Low cost cow shed design | আধুনিক গরুর শেড ডিজাইন

Low cost cow shed design

Low cost cow shed design | আধুনিক গরুর শেড ডিজাইন

Low cost cow shed design – এই শেডটির দৈর্ঘ্য ১৫০ ফুট এবং প্রস্থ ৫২ ফুট । আর শেডের মোট আয়তন  ৭৮০০ এস,এফ,টি। শেডটিতে সকল ধরনের আধুনিক সুযোগ সুবিধা রাখা হয়েছে। এখানে গরুগুলো বাধা আবস্থায় থাকবে না। গরুগুলো তাদের মন মত চলাফিরা করতে পারবে। শেডটি পশু ডাক্তারের পরামর্শ ( ডাঃ নুরুল আমীন স্যার ) আনোযায়ী তৈরি করা হয়ছে।

এই সুন্দর শেডটির ডিজাইন সম্পর্কে আরো জানতে নিচের লিঙ্ক এ ক্লিক করে ভিডিওটি দেখতে পারেন ।

Youtube Video Link

 

এই শেডটির নির্মাণ করতে আনুমানিক খরচ হবে = ২৫ থেকে ৩০ লক্ষ টাকা

 

  R.C.C ESTIMATE:

  1. Bricks = 27225 pcs
    2. Cement = 509 Bag
    3. Sylhet Sand = 850 Cft
    4. Local Sand = 500 Cft
    5. Bricks chips = 1681 Cft
    ROD:
    6. 16mm = 250 kg
    7. 12mm = 3087 kg
    8. 8mm = 720 kg

 

Low cost cow shed design

 

Low cost cow shed design

 

Low cost cow shed design

 

STEEL ESTIMATE:
1. Anchor Bolt  = 128 pcs = 80.63kg
2. Base Plate  = 32 pcs = 160kg
3.Nut = 384 pcs
4.Washer = 256 pcs
5. M.S Pipe  ( RFL OR Hatim ) = 500’
6. Angle Bar  (BSRM) =820’ = 960kg
7. Angle Bar  (BSRM) = 2000’= 1080kg
8. C Perlin =1080’ = 1059 kg
9. C Perlin  = 120’ = 147 kg
10. Profile sheet 0.47 mm thick; Origin-China ASTM
A792; GR.50;Fy = 34.5 kN/cm2 = 4,000 Sft
11. Ridge Cap = 100 Rft
12. Gable Trim = 40 Rft
13. Double Bubble Insulation = 4128 Sft
14. Gutter = 240 Rft
15. uPvc pipe’ =180 Rft
16. Roofing screw with washer  = 5000 pcs
17. MS Pipe  = 1500’ = 1125 kg
18. MS Pipe  = 1240’ = 348 kg

 

 

 

Low cost cow shed design
Low cost cow shed design

 

মালিক যদি নিজে মালামাল কিনে কাজ করাতে পারেন তাহলে উক্ত হিসাবকৃত টাকা দিয়ে কাজ শেষ করতে পারবেন। এবং এখান থেকে কিছু টাকা বাঁচাতে ও পারবেন। তবে কাউকে বাড়িটি বানানোর জন্য কন্টাক্ট দিলে কিছু টাকা বেশি লাগতে পারে।

 

বিদ্রঃ এলাকাভেদে খরচের পরিমাণ কমবেশি হতে পারে।

শেডটির ফুল ডিজাইন নিতে বা আপনার মনের মত গরুর শেডের ডিজাইন করে নিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন

 


 

একজন ইঞ্জিনিয়ার এর কাছে ডিজাইন করতে গেলে অনেক খরচ

তাই মাথা খাটিয়ে ইন্টারনেট থেকে একটা ডিজাইন নামিয়ে নিলেই ইঞ্জিনিয়ার এর খরচটা বেচে যাবে

এই চিন্তা অনেক ভয়ংকর কারন একটা ডিজাইন অনেক গুলো ভ্যারিয়েবল ফ্যাক্টর এর উপর নির্ভরশীল

যেমন :

১/ মাটির ধরন

২/ ওই এলাকার ভূমিকম্প প্রবণতা

৩/ বাতাসের ধরন

৪/ প্লটের দিক

৫/ সূর্যালোক এর ব্যাবস্থা

৬/ প্রয়োজনীয় মালামালের পর্যাপ্ততা ইত্যাদি

সেই সঙ্গে অত্যন্ত সংবেদনশীল এবং জটিল সব সূত্র এবং সফটওয়্যার ব্যাবহার করে সেই ডিজাইন এর যথার্থতা নির্ণয় করা হয়

সুতরাং খরচ বাঁচাতে জীবন ঝুঁকিতে ফেলবেন না

ভালো মানের ইট রড সিমেন্ট এর পাশাপাশি ভালো মানের একটা ডিজাইন নিশ্চিৎ করবে আপনার ও আপনার পরিবারের সুরক্ষা


 

আপনার স্বপ্নের বাড়ি নির্মাণ এর কথা ভাবছেন !!!

