What is a column? | কলাম কাকে বলে? কত প্রকার ও কি কি?
What is a column? – কলাম কাকে বলে?
কোন RCC (Reinforced Concrete Cement) কাঠামোতে খাড়া ও উলম্ব লোড বহন করার জন্য যে কাঠামোগত উপাদান (Structural Elements) নির্মান করা হয় তাকে কলা (column) বলে।
What is a column?
The structural elements that are made to carry vertical and vertical loads in an RCC (Reinforced Concrete Cement) structure are called columns.
কলাম কত প্রকার ও কি কি?
# রেডিয়াস অব জাইরেশনের উপর ভিওি করে কলাম সাধারণত ২ প্রকার-
১) লং কলাম (Long column) L>10b
২) শর্ট কলাম (Short column) L<10b
# রিইনফোর্সমেন্টের উপর ভিত্তি কলাম ৪ প্রকার।যথা-
১) টাইড কলাম
২) স্পাইরাল কলাম
৩) কম্পোজিট কলাম
৪) কম্বিনেশন কলাম
How many types and what are they?
# There are generally two types of columns that view the radius of giration-
1) Long column – L> 10b
2) Short column – L <10b
# There are 4 types of columns based on reinforcement.
1) Tide column
2) Spiral column
3) Composite columns
4) Combination column
ইন্টারমিডিয়েট কলাম কাকে বলে?
লং এবং শর্ট কলামের মধ্যবতী কলামকে ইন্টারমিডিয়েট কলাম বলে।
What is an intermediate column?
The intermediate column between long and short columns is called intermediate column.
টাইড ও স্পাইরাল কলাম ডিজাইন করা হয় কখন?
কলামের সাথে দেওয়াল থাকলে টাইড কলাম ডিজাইন করা হয় এবং কলামের সাথে দেওয়াল না থাকলে স্পাইরাল কলাম ডিজাইন করা হয়।
When are tide and spiral columns designed?
Tide columns are designed if there is a wall with the column and spiral columns are designed if there is no wall with the column.
টাইড ও স্পাইরাল কলামে সর্বনিম্ন কত মি.মি রড ব্যবহার করা হয় এবং রডের ন্যূনতম সংখ্যা কয়টি?
টাইড ও স্পাইরাল কলামে সর্বনিম্ন ১৬ মিলিমিটার ব্যাসের রড ব্যবহার করা হয়।
স্পাইরাল কলামে সর্বনিম্ন ৬ টি ও টাইড কলামে সর্বনিম্ন ৪ টি রড রাখা হয়।
What is the minimum number of mm rods used in tide and spiral columns and what is the minimum number of rods?
Tides and spiral columns use rods with a minimum diameter of 16 mm.
A minimum of 6 rods are placed in the spiral column and a minimum of 4 rods in the tide column.
ACI কোড অনুযায়ী আয়তাকার কলাম ও স্পাইরাল কলামের ন্যূনতম পার্শ্ব মাপ ও ব্যাস কত ইঞ্চি হবে?
ACI কোড অনুযায়ী আয়তাকার কলামের ন্যূনতম পার্শ্ব মাপ ৮” ও বৃত্তাকার কলামের ন্যূনতম ব্যাস ১০” হবে।
What is the minimum side size and diameter of rectangular column and spiral column according to ACI code?
According to the ACI code, the minimum side size of a rectangular column will be 8 “and the minimum diameter of a circular column will be 10”.
কলামে টাই রড কেন ব্যবহার করা হয়?
কলামের খাড়া রডগুলোকে যথাস্থানে ধরে রাখার জন্য এবং রডগুলোকে বাকা হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য কলামে টাই রড ব্যবহার করা হয়।
Why is the tie rod used in the column?
Tie rods are used in the column to hold the vertical rods of the column in place and to protect the rods from being bent.
কলাম ঢালাই এর কার্যপ্রণালী ও আপনার করণীয় গুলো কি কি?
১) কলামের ক্ষেত্রে প্রথমেই আসে কলাম কিকার। গ্রীড লাইনের সুতার সাথে কলামের প্লেসমেন্ট ঠিক করে কিকার ঢালাই দিয়ে নিবেন। কিকারের ঢালাই অবশ্যই নিচ্ছিদ্র ও টাইট হতে হবে। পারলে কিকারের অংশের ভিতরে কলামে একটি রিং পরিয়ে ঢালাই দিবেন। কিকারের সাইজ মূল কলামের সাইজ হতে উভয় দিকে 6 মিঃমিঃ কম হবে।
২) পরের দিন কিকারের সাটার খুলে ফেলতে পারেন। তবে কিউরিংটা মিস করবেন না।
৩) এইবার রড মিস্ত্রিকে ডেকে কলামের মেইন রড ও রিং গুলো বাধতে নির্দেশ দিন। তাকে ড্রইং মোতাবেক রড বাধতে সহায়তা করুন।
৪) সাটার সেট করার আগে কিকারের ঢালাইয়ের আউট বরাবর চারপার্শ্বে ফোম লাগিয়ে নিন ডাকু গাম দিয়ে।
৫) সাটার সেট করার আগেই আপনি কলামের রড, রিং, ল্যাপিং প্রভৃতি চেক করে নিবেন।
৬) মিস্ত্রিরা সাটার সেট করার পর ওলন দিয়ে উল্লম্বতা চেক করবেন। সর্বোচ্চ দুই মিঃমিঃ পর্যন্ত ছাড় দিতে পারেন।
৭) এরপর কলামের টানা ও ঠেলা গুলো মজবুত আছে কিনা দেখে নিবেন। সাথে কলামের সাটার লিকেজ মুক্ত আছে কিনা দেখবেন। কলামের কভারিং ঠিক করে নিবেন।
৮) ঢালাই দেওয়ার জন্য প্রস্তুতি নিবেন। আগে থেকেই হিসাব করে নিবেন কতটুকু ঢালাই লাগবে।
৯) ঢালাই টানার লেবারেরর গতির সাথে সম্পর্ক রেখে ঢালাই তৈরি করতে হবে। ঢালাই ঢালার আগে কলামের ভিতরে পানি স্প্রে করতে হবে। এবং কিছুক্ষন পরেই সিমেন্ট গ্রাউটিং ঢেলে দিতে হবে।
১০) ঢালাই ঢালতে থাকবে আর পর্যায়ক্রমে ভাইব্রেটর করতে থাকবে। তবে শুধুমাত্র ঢালাই সমান হওয়া ও বাতাসের বুদবুদ বের হয়ে আসা পর্যন্তই ভাইব্রেটর করা উচিৎ। বেশিক্ষন ধরে রাখলে খোয়া নীচে চলে যাবে আর বালি, সিমেন্ট উপরে চলে আসবে।
১১) একই ভাবে সমস্ত কলাম ঢালাই করবেন। ঢালাইয়ের সাথে সাথেই কলাম সোজা আছে কিনা চোখের নজরে ও ওলন দিয়ে দেখে নিবেন। ঢালাইয়ের পর কভারিং আবার দেখবেন।
১২) পরের দিন সাটার খুলবেন না। 1 দিন সময় দিন শক্ত হতে। তবে সকালেই কলামের মাথার উপর পানির পাইপ দিয়ে পানি দিবেন।
১৩) তৃতীয় দিন সাটার খোলার পরে যদি দেখেন পরিস্কার একটা সারফেস হয়েছে। তখন আপনার নিজের কাছেই ভালো লাগবে।
১৪) এরপর কলামের গায়ে চট পেচিয়ে কিউরিং করুন।
Column casting procedures and what are your tasks?
1) In the case of columns, the column kicker comes first. Take the placement of the column with the yarn of the grid line by casting the kicker. The casting of the kicker must be perforated and tight. If possible, put a ring in the column inside the kicker part and pour it. The size of the kicker will be 6 mm less on both sides than the size of the main column.
2) You can open the shutter of the kicker the next day. But don’t miss the curing.
3) This time call the rod mechanic and instruct him to tie the main rods and rings of the column. Help him tie the rod according to the drawing.
4) Before setting the shutter, apply foam around the casting out of the kicker with daku gum.
5) Before setting the shutter, you will check the rod, ring, lapping, etc. of the column.
6) After setting the shutters, the mechanics will check the verticality with the plumb-ball. Can give discounts up to a maximum of two mm.
7) Then check if the columns are strong. See if the column shutter is free of leakage. Fix the column cover.
8) Prepare for casting. You have to calculate in advance how much casting will be required.
9) Casting should be done keeping in view the speed of the labour. Water should be sprayed inside the column before pour casting. And after a while the cement grouting has to be poured.
10) The casting will continue to pour and will continue to vibrate periodically. However, the vibrator should be applied only until the casting is equal and the air bubbles come out. If you hold it for a long time, the stone will go down and the sand and cement will go up.
11) Cast all the columns in the same way. As soon as you cast it, check whether the column is straight or not. You will see the covering again after casting.
12) Do not open the shutter the next day. 1 day to hardening. But in the morning give water with a water pipe on the head of the column.
13) If you see a clean surface after opening the shutter on the third day. Then you will feel good about yourself.
14) Then apply curing on the column.
ঢালাই এর আগে কি কি বিষয় খেয়াল রাখতে হবে?
