Non Woven Geotextile | নন ওভেন জিও টেক্সটাইল

Non Woven Geotextile

Non Woven Geotextile | নন ওভেন জিও টেক্সটাইল

Non Woven Geotextile – এখানে যে সকল বিষয় নিয়ে আলোচনা করেছিঃ
১। নন ওভেন জিও টেক্সটাইল কি?
২। এটার প্রকারভেদ।
৩। নন ওভেন এর পরিচিতি।
৪। নন ওভেন এর বাজার বিশ্লেষণ।
৫। নন ওভেন ফেব্রিক কোথায় পাবেন।
I have discussed all the issues here:
 1. What is Non-Woven Geo Textile?
 2. Types of it.
 3. Introduction to Non-Woven
 4. Market analysis of non-oven.
 5. Where to find non-oven fabric.

জিও টেক্সটাইল শীট / ব্যাগ নিতে নিচের লিঙ্কে ক্লিক করুন

Geosheet Geobag and Geotube
Geo Growing Bags

01741454219, 01822060321 WhatsApp

নন ওভেন জিও টেক্সটাইল কি?

ফাইবারকে যন্ত্রের মাধ্যমে ,রাসায়নিক অপদ্রব্য মিশিয়ে তাপীয় শক্তির সাহায্যে এক ধরণের দ্রবীভূত রুপে সমন্বিত করে । এটিকে একমুখী চলমান প্রবাহের সাহায্যে ফেব্রিকেশন করা হয়। এটি সমান্তরাল, এলোমেলো বা আড়াআড়ি পদ্ধতিতে জমা হতে পারে। নন ওভেন মূলত প্ল্যানার স্ট্রাকচার।

What is Non Woven Geo Textile? ( Non Woven Geotextile )

The fiber is mechanically integrated into a kind of dissolved form with the help of thermal energy by mixing chemical wastes. It is fabricated by a one-way flowing flow. It can be deposited in a parallel, random or horizontal manner. Non-Woven are basically planar structures.
এটার প্রকারভেদঃ
এটা ২ প্রকারের হয়ে থাকে-
পিপি এবং পি,এস,এফ
Types of Non Woven Geotextile :
It comes in two types-
PP= Polypropylene staple fiber.
P, S, F= Polyester staple fiber.

পরিচিতিঃ

অনেক যুগ যুগ থেকে নন ওভেন ফেব্রিক ব্যবহৃত হয়ে আসছে । এর একটি প্রধান উদাহরণ হল পশম । নন ওভেন ফেব্রিকের সবচে প্রাচীন নিদর্শন পাওয়া যায় ৩৫০০-৩০০০ খ্রিস্টপূর্বে। যেগুলো তৈরি হয়েছিল বিভিন্ন প্রানীর চুল থেকে । প্রাথমিকভাবে শুধু প্রটেক্টিভ কাপড় হিসেবে যেমন- তাবু টাঙ্গানোর কাজে নন ওভেন ব্যবহৃত হত ।কিন্তু সাম্প্রতিককালে সারজিক্যাল গাউন-ক্যাপ, ফিল্টার ক্লথ, ভ্যাকুয়াম ব্যাগ, রুমাল, জিও টেক্সটাইল ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ফ্যাশনেবল ফেব্রিক হিসেবে যেমন- গাউন, কাঁধের প্যাড, গ্লভ ইন্সুলেশন ইত্যাদিতে নন ওভেন ব্যবহৃত হচ্ছে। ষাটের দশকে যখন প্রথম নন ওভেন ফেব্রিকের উপড় গবেষণা শুরু হয়েছিল, তখন জনপ্রিয়তা না হলেও সাম্প্রতিক কিছু গবেষণায় এ ফেব্রিকের মানে অনেক উন্নতি এসেছিল। এখনকার নন ওভেন আগের তুলনায় অনেক হালকা, টেকসই, প্রসারণ ক্ষমতা সম্পন্ন । যদিও ওভেন ও নিটেড ফেব্রিক কে কেন্দ্র করে মূলত মার্কেট সচল , তবে কয়েক দশক ধরে নন ওভেনের প্রোডাক্ট ক্রমশ  মার্কেটে জায়গা করে নিচ্ছে ।

Non-Woven Geotextile Introduction:

Non-Woven fabric has been used for many ages. A prime example of this is fur. The earliest examples of non-woven fabrics date back to 3500-3000 BC. Which were made from the hair of different animals. Initially, non-ovens were used only for protective clothing such as tent tents. Being used. When the first non-woven fabric was first studied in the sixties, it did not gain much popularity, but some recent studies have shown that the fabric has improved a lot. Today’s non-ovens are much lighter, more durable than before. Although the market is largely centered around ovens and knitted fabrics, Non-Woven products have been gaining ground in the market over the decades.

নন ওভেন এর বাজার বিশ্লেষণঃ

Smithers Pira এর গবেষণা অনুযায়ী ২০১৫ তে এর বিশ্ব বাজার ছিলো $৩৭.৪ বিলিয়ন ডলারে। এছাড়া ধারনা করা যায় ২০২৫ সাল এর মধ্যে Non-Woven মার্কেটের পজিটিভ গ্রোথ গিয়ে দাড়াবে ৬.৮% এ। Non-Woven এর মার্কেট দিন দিন বাড়ছে। প্রতিনিয়ত বিশ্বে জন্মহার বাড়তেছে এই শর্তে হাইজেনিক প্রডাক্ট এর চাহিদা বাড়ছে, যেমন- Baby diapers, Sanitary Napkins, Adult incontinence product।
Medical Textile এ Non-Woven এর ব্যবহার আলোচ্য বিষয়। এটা নিয়ে বলার কিছুই নাই । এছাড়া Non-Woven তৈরি পণ্য Geotextiles হিসেবে রাস্তা নির্মানে ব্যবহার হচ্ছে। Automobile শিল্পে বিভিন্ন গাড়ি,বিমানের ভিতরের পার্টসেও Non-Woven ব্যবহার হয়। এছাড়া বিভিন্ন অন্তরক তৈরিতে  ও প্যাকেজিং শিল্পেও Non-Woven ব্যবহার হচ্ছে। সুতরাং Non-Woven ভবিষ্যতের জন্য উজ্জ্বল হাতছানি দিচ্ছে।
 

Market analysis of Non-Woven Geotextile :

According to a study by Smithers Pira, its global market in 2015 was $ 36.4 billion. In addition, it is expected that by 2025, the positive growth of the non-woven market will stand at 7.8%. The non-Woven market is growing day by day. Demand for this specialty has grown significantly as a result of recent corporate scandals.
 
The use of Non-Woven in Medical Textile is under discussion. There is nothing to say about it. Non-Woven products are also being used in road construction as Geotextiles. Non-Woven has also been used in various cars and aircraft parts in the automobile industry. Non-woven is also being used in various insulators and in the packaging industry. So Non-Woven is giving a bright hand for the future.

জিও টেক্সটাইল শীট ও ব্যাগ ব্যবহার করার নিয়ম – Geotextile sheet and bags

নদী ও পুকুরের পাড়ে জিও শিট ও ব্যাগ কিভাবে ব্যবহার করবেন | geo sheet – geo bag – Geo Tube

Our Product Categories

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *