ওয়াল টাইলস করার কাজটি নিজে করতে চাইলে কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে এই পদ্ধতি গুলো মেনে চললে আপনি সুন্দর ও টেকসই একটি টাইলস করা দেয়াল পাবেন। সর্বপ্রথম দেয়ালটি পুরোপুরি পরিষ্কার করে নিন যেকোনো ধরনের ধুলা ময়লা বা পুরনো পৃন্টের আঁশ পরিস্কার করে ফেলুন দেওয়ালটি সমান না থাকলে ঠিকভাবে টাইলস বসবে না প্রয়োজন হলে প্লাস্টার করে দেওয়ালটির সমতল করে নিন দেওয়ালের আয়তন অনুযায়ী টাইল কিনুন বা অতিরিক্ত কেনা ভালো যদি পরবর্তীতে কোন ক্ষতি হয় তাতে ব্যবহার করা যায় বাথরুম বা রান্নাঘরে মত জায়গায় টাইলস করার আগে অবশ্যই ভালোভাবে পানি দিয়ে দেয়ালটি ভিজে নিবেন, না হলে পরবর্তীতে শুকনো শুকনো যদি আপনি টাইলস লাগান পরবর্তীতে ভিতরে কিন্তু টাইলস তো বসবে না বসলেও ফাঁকা থাকবে এতে করে অনেক সময় দেয়ালে ডিল মিসিং দিয়ে ফুটো করা হয় সে ক্ষেত্রে টাইলস ফাটার সম্ভাবনা থাকে তাই অবশ্যই দেয়াল এবং টাইলস দুইটাই ভিজিয়ে নিবেন। । এখন টাইলস বসানোর কিছু পদ্ধতি রয়েছে একটি সোজা লাইন তৈরি করুন দেয়ালে কিছু চিহ্ন শুরু করুন সুতা দিয়ে এই লাইন অনুসারে বাকি টাইলস গুলো সাজিয়ে নিন । তারপর টাইলস সিমেন্ট মিশিয়ে দেওয়ালে চাপ দিয়ে বসিয়ে দিন একটি রাবার হামার দিয়ে হালকা করে আঘাত করে বসেছে কিনা তা দেখে নিন । টাইলস করার কাজটি ধীরে সাথে করতে হবে তাড়াহুড়া করা যাবে না তাড়াহুড়া করলে অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে অনেকে নিজে নিজে করতে চান তো নিজে নিজে এই নিয়ম অনুযায়ী করতে পারেন আবার নিজে না করতে পারলে পেশাদার সাহায্য নিন।