বর্তমানে অনেকেই জিও ব্যাগে ছাদ বাগান করতে যাচ্ছেন। তাই ব্যাক নেওয়ার সময় অনেকেই অনেক ধরনের চিন্তা করেন ব্যাগগুলো পাতলা হবে নাকি মোটা। কতদিন এগুলো দীর্ঘস্থায়ীভাবে হবে। এগুলো নিয়ে বিভিন্ন বিষয় ভিবিন্না দুশ্চিন্তাতা করেন।
তো আজকে আমি আপনাদের এই পোস্টে আমাদের সিরাজ টেক ও বাজারের ব্যাগগুলো মধ্যে কি কি পার্থক্য রয়েছে তা নিয়ে আলোচনা করবো। কেন আমাদের সিরিজটিকের ব্যাগগুলো বাজারে অন্যান্য ব্যাগের থেকে আলাদা ও গুনগত মানের দিক দিয়ে সেরা । বাজারে যে ব্যাগগুলো রয়েছে সেগুলোতে মাটি দেওয়ার পর শেপ ঠিক থাকে না, চারপাশ দিয়ে ঢালে পারে। কারণ এগুলোর কাপড় অনেকটা পাতলা হয়। কিন্তু আমাদের ব্যাগগুলোতে মাটি দেওয়ার পরও শেপ ঠিক থেকে, ঢলে পড়ে না।
বাজারের ব্যাগগুলো সেলাই করে থাকে সাধারণ কাপড় সেলানোর সুতা দিয়ে। যার ফলে দেখা যায় কিছুদিন পর গিয়ে সেলাই ছিরে যাই।
কিন্তু আমাদের ব্যাগগুলো সেলাই করা হয় আধুনিক মেশিনের মাধ্যমে লালন সেনথেটিক ইয়েম সুতা দিয়ে।
যার ফলে অনায়াসেই এই সেলাইগুলো ১০ থেকে ১৫ বছর চলে যাবে।
তাই বলা যায় বাজারের অন্যন্য ব্যাগের চেয়ে আমাদের সিরাজটের ব্যাগ গুলো অত্যন্ত উন্নত ও টিকশয়।
জিও ব্যাগ এর পাশাপাশি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে জিও টেক্সটাইল রোল এবং জিও বস্তা যেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের বাসা বাড়িতে পুকুরের পাড় ভাঙ্গন রোদে অথবা নদী ভাঙ্গন রোধে ব্যবহার করতে পারবেন। জিও বস্তাগুলো এগুলো জিও বাগ এর মত একই মাধ্যমে সেলাই করা হয়।
আরো বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন👇
আমাদের ফেসবুক পেজ = Siraj Tech Facebook
ছাদ বাগান করার জন্য জিও ব্যাগের অর্ডার করতে 👉 Geo Grow Bag
দেশি ও বিদেশি বিভিন্ন ধরনের সুন্দর সব ফল ও শাক-সব্জির বীজ পাবেন আমাদের কাছে। 👉 High Quality Gardening Seeds
ছাদ বাগানের বিভিন্ন সরঞ্জাম। 👉 High Quality Gardening Tools
গাছের জন্য বিভিন্ন জৈব কীটনাশক। 👉 Organic Fertilizers and Pesticides
নদী ও পুকুরের পাড় ভাঙ্গন রোধে জিও ব্যাগ ও জিও রোল। 👉Geobag Geotube and Geosheet