্কে কোন প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্স এ প্রশ্ন করুন।
রাজ মিস্ত্রির মজুরি ও বাড়ি নির্মাণ কাজের প্রযোজনিয় ম্যাটেরিয়ালের বাজার মুল্য স্থান কাল ভেদে কমবেশি হতে পারে। এটা নির্ভর করবে বাজারে চাহিদা উপর। ছাদের মাপের উপর প্রতি ফ্লোরে শতকরা ১০ থেকে ২০% হারে দর বৃদ্ধি হতে পারে অথবা ১০ থেকে ২০% হারে দর কমতেও পারে। এছাড়া রাজ ও রডের মিস্ত্রিয় এবং লেবার দের কাজের রেট আলোচনার মাধ্যমে সঠিক বাজার মূল্যে ঠিক করলে ভাল হয়।
বিঃদ্রঃ মালিক যদি নিজে মালামাল কিনে কাজ করাতে পারেন তাহলে উক্ত হিসাবকৃত টাকা দিয়ে কাজ শেষ করতে পারবেন। এবং এখান থেকে কিছু টাকা বাঁচাতে ও পারবেন। তবে কাউকে বাড়িটি বানানোর জন্য কন্টাক্ট দিলে উক্ত হিসাবকৃত টাকা লাগতে পারে অথবা এর চেয়ে কিছু টাকা বেশি লাগতে পারে।
বাড়িটির ফুল ডিজাইন নিতে বা আপনার মনের মত বাড়ির ডিজাইন করে নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
Phone = 01741454219 ( Imo / WhatsApp / Bip / Viber )
১০০+ টিনশেড বাড়ির ডিজাইন দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন
১০০+ একতলা বাড়ির ডিজাইন দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন
১০০+ ২ তলা বাড়ির ডিজাইন দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন
সতর্ক বাণী
একজন ইঞ্জিনিয়ার এর কাছে ডিজাইন করতে গেলে অনেক খরচ।
তাই মাথা খাটিয়ে ইন্টারনেট থেকে একটা ডিজাইন নামিয়ে নিলেই ইঞ্জিনিয়ার এর খরচটা বেচে যাবে।
এই চিন্তা অনেক ভয়ংকর কারন একটা ডিজাইন অনেক গুলো ভ্যারিয়েবল ফ্যাক্টর এর উপর নির্ভরশীল।
যেমন :
১/ মাটির ধরন।
২/ ওই এলাকার ভূমিকম্প প্রবণতা।
৩/ বাতাসের ধরন।
৪/ প্লটের দিক।
৫/ সূর্যালোক এর ব্যাবস্থা।
৬/ প্রয়োজনীয় মালামালের পর্যাপ্ততা ইত্যাদি
সেই সঙ্গে অত্যন্ত সংবেদনশীল এবং জটিল সব সূত্র এবং সফটওয়্যার ব্যাবহার করে সেই ডিজাইন এর যথার্থতা নির্ণয় করা হয়।
সুতরাং খরচ বাঁচাতে জীবন ঝুঁকিতে ফেলবেন না।
ভালো মানের ইট রড সিমেন্ট এর পাশাপাশি ভালো মানের একটা ডিজাইন নিশ্চিৎ করবে আপনার ও আপনার পরিবারের সুরক্ষা।
আমাদের সেবা সমূহ: ( স্টিল + আর.সি.সি )
১. আর্কিটেকচারাল ডিজাইন,
২. স্ট্রাকচারাল ডিজাইন ,
৩. ইলেক্ট্রিক্যাল ডিজাইন,
৪. প্লাম্বিং ডিজাইন,
৫. ওয়ার্কিং ড্রয়িং,
৬. 3D ডিজাইন, 3D অ্যানিমেশন
৭. ল্যান্ডস্কেপ ডিজাইন,
৮. বাড়ি, মার্কেট, ইন্ডাস্ট্রি ও ফ্যাক্টরির প্ল্যান/মাস্টার প্ল্যান- 2D & 3D
৯. সিটি কর্পোরেশন/ পৌরসভা/ইউনিয়ন অনুমোদন শিট
১০.এস্টিমেট
১১. প্রজেক্ট ম্যানেজমেন্ট, কোয়ালিটি এসুরেন্স/কন্ট্রোল
১২. কন্সট্রাকশন ও সুপারভিশন
১৩. সয়েল টেস্ট ও পাইল
১৪. ডিজিটাল সার্ভে
Our Services: (Steel + RCC)
- Architectural design,
- Structural design,
- Electrical design,
- Plumbing design,
- Working drawing,
- 3D design, 3D animation
- Landscape design,
- House, Market, Industry & Factory Plan / Master Plan – 2D & 3D
- City Corporation / Pouroshova / Union Approval Sheet
- Estimate
- Project Management, Quality Control
- Construction and supervision
- Soil test and pile
- Digital Survey
আমাদের সাথে যোগাযোগ এর ঠিকানা ফেসবুক পেজে গিয়ে সরাসরি আমাদেরকে মেসেজ দিতে পারেন। ফেসবুক পেজে গিয়ে Text অথবা Voice Record করলে , আমরা ১০০% রিপ্লাই দিব।
You can message us directly by going to the contact’s address Facebook page. If you go to the Facebook page and record Text or Voice, we will give 100% reply.
Facebook: https://www.facebook.com/sirajtech.org
Instagram: https://www.instagram.com/sirajtech_org/
Email : siraj875212@gmail.com
Phone = 01741454219 ( imo / WhatsApp / BiP / Viber )
সকল ধরনের বাড়ির ডিজাইন দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন:
HOUSE-BUILDING AND FACTORY DESIGN
বাড়ি নির্মাণ সম্পর্কে টিপস / ট্রিকস জানতে লিঙ্কে ক্লিক করুন:
CIVIL ENGINEERING TIPS & TRICKS