১) কংক্রিট স্থাপনার পূর্বে ফর্মওয়ার্ক শক্ত এবং সঠিক অবস্থানে আছে কিনা তা পরীক্ষা করে দেখতে হবে।
২) কংক্রিট স্থাপন করার পূর্বে ফর্মওয়ার্ক ভালোভাবে তৈলাক্ত করে নিতে হবে।
৩) কংক্রিট স্থাপনার সময় ফর্মওয়ার্ক নড়াচড়া করা চলবে না।
৪) অবিরামভাবে কংক্রিট স্থাপন করতে হবে।
৫) ১ মিটারের বেশি উচু স্থান থেকে কংক্রিট ফেলা উচিত নয়।
৬) কংক্রিট খাড়াভাবে ফেলা যাবে না।
৭) প্রতিস্তরে ১৫ সে.মি হতে ৩০ সে.মি পুরুত্বের কংক্রিট স্থাপন করতে হবে।
৮) বৃষ্টির মধ্যে কংক্রিট স্থাপন করা যাবে না।
৯)হাটা অবস্থায় বা দাঁড়িয়ে কংক্রিট ঢালা যাবে না।
১০) যতদূর সম্ভব খুব নিকট থেকে কংক্রিট ফেলা উচিত।
১১) প্রাথমিক জমাট বাধা সময় আরম্ভ হওয়ার পূর্বেই কংক্রিট স্থাপন এবং কম্পাকশন করতে হবে।
১২) রডের স্পেসিং, রড সঠিক অবস্থানে আছে কিনা দেখতে হবে।
What are the things to keep in mind before casting?
1) Before installing the concrete, check that the formwork is strong and in the correct position.
2) Before laying the concrete, the formwork should be well oiled.
3) Formwork should not be moved during concrete installation.
4) Concrete must be placed endless.
5) Concrete should not be thrown from a height of more than 1 meter.
6) Concrete cannot be poured vertically.
7) Concrete 15 cm to 30 cm thickness should be placed in each layer.
8) Concrete cannot be placed in the rain.
9) Concrete cannot be poured while walking or standing.
10) Concrete should be thrown as close as possible.
11) Concrete should be laid and compacted before the initial freezing time begins.
12) Spacing of the rod, to see if the rod is in the correct position.
কলাম সম্পর্কে আরো কিছু কথা-
# কলামে কম্প্রেশন ফোর্স ফেইল করে।
# স্পাইরাল কলামের ভারবহন ক্ষমতা টাইড কলামের চেয়ে ১৫% বেশি।
# কলামের আর সি সি কাজে ১% – ৫% হারে রড ব্যবহার করা হয়।
# কলাম ঢালাই করার পর ২১-২৮ দিন পর্যন্ত কিউরিং করা হয়।
# টাই রড়কে ১৩৫ ডিগ্রিতে বাকানো হয়।
More about the column-
# The compression force in the column fails.
# The carrying capacity of the spiral column is 15% higher than that of the tide column.
# Rods are used at the rate of 1% – 5% in the RCC work of column.
# Curing is done for 21-28 days after casting.
# The tie rod is bent at 135 degrees.
আমাদের সেবা সমূহ: ( স্টিল + আর.সি.সি )
১. আর্কিটেকচারাল ডিজাইন,
২. স্ট্রাকচারাল ডিজাইন ,
৩. ইলেক্ট্রিক্যাল ডিজাইন,
৪. প্লাম্বিং ডিজাইন,
৫. ওয়ার্কিং ড্রয়িং,
৬. 3D ডিজাইন, 3D অ্যানিমেশন
৭. ল্যান্ডস্কেপ ডিজাইন,
৮. বাড়ি, মার্কেট, ইন্ডাস্ট্রি ও ফ্যাক্টরির প্ল্যান/মাস্টার প্ল্যান- 2D & 3D
৯. সিটি কর্পোরেশন/ পৌরসভা/ইউনিয়ন অনুমোদন শিট
১০.এস্টিমেট
১১. প্রজেক্ট ম্যানেজমেন্ট, কোয়ালিটি এসুরেন্স/কন্ট্রোল
১২. কন্সট্রাকশন ও সুপারভিশন
১৩. সয়েল টেস্ট ও পাইল
১৪. ডিজিটাল সার্ভে
Our Services: (Steel + RCC)
- Architectural design,
- Structural design,
- Electrical design,
- Plumbing design,
- Working drawing,
- 3D design, 3D animation
- Landscape design,
- House, Market, Industry & Factory Plan / Master Plan – 2D & 3D
- City Corporation / Pouroshova / Union Approval Sheet
- Estimate
- Project Management, Quality Control
- Construction and supervision
- Soil test and pile
- Digital Survey
আমাদের সাথে যোগাযোগ এর ঠিকানা ফেসবুক পেজে গিয়ে সরাসরি আমাদেরকে মেসেজ দিতে পারেন। ফেসবুক পেজে গিয়ে Text অথবা Voice Record করলে , আমরা ১০০% রিপ্লাই দিব।
You can message us directly by going to the contact’s address Facebook page. If you go to the Facebook page and record Text or Voice, we will give 100% reply.
Email – siraj875212@gmail.com
Phone = 01741454219 ( Imo + Whatsapp + Bip + Viber )
সকল ধরনের বাড়ির ডিজাইন দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুন
HOUSE-BUILDING AND FACTORY DESIGN
https://sirajtech.org/category/house-building-and-factory-design
বাড়ি নির্মাণ সম্পর্কে টিপস ট্রিকস জানতে লিঙ্কে ক্লিক করুন
CIVIL ENGINEERING TIPS & TRICKS
https://sirajtech.org/category/civil-engineering-tips-tricks
Pingback: What is beam | বীম কি? - বীম কত প্রকার ও কি কি? - SIRAJ TECH