স্বপ্ন যখন একটি সুন্দর বাড়ির। তখন আপনার স্বপ্নের বাড়িটি ডিজাইনের জন্য, আমাদের সৃজনশীল ও দক্ষ ডিজাইন টিম সদা প্রস্তুত।

জমির আকৃতি যেমনই হোক না কেন, আপনার স্বপ্নকে বাস্তবে রুপ দেওয়ার দায়িত্ব আমাদের ডিজাইন টিমের। সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে বানানো বাড়িটি যেন ছুঁতে পারে আপনার স্বপ্নকে। শখ ও সাধ্যের মাঝে ফুটে উঠুক বসবাসের প্রত্যেকটি ইঞ্চি জায়গা।

আপনার কষ্টে অর্জিত টাকায় নির্মিত বাড়িটি হোক সুন্দর, আকর্ষণীয় ও নিরাপদ আবাসস্থল । সঠিক প্ল্যানিংও ডিজাইন ছাড়া বাড়ির কাজ শুরু করে কষ্টের টাকাগুলোর অপচয় করবেন না । আমাদের কাছে আসা অনেকজন কেই দেখেছি যে প্ল্যানিং ছাড়া বাড়ির কাজ শুরু করে অনেক টাকা নস্ট করে ফেলেছেন কিন্তু বাড়ির ভিতরের প্ল্যান ভাল লাগছেনা, বাইরের আউটলুক ভাল লাগছেনা এবং আরও অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে ।

সুন্দর করে বাড়ি করার জন্য , ডিজাইন করা খুবই গুরুত্তপুর্ণ।

(“siraj tech design and construction solution”) এর টিম দিচ্ছে সম্পূর্ণ সমাধান ।

 

আমাদের সেবা সমূহ: ( স্টিল + আর.সি.সি )

১. আর্কিটেকচারাল ডিজাইন,

২. স্ট্রাকচারাল ডিজাইন ,

৩. ইলেক্ট্রিক্যাল ডিজাইন,

৪. প্লাম্বিং ডিজাইন,

৫. ওয়ার্কিং ড্রয়িং,

৬. 3D ডিজাইন, 3D অ্যানিমেশন

৭. ল্যান্ডস্কেপ ডিজাইন,

৮. বাড়ি, মার্কেট, ইন্ডাস্ট্রি ও ফ্যাক্টরির প্ল্যান/মাস্টার প্ল্যান- 2D & 3D

৯. সিটি কর্পোরেশন/ পৌরসভা/ইউনিয়ন অনুমোদন শিট

১০.এস্টিমেট

১১. প্রজেক্ট ম্যানেজমেন্ট, কোয়ালিটি এসুরেন্স/কন্ট্রোল

১২. কন্সট্রাকশন ও সুপারভিশন

১৩. সয়েল টেস্ট ও পাইল

১৪. ডিজিটাল সার্ভে

 

Our Services: (Steel + RCC)

  1. Architectural design,
  2. Structural design,
  3. Electrical design,
  4. Plumbing design,
  5. Working drawing,
  6. 3D design, 3D animation
  7. Landscape design,
  8. House, Market, Industry & Factory Plan / Master Plan – 2D & 3D
  9. City Corporation / Pouroshova / Union Approval Sheet
  10. Estimate
  11. Project Management, Quality Control
  12. Construction and supervision
  13. Soil test and pile
  14. Digital Survey

 

And

Factory, High rise building, Steel building, Rcc building, Steel warehouse and Rcc & Steel Structures Design ,

and all kind of Erection and Fabrication

 

 

( আমরা দেশের যে কোন জায়গায় কাজ করে থাকি )

আমাদের সাথে যোগাযোগ এর ঠিকানা ফেসবুক পেজে গিয়ে সরাসরি আমাদেরকে মেসেজ দিতে পারেন। ফেসবুক পেজে গিয়ে Text অথবা Voice Record করলে , আমরা ১০০% রিপ্লাই দিব।

ফেসবুক পেজ / Facebook page

instagram

Email – siraj875212@gmail.com

Phone = 01741454219  ( Imo + Whatsapp + Bip + Viber )

 

 

সকল ধরনের বাড়ির ডিজাইন দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন

HOUSE-BUILDING AND FACTORY DESIGN

https://sirajtech.org/category/house-building-and-factory-design

বাড়ি নির্মাণ সম্পর্কে টিপস ট্রিকস জানতে লিঙ্কে ক্লিক করুন

CIVIL ENGINEERING TIPS & TRICKS

https://sirajtech.org/category/civil-engineering-tips-tricks

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *