6 Roof Garden Problems and Solutions – 6 টি ছাদ বাগানের সমস্যা ও সমাধান ।
ছাদ বাগান কাকে বলে। পাকা বাড়ির খালি ছাদে অথবা ব্যালকনিতে বিজ্ঞান সম্মত উপায়ে বিভিন্ন উদ্যান ফসল বিশেষ করে ফুল, ফল, শাক-সবজির বাগান গড়ে তোলাকে ‘ছাদ বাগান’ বলা হয়, ইংরেজিতে একে বলা হয় রুফ টপ গার্ডেন। ছাদ বাগানের গুরুত্ব তাজা শাকসবজি ও ফল-ফুল পাওয়া যায়। বাড়তি আয় ও অবসর সময় কাটানো যায়। কর্মসংস্থান সৃষ্টি হয়। ছাদের সবুজ চত্বর ও বাগান বিনোদন দিতে পারে। পরিবেশ দুষণ মুক্ত রাখা যায়। জীব বৈচিত্র্য বা বায়ো ডাইভারসিটি সংরক্ষণে সহায়তা করতে পারে। অবকাঠামো তৈরিতে যে পরিমাণ চাষের জমি নষ্ট হয় ছাদে বাগানের মাধ্যমে তার কিছু অংশ পুষিয়ে নেওয়া যায়। বাড়ির পরিবেশ সুশীতল ও শান্তিময় থাকে। ছাদে বাগান করার সময় যেসব বিষয় খেয়াল রাখা দরকার এমন ছাদে বাগান করা উচিত যা গাছপালার ভার সহ্য করতে পারে ও দ্রুত ছাদ থেকে পানি নিষ্কাশিত হয়ে যেতে পারে। অপেক্ষাকৃত বড় গাছপালা ছাদের বীম বা কলামের কাছাকাছি স্থান বরাবর স্থাপন করতে হবে। খেয়াল রাখতে হবে ছাদ যেন ড্যাম্প বা স্যাঁতসেঁতে না হয়। এজন্য রিং বা ইটের উপর ড্রাম অথবা টবসমূহ স্থাপন করতে হবে। ছাদে কি কি গাছ লাগাবেন তার একটি পরিকল্পনা ও নকশা করে নিতে হবে। প্রয়োজনীয় উপকরণ একটি খালি খোলা ছাদ। হাফ ড্রাম, সিমেন্ট বা মাটির টব, ষ্টিল বা প্লাস্টিক ট্রে। ছাদের সুবিধা মত স্থানে স্থায়ী বেড (ছাদ ও বেডের মাঝে ফাঁকা রাখতে হবে)। সিকেচার, কোদাল, কাচি, ঝরনা, বালতি, করাত, খুরপি, স্প্রে মেশিন ইত্যাদি। দোঁআশ মাটি, পঁচা শুকনো গোবর ও কম্পোস্ট, বালু ও ইটের খোয়া ইত্যাদি। পানি দেয়ার ব্যবস্থা। গাছের চারা, কলম বা বীজ।